দ্রুত বিদ্যুৎ পিছিয়ে পড়া সব জেলায় |
টাকা আছে। এই অবস্থায় পিছিয়ে থাকা সব জেলায় দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাজে কেন্দ্রীয় তহবিল থেকে ৫০০ কোটিরও বেশি টাকা এসেছে বিদ্যুৎ বণ্টন সংস্থার হাতে। প্রশাসনিক কারণে অযথা সময় নষ্ট না-করে যত তাড়াতাড়ি সম্ভব দরপত্র ডেকে কাজ শুরু করতে বলেছেন বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত। মহাকরণ সূত্রের খবর, জেলায় জেলায় গ্রামীণ বিদ্যুদয়ন প্রকল্পের কাজ যে-গতিতে চলছে, বিদ্যুৎমন্ত্রী তাতে অসন্তুষ্ট। অনেক জায়গাতেই নানা কারণে কাজ থমকে আছে। অনেক সময় ঠিক তথ্যও মন্ত্রীর কাছে পৌঁছচ্ছে না বলে তিনি ঘনিষ্ঠ মহলে অভিযোগ করেছেন। রাজ্যের এক বিদ্যুৎকর্তার বক্তব্য, বাম আমলের শেষ দিকে গ্রামীণ বিদ্যুদয়ন প্রকল্পের কাজ সে-ভাবে এগোয়নি। নতুন সরকার আসার পরে গত এক বছরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে কয়েক লক্ষ পরিবারের কাছে। বণ্টন সংস্থার গ্রাহক-সংখ্যাও এক কোটি ছাপিয়ে গিয়েছে। তবে সরকারি সংস্থা বলেই প্রশাসনিক কাজে কিছু সময় নষ্ট হয় বলে ওই কর্তা জানান।
|
কেন্দ্র জঙ্গলমহলে সাহায্যে রাজি |
পশ্চিমবঙ্গের মাওবাদী অধ্যুষিত এলাকায় বড় উন্নয়নমূলক প্রকল্পের জন্য সব সহায়তা করবে কেন্দ্র। আজ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে এ কথা জানান প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। রাষ্ট্রপতি নির্বাচনের আগে সনিয়া গাঁধী মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন ইউপিএ-র শরিক নেতাদের। তৃণমূলের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন সুখেন্দুশেখর রায় এবং কে ডি সিংহ। সুখেন্দুবাবু জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। বিক্রমের গ্রেফতার হওয়ার খবরও তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।
|
সচিব স্তরে বর্ধমান জেলা ভাগ চূড়ান্ত |
জলপাইগুড়ি ও পশ্চিম মেদিনীপুরের পরে এ বার বর্ধমান জেলা ভাগের প্রস্তাব চূড়ান্ত হল রাজ্যের সচিব স্তরের কমিটির বৈঠকে। চূড়ান্ত হল পুরুলিয়ায় নতুন তিনটি মহকুমা তৈরির প্রস্তাবও। মুখ্যসচিব সমর ঘোষের সভাপতিত্বে বুধবার মহাকরণে কমিটির বৈঠকে বর্ধমান ভাগের প্রস্তাব চূড়ান্ত হয়েছে। ঠিক হয়েছে, এখনকার বর্ধমানকে ভেঙে দু’টি নতুন জেলা গড়া হবে। তার একটি অংশের নাম বর্ধমানই থাকবে। নতুন জেলার নাম হবে আসানসোল-দুর্গাপুর। গলসি-১ ব্লক বাদ দিয়ে দুর্গাপুর মহকুমার বাকি অংশ এবং আসানসোল মহকুমা নিয়ে তৈরি হবে নতুন আসানসোল-দুর্গাপুর জেলা। গলসি-১ ব্লক, গলসি থানার একাংশ ও বুদবুদ থানা যুক্ত হবে সাবেক বর্ধমানের সদর উত্তর মহকুমার মধ্যে। |