জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিল সেন্ট মেরিজ টেকনোলজিক্যাল ইনস্টিটিউট। ফলে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য দ্বিতীয় ও তৃতীয় দফার কাউন্সেলিংয়ের কাজ শুরু করতে আর বাধা থাকল না।
জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে, আজ, বৃহস্পতিবার দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু হবে। চলবে ২২ জুলাই পর্যন্ত। বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় ও বিচারপতি তরুণ দাসের ডিভিশন বেঞ্চ বুধবার জানিয়ে দিয়েছে, মামলাই যে-হেতু থাকল না, তাই এই ব্যাপারে হাইকোর্টের নির্দেশেরও কোনও প্রশ্ন নেই।
সেন্ট মেরিজের মামলার পরিপ্রেক্ষিতেই হাইকোর্টের বিচারপতি গিরীশচন্দ্র গুপ্ত জয়েন্ট এন্ট্রান্সের দ্বিতীয় ও তৃতীয় কাউন্সেলিং স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। বলা হয়েছিল, দ্বিতীয় ও তৃতীয় কাউন্সেলিংয়ের আগে ‘র্যাঙ্ক’ পাওয়া ছাত্রছাত্রীদের কাছ থেকে তাঁদের পছন্দের কলেজের নাম জানতে হবে। তা হলেই কাউন্সেলিং করা যাবে।বর্তমান নিয়ম অনুযায়ী শুধু প্রথম কাউন্সেলিংয়ের সময়েই ছাত্রছাত্রীরা তাঁদের পছন্দের কলেজের নাম জানাতে পারেন।
বিচারপতি গিরীশ গুপ্তের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করে। সেই আপিল মামলার শুনানির সময় জানা যায়, মামলার মূল আবেদনকারী মামলা প্রত্যাহার করে নিয়েছে। ডিভিশন বেঞ্চ আবেদনকারীর কাছে এ সম্পর্কে জানতে চায়। বুধবার আবেদনকারীদের তরফে জানিয়ে দেওয়া হয়, তারা মামলা প্রত্যাহার করে নিয়েছে। ফলে আপিল মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশ দেওয়ার সুযোগই হয়নি। যেখানে মামলা নেই, সেখানে নির্দেশেরও প্রশ্ন ওঠে না। |