টুকরো খবর |
পুঁথির টানে নবদ্বীপে সুধারানি
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
কীর্তনের আসরে নিয়মিত যাতায়াত ছিল। পাঠের আসর বসেছে খবর পেলেও ছুটে যেতেন। বৈষ্ণব তত্ত্ব ও রসভাষ্যের প্রতি আকর্ষণ ক্রমেই বাড়ছিল তাঁর। সত্তরোর্ধ্ব সেই বৈষ্ণব তত্ত্বের টানেই একা এসেছিলেন দক্ষিণ দিনাজপুরের বনিয়াদপুর থেকে নদিয়ার মায়াপুরে। চার দিন কোথাও ঠাঁই না পেয়ে, কোনও মতে আধপেটা খেয়ে, বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে শেষ পর্যন্ত পুলিশের কাছে আশ্রয় পেয়েছিলেন সুধারানি মণ্ডল। তিনি বলেন, “বই পড়ব বলেই এসেছিলাম।” কী বই? বৃদ্ধার উত্তর, “কেন উজ্জ্বলনীলমণি, দানখণ্ড, নৌকা বিলাস।” স্বামী মারা গিয়েছেন। থাকতেন ছেলের কাছে। বাড়িতেই পড়েছেন দোলমঞ্জরীলহরী, প্রেমবিলাস, আরতি মালা। তাঁর কথায়, “বিদ্যা খুব বেশি নয়। কিন্তু খিদে অনন্ত। তাই হাতের কাছে যা পেয়েছি পড়েছি।” মায়াপুরে এসেছিলেন উজ্জ্বলনীলমণির খোঁজে। না পেয়ে ভেঙেই পড়েছিলেন সুধারানি। নবদ্বীপের আইসি শঙ্করকুমার রায়চৌধুরী বলেন, “ওই মহিলার ছেলের খোঁজ পাওয়া গিয়েছে। বই তো পেলাম না। তাঁর হাতেই তাঁকে তুলে দেওয়া হবে।”
|
স্কুলে ‘শাস্তি’ বিড়ির ছেঁকা
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
|
—নিজস্ব চিত্র। |
বাড়ি থেকে হাতের লেখা করে না আসার ‘অপরাধে’ দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে বিড়ির ছেঁকা দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। গত বুধবার শিশুটির বাড়ির লোক ধুবুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, আনন্দনগর প্রাথমিক স্কুলের এক শিক্ষক শুক্রবার নীল হালদার নামে ওই ছাত্রকে ‘শাস্তি’ দিতে ক্লাসের মধ্যে বিড়ির ছেঁকা দেন। মা মারা যাওয়ার পর নীলকে বাড়িতে নিয়ে গিয়ে পালন করছেন গ্রামেরই মানিক বিশ্বাস। তিনি বলেন, “ছেলেটির বাবা খুব গরীব। তাই আমার বাড়িতেই থাকে। বুধবার স্কুল থেকে বাড়ি ফিরে আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল। কারণ জিজ্ঞাসা করায় পোড়া জায়গাটা দেখিয়ে আমাকে বলে যে বিড়ির ছেঁকা দিয়েছে।” তিনি বলেন, “এইটুকু বাচ্চার সঙ্গে ওই শিক্ষক এমন কাজ কী করে করলেন!” অভিযুক্ত শিক্ষক অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “অভিযোগ সত্য নয়। বাচ্চাটা কেন এমন বলছে বুঝতে পারছি না।”
|
ট্রান্সফর্মারের দাবি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ট্রান্সফর্মার সারানোর দাবিতে বিদ্যুৎ দফতরের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে সামশেরগঞ্জের বলবলপাড়ায়। অভিযোগ, গ্রামের একটিমাত্র ট্রান্সফর্মার বহু দিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। বার বার অভিযোগ জানিয়েও কোনও ফল মেলেনি। প্রতিবাদে এ দিন বিদ্যুৎ দফতরের কর্মীদের ঘেরাও করে প্রায় পাঁচ ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে যান ধুলিয়ানের বিদ্যুৎ সরবরাহ বিভাগের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট মানবকুমার বেরা। গ্রামবাসীরা আটকে রাখেন তাঁকেও। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। মানববাবু বলেন, “নতুন ট্রান্সফর্মার না পাওয়ার জন্যই ওখানে কাজ করা যাচ্ছে না।”
|
সাক্ষ্য ৩০ জুলাই
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বোমাবাজি ও পুলিশের গুলি চালানোর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু করল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। গত বছর ৪ সেপ্টেম্বর সুতির ছাবঘাটির মালোপাড়ার ওই ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন সুতি থানার তৎকালীন ওসি সুরজিৎ সাধুখা। ১১ মাস আগের এই ঘটনার তদন্ত ভার দেওয়া হয়েছে জঙ্গিপুরের এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরিজিৎ মিত্রকে। এ দিন তিনি বলেন, “৩০ জুলাই ওই ঘটনায় জড়িত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। তৎকালীন পুলিশ অফিসারদেরও ওই দিন সাক্ষ্যগ্রহণের সময়ে হাজির থাকতে বলা হয়েছে।”
|
এসএফআইয়ের পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তৈরির কাজ শুরু করার দাবিতে বৃহস্পতিবার জেলার ২২টি জায়গায় পথ অবরোধ করে এসএফআই। সংগঠনের মুর্শিদাবাদ জেলা সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “এ দিন সকাল সোয়া দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত প্রতীকি পথ অবরোধ করা হয়। এর পরেও দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামব আমরা।” একই দাবিতে সোমবার সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ হয়। শনিবার জেলার ১১ জন কংগ্রেস বিধায়ক জেলাশাসকের কাছে স্মারকলিপি দেন।
|
স্থগিতাদেশ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
জেলা পরিবহণ দফতরকে বাসের নতুন সময় সূচি কার্যকর করায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জয়ন্তকুমার বিশ্বাস এই নির্দেশ জারি করেন। ২০১০ সাল থেকে পরিবহণ দফতর বহরমপুর-মালদহ রুটে ৮০টি বাসের একটি সময় সূচি নির্ধারণ করে। সেই সূচি বাতিল করে গত ১০ জুলাই নতুন সময়সূচি দেওয়া হয়। জেলার ৭টি বাস মালিক সমিতি এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়। জেলা পরিহণ আধিকারিক মিলন গহতরাজ বলেন, “আদালতের নির্দেশ মালিক সমিতিকে জানিয়ে দেওয়া হয়েছে।”
|
জাল শংসাপত্র, গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
শংসাপত্র জাল করার অভিযোগে রানাঘাটের গাংনাপুর থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম কাঞ্চন অধিকারী ও নরেনকৃষ্ণ দাস। জাল শংসাপত্র-সহ মঙ্গলবার রানাঘাটের বাসিন্দা সুনীল মণ্ডল ও আরতি মণ্ডল নামে এক দম্পতিকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ। কাঞ্চনদেবী স্থানীয় একটি অঙ্গনওয়াড়িকেন্দ্রের কর্মী। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে এই চক্রের অন্যান্য অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।
|
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বাগান থেকে টনিক শেখ (২৬) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ফরাক্কার অর্জুনপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, টনিকের বিরুদ্ধে একাধিক সমাজবিরোধী কাজকর্মের অভিযোগ রয়েছে। |
|