অলিম্পিকের মুখে ইন্টারনেট-দুনিয়ায় সাইনা নেহওয়ালকে জনপ্রিয়তায় পিছনে ফেলে দিলেন জ্বালা গাট্টা। এক সমীক্ষা অনুযায়ী ব্যাডমিন্টনের দুই হায়দরাবাদি সুন্দরীর মধ্যে সিঙ্গলসে বিশ্বের পাঁচ নম্বরের তুলনায় ডাবলস তারকাকে নিয়েই নেটচারীদের আগ্রহ নাকি বেশি। গত সাত দিনের হিসাব অনুযায়ী, সাইনার নামে যত ‘হিট’ পড়ছে, তার থেকে অন্তত এক তৃতীয়াংশ বেশি পড়ছে জ্বালার নামে। বলা হচ্ছে অলিম্পিকের প্রস্তুতিপর্বে সংবাদমাধ্যমে প্রকাশিত জ্বালার কয়েকটি ছবিরও এতে বড় ভূমিকা রয়েছে। গ্ল্যামারে সাইনাকে পিছনে ফেলেছেন জ্বালা। তবে ভারতীয় ক্রীড়া জগতের গ্ল্যামার রানির খেতাবটা এখনও তাঁর ধরাছোঁয়ার বাইরে। সেখানে সিংহাসনে যিনি আসীন, তিনিও হায়দরাবাদি। নাম সানিয়া মির্জা! সমীক্ষা বলছে, সানিয়ার কাছে জ্বালা হারছেন শতাংশের বিচারে ৫১-৩১ ব্যবধানে। তবে শুধু গ্ল্যামারের মাপজোকেই নয়, অলিম্পিকগামী ভারতীয় দলের সব খেলোয়াড়দের মধ্যে সানিয়াকে নিয়ে আগ্রহটাই নাকি সব থেকে বেশি। টেনিস দলের মধ্যেও জনপ্রিয়তায় লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, রোহন বোপান্না, সোমদেব দেববর্মনদের পিছনে ফেলে দিয়েছেন সানিয়া। ‘হিট’-এর হাটে তিনিই সুপার ‘হিট’।
|
অলিম্পিকের আগেই হতাশার কালো ছায়া হকি দলে। স্পেনে ত্রিদেশীয় টুর্নামেন্টের শেষ ম্যাচেও হারল ভারত। স্পেনের কাছে দ্বিতীয় বার। এ বার ১-২ হারায় গ্রুপে সবার নীচে শেষ করল তারা। চ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেন। বিরতির আগে গোল না খেলেও শেষ রক্ষা হয়নি। স্পেনের দু’টো গোলই পেনাল্টি কর্নার থেকে। ভারতের এক মাত্র গোলদাতা ভি আর রঘুনাথ। বৃহস্পতিবারই লন্ডন অলিম্পিকের জন্য রওনা হলেন ভরত ছেত্রীরা। এখন দেখার, প্রস্তুতি ম্যাচে ভারতের এই লজ্জাজনক পারফরম্যান্স অলিম্পিকের মূল আসরেও পুনরাবৃত্তি হয় কিনা।
|
দলবদল প্রসঙ্গে ফুটবলার-ক্লাব বিতর্কে ফিফা ফুটবলারের ইচ্ছেকেই মর্যাদা দেয় বেশি। টোলগে ওজবে বিতর্ক মেটাতে সেই রাস্তায় হাঁটতে পারে আই এফ এ। চোদ্দো বছর আগের ‘অমিত দাস মডেল’ অনুকরণ করেই টোলগে ওজবেকে ‘মুক্ত’ ফুটবলার হিসাবে ঘোষণা করার দিকে এগোচ্ছে আইএফএ। বৃহস্পতিবার আইএফএ-র কোর গ্রুপের আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনা যে দিকে এগোচ্ছে তাতে দুই প্রধানের পেশ করা কাগজপত্র এবং যুক্তি পাল্টা যুক্তির মাঝখানে পরে ‘চিড়েচ্যাপ্টা’ আইএফএ-র সামনে ইস্টবেঙ্গল, মোহনবাগানকে খুশি করার জন্য এর বাইরে কোনও রাস্তা বের হয়নি। কারণ রাজ্য সংস্থার পক্ষে কাউকেই অখুশি করা অসম্ভব। বিশেষ করে কলকাতা লিগ চালাতে দু’পক্ষকেই যখন দরকার। ফলে পুরো ব্যাপারটাই ঝুলিয়ে রাখা হয়েছে সোমবারের জন্য। তার আগে গোপনে আরও একবার আলোচনা সেরে নিতে পারেন কর্তারা।
|
এক নম্বর টেস্ট দল ইংল্যান্ড তাদের দাপট অক্ষুণ্ণ রাখল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও। ওভালে প্রথম টেস্টের প্রথম দিন তারা শেষ করল ২৬৭-৩। অ্যালাস্টেয়ার কুক (১১৪) নিজের ২০তম সেঞ্চুরি করলেন ২৭ বছর ২০৭ দিন বয়সে। এক মাত্র সচিন তেন্ডুলকরই (২৬ বছর ১৭৩ দিন) এর থেকে কম বয়সে এই কৃতিত্ব অর্জন করেছেন। টসে জিতে ব্যাটিং নিয়ে ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস (০) আউট হন দলের শূন্য রানে। হাল ধরেন কুক এবং জোনাথন ট্রট (৭১)। পিটারসেন ৪২। মর্নি মর্কেল দু’টি ও জাক কালিস একটি উইকেট পান। |