এ বার থেকে প্রাথমিক স্কুলেও হাইস্কুলের মতোই নির্বাচন করে পরিচালন সমিতি গঠন করতে হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নির্বাচন ব্যবস্থা বলবৎ করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি সাগির হোসেন। তিনি বলেন, “ইতিমধ্যেই রাজ্য সরকারের নির্দেশ পেয়েছে সংসদ। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক শিক্ষায় অভিভাবকদের যোগাযোগ বাড়াতেই এই উদ্যোগ হয়েছে।” তিনি বলেন, “পরিচালন সমিতির ১২ জন সদস্যের মধ্যে ১০ জনই হবেন নির্বাচিত। ৫০ শতাংশ হতে হবে মহিলা। প্রথম ও দ্বিতীয় শ্রেণি থেকে দু’জন করে, তৃতীয় ও চতুর্থ শ্রেণি থেকে ৩ জন করে নির্বাচিত হবেন। সমিতির অন্য দুই সদস্য হবেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রধান শিক্ষক। সমিতির সদস্যদের সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিয়ে নির্বাচিত হবেন সভাপতি।”
মুর্শিদাবাদের প্রাথমিক শিক্ষার বেহাল দশায় উদ্বেগ প্রকাশ করে সাগির বলেন, “জেলায় ২৭টি নতুন প্রাথমিক বিদ্যালয়ের অনুমোদন পেয়েছে রাজ্য সরকার।” এর মধ্যে ১৫টি হবে পিছিয়ে পড়া এলাকা সামশেরগঞ্জ, ফরাক্কায়। কিন্তু বহু চেষ্টা করেও নতুন স্কুলের জন্য জমি পাওয়া যাচ্ছে না কোথাও থেকে। ফলে আর্থিক বরাদ্দ ও শিক্ষক নিয়োগের অনুমতি পেয়েও স্কুলগুলি চালু করা যাচ্ছে না।” মুর্শিদাবাদে এখন ৩১৭৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষকের সংখ্যা ১১ হাজার ০৮৯ জন। এ বছর প্রাথমিকে ভর্তি হয়েছেন ৪ লক্ষ ৮৬ হাজার ছাত্র। শিক্ষক ও ছাত্রের এই অনুপাত কমিয়ে আনার জন্য জেলায় আরও ২২০০ শিক্ষক নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। |