টুকরো খবর
বিবাহ বহির্ভুত সম্পর্কে বাধা, ‘খুন’ স্বামী
বাপের বাড়ি থেকে ফিরে ঘরেই স্বামীর মৃতদেহ দেখলেন স্ত্রী। বুধবার সকালে রায়নার বাধগাছা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আজিম আলি মণ্ডল (৪০)। বর্ধমানের এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীর সঙ্গে প্রতিবেশীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ার জেরেই এই খুন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতের স্ত্রী সাবিনা এ দিন বাপের বাড়ি থেকে ফিরে স্বামীর দেহের পাশে তিনটে মদের গ্লাস পান। তাতেই পুলিশের সন্দেহ, মদের আসর বসিয়ে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। মৃতদেহের নাক ও কান দিয়ে রক্ত বেরোতে দেখা গিয়েছে বলেও পুলিশ জানায়। তবে শরীরের অন্যান্য অংশে কোনও দাগ মেলেনি। পুলিশ জানিয়েছে, মৃতের স্ত্রীর সঙ্গে পাশের বাড়ির এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এমনকী এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে একটি সালিশি সভাও বসেছিল কিছুদিন আগে। তাতে সিদ্ধান্ত হয়, পড়শি ওই যুবক আজিমের স্ত্রীর সঙ্গে কোনও সম্পর্ক রাখবে না। কিন্তু সিদ্ধান্তের পরেও কিছুদিন আগে ওই দম্পতির সঙ্গে যুবকটিও পুরীতে বেড়াতে গিয়েছিল। সেখানে আজিমের স্ত্রীর সঙ্গে যুবকটির অবৈধ সম্পর্ক নিয়ে বচসাও বাধে বলে জানিয়েছে পুলিশ। তবে পড়শি ওই যুবকটি পলাতক।

ছাত্রকে বাসের ধাক্কা, অবরোধ
—নিজস্ব চিত্র।
দুর্ঘটনায় আহত এক ছাত্রের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দাবি করে পথ অবরোধে করলেন কাটোয়ার খয়েরহাট গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে প্রায় ঘণ্টাখানেক কাটোয়া-কেতুগ্রাম রোড অবরোধ করা হয়। পুলিশ গিয়ে কথা বলার পরে অবরোধ ওঠে। পুলিশ জানায়, কাটোয়া থেকে সালার যাওয়ার পথে সাইকেলে চড়ে রাস্তা পেরোনোর সময়ে রাজেশ শেখ নামে এক ছাত্রকে ধাক্কা মারে গুসকরা-সালার রুটের এখটি বাস। গুরুতর আহত হয় কোশিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণির ছাত্র রাজেশ। তাকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতাল, পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

উদ্ধার অচেতন দুই রেলযাত্রী
—নিজস্ব চিত্র।
অচেতন অবস্থায় থেকে দু’জন যাত্রীকে উদ্ধার করল রেলপুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ কাটোয়া-আমোদপুর ন্যারোগেজ লাইনের একটি ট্রেন কাটোয়া স্টেশনে পৌঁছলে যাত্রী ও হকারেরা আরপিএফের কাটোয়া পোস্টে ওই যাত্রীদের ব্যাপারে খবর দেন। আরপিএফ তাঁদের উদ্ধার করে। তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আরপিএফ সূত্রে জানা যায়, যাত্রী দু’জনের নাম গিয়াসুদ্দিন ও রিপন। তাঁরা সম্পর্কে ভাই। দু’জনেরই বাড়ি বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে। এ দিন কলকাতা যাওয়ার জন্য চৌহাট্টা স্টেশন থেকে ছোট রেলে ওঠেন তাঁরা। কাটোয়ায় ট্রেন বদল করার কথা ছিল তাঁদের। আরপিএফের এক আধিকারিক বলেন, “বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দু’জনই অচেতন। ফলে বিস্তারিত কিছু জানা যায়নি।”

পরিকাঠামোর ত্রুটি মানলেন উপাচার্য
গত দু’দিনের ছাত্রছাত্রীদের বিক্ষোভের পরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের পরিচালন ও পরিকাঠামোগত ত্রুটির কথা স্বীকার করলেন উপাচার্য স্মৃতিকুমার সরকার। বৃহস্পতিবার ওই বিভাগে এমএ ও এমকম পার্ট-১র পরীক্ষার্থীরা তাঁর সঙ্গে দেখা করেন। ছিলেন ছাত্র সংসদ ও কর্মচারি নেতারাও। পরীক্ষার্থীরা উপাচার্যকে জানান, ১১ মাস পরে পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই অবস্থায় তাঁদের পক্ষে নতুন করে পরীক্ষায় বসা সম্ভব নয়। এখনও মার্কশিট হাতে পাননি তাঁরা। ফলে রিভিউয়ের ফর্মও ফিল আপ করাও সম্ভব হচ্ছে না। এছাড়া দূরশিক্ষা বিভাগে পর্যাপ্ত ক্লাস ও স্টাডি মেটেরিয়ালের অভাব রয়েছে বলেও জানান তাঁরা। উপাচার্য পরীক্ষার্থীদের ওই প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন, পার্ট-১ পরীক্ষা পিছোনোর চেষ্টা করা হচ্ছে। তবে তাঁদের দাবি মেনে তা একমাস পিছিয়ে দেওয়া সম্ভব হবে না। পরিচালনগত ত্রুটি শোধরানোর চেষ্টাও করা হবে।

পার্ট ৩ পাশ-এর ফল প্রকাশিত
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএসসি, বিকম পাশ পার্ট-৩ পাঠ্যক্রমের ফল প্রকাশিত হয়েছে। বিএসসিতে ৬১৫ জনের মধ্যে উত্তীর্ন হয়েছেন ৩১৩ জন। ‘পার্ট নট কমপ্লিট’-এর সংখ্যা ২৬২। এ বছর পাশের হার শতকরা ৮৮.৬৭। গত বার এই উত্তীর্নের হার ছিল ৮৫.০৪। বিকম পাশ পাঠ্যক্রমের ৯৪৯ জনের মধ্যে উত্তীর্নের সংখ্যা ৫৬৫। ‘পার্ট নট ক্লিয়ার্ড’-এর সংখ্যা ৩০৩। পাশের হার শতকরা ৯০.৫৬। গত বার তা ছিল ৮২.৩৩ শতাংশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.