সেপ্টেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের একদিনের সিরিজই এখন টিম ইন্ডিয়ার পাখির চোখ। কলম্বোয় পা রেখে এমনই দাবি মহেন্দ্র সিংহ ধোনি-র। “এটা মরসুমের শুরু। ক্রিকেটের বেশ কিছু বিভাগ আছে যেখানে আমরা উন্নতি করার কথা ভেবেছি। নিজেদের মধ্যে এটা নিয়ে আলোচনাও করেছি। লক্ষ্য হল কী ভাবে ধারাবাহিকতা ধরে রাখা যায়। কতটা উন্নতি হয়েছে, তার পরীক্ষা হতে চলেছে এই শ্রীলঙ্কা সফর,” বক্তব্য ধোনির।
গত কাল কলম্বোয় পৌঁছনোর পর হাম্বানটোটায় চলে এসেছে ভারত। আগামী শনিবার এখানেই প্রথম এক দিনের ম্যাচ। দল এ দিন প্র্যাক্টিসও করল। এক দিনের আইসিসি র্যাঙ্কিংয়ে ভারত এখন চার নম্বরে। এই সিরিজে ধোনিরা ৫-০ জিতলে র্যাঙ্কিংয়ে এক নম্বরে চলে আসবে ভারত।
দেড় মাস বিশ্রামের পরে প্রথম সফর। মরসুমের শুরুও বটে। “সব সময় বর্তমানে থাকাটা গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বরের বিশ্বকাপের অনেক দেরি আছে। সেটা নিয়ে এখনই আমরা ভাবছি না। আমরা মোটেই আগে থেকে বিশ্বকাপ নিয়ে ভাবতে চাই না,” বলেছেন ধোনি। প্রথম ম্যাচের দু’দিন আগে ভারত অধিনায়ক বলেছেন, ‘‘টিমটার এনার্জির মাত্রা এখন খুব ভাল জায়গায়।” |
পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজ জিতে উঠে ভারতের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। অধিনায়ক জয়বর্ধনে মানছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই তাঁরা এই সিরিজকে দেখছেন। ধোনিদের মুখোমুখি হওয়ার আগে জয়বর্ধনে বলেছেন, “সবে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলেছি আমরা। কিন্তু আসল কথা হল, ভারতের বিরুদ্ধেও সাফল্যটা ধরে রাখা।” নতুন পেসার হিসেবে দলে নেওয়া হয়েছে উদানাকে। তাঁকেই চমক বলা হচ্ছে।
বিতর্কিত ডিআরএস পদ্ধতি এই সিরিজেও ব্যবহৃত হবে না ভারতের আপত্তিতে। |