প্রয়াত হলেন কবি কবিরুল ইসলাম (২৪ অগস্ট ১৯৩২-১৯ জুলাই ২০১২)। বৃহস্পতিবার সকালে বার্ধক্য জনিত অসুখে সিউড়িতে নিজের বাসগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০। রেখে গেলেন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে। কবিরুলবাবুর প্রয়াণের খবর পেয়ে প্রচুর অনুগামী এ দিন তাঁর বাড়িতে ভিড় জমাতে থাকেন। কবির জন্মভূমি নলহাটির হরিওকা গ্রামে পরিবারের লোকজন তাঁর মৃতদেহ নিয়ে যান। সেখানে দুপুরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
কবিরুল ইসলাম সিউড়ি বিদ্যাসাগর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। পঞ্চাশের দশক থেকে তিনি কবিতা লেখা শুরু করেন। বুদ্ধদেব বসু সত্তরের দশকে কবিরুলবাবুর লেখা কবিতা ‘তুমি রোদ্দুরের দিকে’ দেশ পত্রিকায় পাঠিয়েছিলেন। ওই কবিতাটি দেশ-এ প্রকাশিত হওয়ার পর আর পেছনে তাকাতে হয়নি তাঁকে। টানা দেড় দশক দেশ পত্রিকায় তিনি কবিতা লিখেছেন। তাঁর কবিতার ইংরেজি অনুবাদ করেছেন কেতকী কুসারি ডাইসন। তিনি কবিকে বলেছিলেন-- ‘জাত বাউল’। সেই ‘জাত বাউল’ কবিরুল ইসলাম স্নেহধন্য ছিলেন বিষ্ণু দে, সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো কবিদের। ১৯৭৩ সালে প্রকাশিত আট লাইনের এই কবিতা এখনও বহু কবিতাপ্রেমীর মুখে মুখে উচ্চারিত হয়
‘ফুরোলে পঁয়ত্রিশ
বয়স বাঘের মতো তেড়ে আসে
শুধু দুর্বা ঘাসে আর অসুখ সারে না।
মোড়ে মোড়ে ওড়ে শিস
ঠোঁটে ঠোঁটে হয়ে যায় রিলে
একটি মাত্র তিলে আর
সাম্রাজ্য কাড়ে না।’ |