পুরনো পার্কের গায়েই একটি নতুন পার্ক তৈরির শিলান্যাসের অভিযোগ উঠল ভাতারে। জেলাশাসকের কাছে চিঠি পাঠিয়ে এ ব্যাপারে পুরনো ঐতিহ্য নষ্ট ও বিধায়ক তহবিলের টাকা ‘বাজে খরচের’ অভিযোগ জানিয়েছে ভাতার ব্লক কংগ্রেস। জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা জানান, বিষয়টি মহকুমাশাসককে দেখতে বলা হয়েছে। মহকুমাশাসক (বর্ধমান উত্তর) প্রদীপ আচার্য জানান, পুরনো পার্কের সৌন্দর্যায়নের জন্য বিধায়ক তহবিলের টাকা খরচ করা হবে বলে ঠিক হয়েছে। যাঁরা পার্কের ব্যাপারে নানা আপত্তি তুলেছেন, তাঁদের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
জেলাশাসককে পাঠানো চিঠিতে ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী অভিযোগ করেছেন, ভাতার হাউসিং কমপ্লেক্সে ৩৬ বছরের পুরনো একটি পার্ক রয়েছে। গত ২৭ জুন সকালে সেই পার্কের গায়ে একটি শিলালিপি বসানো হয়েছে। তাতে লেখা হয়েছে, বিধায়ক তহবিলের সৌজন্যে ‘অঙ্গন’ নামে একটি শিশু উদ্যানের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। স্থাপন করেছেন ভাতারের তৃণমূল বিধায়ক বনমালী হাজরা। পুরনো পার্কের গায়ে এ ভাবে শিলান্যাস করে কি বিধায়ক তহবিলের টাকা নষ্ট করা হচ্ছে না, প্রশ্ন তুলেছেন তুহিনবাবু। এই কাজের জন্য নিয়ম মেনে দরপত্র ডাকা হয়েছিল কি না, পার্কের জন্য কত টাকা খরচ করা হচ্ছে তা স্থানীয় মানুষকে কেন জানানো হচ্ছে না, সে সব নিয়েও প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর দাবি, ওই কমপ্লেক্সের পাঁচিলে ঘেরা পার্কটিতে শিশুদের জন্য নানারকম খেলাধুলোর ব্যবস্থা রয়েছে। |
ভাতারের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন পূর্তমন্ত্রী ভোলানাথ সেনের আমলে তৈরি হয়েছিল ওই পার্ক। বর্তমান বিধায়কের এই কাজে প্রাক্তন বিধায়কের স্মৃতিকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুহিনবাবুর।
বিধায়ক বনমালীবাবু অবশ্য বলেন, “ভোলানাথ সেনের নামাঙ্কিত ফলক সরিয়ে নতুন শিলালিপি বসানোর অভিযোগ তুলছেন অনেকে। তা ঠিক নয়। তবে ওখানে একটি নতুন পার্ক তৈরি হবে, না কি পুরনো পার্কের সৌন্দর্যায়ন হবে, তা আমার জানা নেই। আমি শুধু জানি, নিজের তহবিল থেকে একটি ভাল কাজে টাকা দিয়েছি।”
মহকুমাশাসক প্রদীপবাবু বলেন, “বিধায়ক তহবিল থেকে প্রথমে নতুন পার্কের জন্য প্রায় আড়াই লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু ওই জায়গায় আগে থেকেই একটি পার্ক রয়েছে। তাই ঠিক হয়েছে, পুরনো পার্কটির সৌন্দর্যায়ন ও শিশুদের খেলাধুলোর সাজসরঞ্জাম বাড়িয়ে আরও ভাল ভাবে সাজানো হবে।” শিলান্যাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর নাম থাকলেও তিনি ওই অনুষ্ঠানে যাননি বলে জানান মহকুমাশাসক। তাঁর কথায়, “শিলালিপিতে নতুন পার্ক তৈরি হচ্ছে বলে যদি উল্লেখ করা হয়ে থাকে, তবে তা ঠিক হয়নি।” |