টুকরো খবর
স্টেশন থেকে কিশোরী উদ্ধার
ফোন-বন্ধুর ডাকে বাড়ি থেকে বেরিয়ে আসা এক কিশোরীকে উদ্ধার করে হোমে পাঠাল জিআরপি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া স্টেশনে। জিআরপি জানিয়েছে, অষ্টম শ্রেণির পড়ুয়া ওই নাবালিকার বাড়ি কোটশিলা থানা এলাকায়। বুধবার হাতিয়া-খড়্গপুর প্যাসেঞ্জার ট্রেন থেকে তাঁকে উদ্ধার করা হয়।জিআরপি সূত্রে জানা গিয়েছে, বুধবার ওই কিশোরী দুই যুবকের সঙ্গে ট্রেনে আসছিল। ওই কামরায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার দুই কর্মীর তাঁদের কথোপকথন শুনে সন্দেহ হয়। যুবকদের সঙ্গে ওই কিশোরী বাঁকুড়া স্টেশনে নামে। তাদের সঙ্গে সেখানে নামেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের দুই কর্মী। তাঁরা জিআরপি কর্মীদের তাঁদের সন্দেহের কথা জানান। জিআরপি-র কর্মীরা গিয়ে দেখেন প্লাটফর্মে ওই কিশোরী একা দাঁড়িয়ে রয়েছেন। তাঁর সঙ্গী দুই যুবক বেপাত্তা হয়ে গিয়েছেন। জিআরপি’র এক আধিকারিক জানান, উদ্ধার করা ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ইদানিং ফোনে একটি ছেলের সঙ্গে তার আলাপ হয়েছিল। তার সঙ্গে পালাবার উদ্যেশ্যেই সে বাড়ি ছেড়েছিল। ওই দুই যুবককে অবশ্য ধরা যায়নি। আপাতত ওই নাবালিকাকে একটি বেসরকারি হোমে পাঠান হয়। জিআরপি কিশোরীর পরিবারে খবর পাঠিয়েছে।

বেনিয়মের অভিযোগ
স্কুলের ছাত্রাবাস থেকে ছাত্রদের বরাদ্দ খাবার প্রধান শিক্ষকের বাড়ির রাজমিস্ত্রি নিয়ে যাচ্ছেন বলে রাইপুরের বিডিও’র কাছে অভিযোগ করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের রাইপুর ব্লক নেতা গৌতম বিশ্বাসের অভিযোগ, “ওই স্কুলের প্রধান শিক্ষকের বাড়ির রাজমিস্ত্রিরা দিন দশেক ধরে স্কুলের ছাত্রাবাস থেকে খাবার নিয়ে যাচ্ছেন। বুধবার এক রাজমিস্ত্রিকে খাবার-সহ হাতে নাতে ধরা হয়।” প্রধান শিক্ষকের দাবি, “আমার বাড়িতে কাজ করতে আসা শ্রমিকেরা যে স্কুলের ছাত্রাবাস থেকে খাবার নিয়ে আসছেন, তা জানতাম না। আমি ওদের এ সব করতেও বলিনি। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।” রাইপুরের বিডিও কিংশুক মাইতি বলেন, “স্কুলের ছাত্রাবাস থেকে প্রধান শিক্ষকের বাড়ির এক শ্রমিক খাবার নিয়ে যাচ্ছিলেন বলে তৃণমূল অভিযোগ করেছে। রাইপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শককের কাছ থেকে রিপোর্ট চেয়েছি।”

বাড়ি ফিরলেন সেই যুবক
উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী তারের খুঁটিতে চড়ে বসা যুবককে মানবাজার স্বাস্থ্যকেন্দ্র থেকে বৃহস্পতিবার বাড়িতে নিয়ে গেলেন তাঁর বাবা। মনসারাম হেমব্রম নামের বরাবাজারের মহুলবনা গ্রামের ওই যুবক বুধবার মানবাজারের মহড়া গ্রামের ওই খুঁটির প্রায় দেড়শো ফুট উপরে চড়ে বসেছিলেন। প্রায় ৮ ঘণ্টা পরে তিনি নেমে আসেন। তারপর তাঁকে মানবাজার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। এ দিন অবশ্য মনসারাম কোনও মন্তব্য করতে চাননি। চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত ওই সময় মানসিক কোনও সমস্যা তৈরি হওয়ায় তিনি ওই কাণ্ড করেছিলেন। মনসারামের বাবা গিরিধারী হেমব্রম বলেন, “এমনিতে সে শান্ত স্বভাবের ছেলে। একবার না জানিয়ে কিছু দিন সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। ভাবছি এ বার চিকিৎসকদের পরামর্শ মতো ওর চিকিৎসা করাব।”

ধর্ষণের নালিশ
এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল সিপিএমের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি বাঁকুড়া সদর থানা এলাকার। বৃহস্পতিবার বধূটির স্বামী পুলিশের কাছে অভিযোগ করেন, বুধবার তাঁদের অনুপস্থিতির সুযোগে তাঁকে অনাদি পোড়েল তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন। অনাদিবাবু স্থানীয় বিকনা পঞ্চায়েতের প্রাক্তন সদস্য। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। অভিযুক্ত পলাতক। বাঁকুড়া উত্তর জোনাল কমিটির সম্পাদক আলোকনাথ সিংহের দাবি, “অনাদি পোড়েল আমাদের দলের কর্মী বা সদস্য নন। তিনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য। এর সঙ্গে দলের সম্পর্ক নেই।”

আদ্রায় বিক্ষোভ
গ্রামে ঢোকার রাস্তার সামনে থেকে একটি মদের দোকান সরানোর দাবিতে সেই দোকানের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মীরা। বৃহস্পতিবার আদ্রার কাছে বাঁকড়াডাঙা গ্রামে বিক্ষোভ হয়। বাসিন্দাদের দাবি, গ্রামের প্রবেশ পথে মদের দোকান থাকায় পরিবেশ নষ্ট হচ্ছে। আবগারি দফতর জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কর্মশালা
বিষ্ণুপুর মহকুমার ছ’টি ব্লকে নারী ও শিশু কল্যাণ বিষয়ে সচেতনতা বাড়াতে বিডিও, সিডিপিও এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে বৃহস্পতিবার বিষ্ণুপুর মহকুমা প্রশাসনের সভাঘরে কর্মশালা হয়। আয়োজক মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর। ছিলেন, দফতরের মহকুমা আধিকারিক আজিজুর রহমান, মহকুমাশাসক অদীপকুমার রায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.