খাদ্য দফতরে বিক্ষোভ বাঁকুড়ায় |
খাদ্য দফতরকে দুর্নীতি মুক্ত করা যায়নি বলে দাবি করলেন পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতির রাজ্য কমিটির সদস্যা তথা সমাজকর্মী অনুরাধা তলোয়ার। বেশ কয়েকটি অরাজনৈতিক সংগঠন একত্রিত হয়ে গড়ে ওঠা ‘খাদ্য ও কাজের অভিযান পশ্চিমবঙ্গ’ নামের একটি সংগঠন বুধবার বাঁকুড়া খাদ্য দফতরে বিক্ষোভ দেখায়। ওই কর্মসূচিতে যোগ দিয়ে এই অভিযোগ তোলেন অনুরাধাদেবী। তাঁর অভিযোগ, “৩৪ বছরের বাম সরকার রাজ্যের খাদ্য দফতরকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল। পরিবর্তনের সরকার এখনও এই দফতরকে দুর্নীতি মুক্ত করতে পারেনি। রাজ্য সরকার রেশনে বরাদ্দ বাড়িয়েছে ঠিকই, কিন্তু এক শ্রেণির ডিলার ও খাদ্য দফতরের কিছু আধিকারিক অশুভ আঁতাত করে রেশনের খাদ্য দ্রব্য চুরি করছেন। ফলে সাধারণ মানুষ তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন।” ওই সংগঠনের কয়েকশো কর্মী থালা, বাটি, গ্লাস নিয়ে জেলা খাদ্য দফতরে ঢুকে পড়ে বিক্ষোভ দেখান। খাদ্য দফতরের গুদামে মজুত খাদ্যশস্য অবিলম্বে গুদাম থেকে বের করে সাধারণ মানুষদের মধ্যে বিলি করার দাবি তোলা হয়। জেলা খাদ্য নিয়ামক শঙ্করনারায়ণ বাঁকুড়া বলেন, “গত বছরের উৎপাদন ভাল হয়েছিল বলে কিছু খাদ্যশস্য জমে রয়েছে। তা বলে গ্রাহকদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে না। সবাইকে তাঁদের ন্যায্য খাদ্যশস্য দেওয়া হচ্ছে।” তাঁর দাবি, “দুর্নীতির খবর পেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি।”
|
সার বাজেয়াপ্ত, আটক তিনজন |
বেআইনিভাবে দোকানে রাসায়নিক সার মজুত ও বিক্রি করার অভিযোগে তিন ব্যবসায়ীকে আটক করল রাইপুর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হল ৫৮০ বস্তা সার। বুধবার রাইপুরের বক্সীবাজারের ওই দোকানগুলিতে ব্লক কৃষি আধিকারিকের নেতৃত্বে একটি দল ও পুলিশ যৌথভাবে হানা দিয়ে বেআইনিভাবে মজুত সার উদ্ধার করার পাশাপাশি তিনজনকে আটক করে। স্থানীয় সূত্রে খবর, বক্সীবাজারের কয়েকটি দোকান থেকে রাসায়নিক সার সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের কিছু চাষি এ ব্যাপারে সরব হন। তাঁরাই বুধবার ব্লক কৃষি আধিকারিকের কাছে মৌখিকভাবে অভিযোগ করে দোকানগুলিতে তল্লাশির দাবি জানান। তাঁদের কাছ থেকে ঘটনাটি জানার পরেই ব্লক কৃষি আধিকারিকের নেতৃত্বে একটি দল পুলিশকে সঙ্গে নিয়ে বক্সীবাজারে যায়। রাইপুর ব্লক কৃষি আধিকারিক সৌমেন মণ্ডল বলেন, “স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে এ দিন বক্সীবাজারের ওই দোকানগুলিতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৫৮০ বস্তা রাসায়নিক সার পাওয়া যায়। ওই ব্যবসায়ীদের সার বিক্রির বৈধ অনুমতি নেই। তাই ওই সার বাজেয়াপ্ত করা হয়েছে। কোথা থেকে ওই সার এসেছে তা তদন্ত করে দেখা হবে।”
|
কিশোরীকে অপহরণের অভিযোগে তারই পড়শি এক যুবককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হল ‘অপহৃত’ ওই কিশোরীকে। ইঁদপুর থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম দিলীপ ওরফে মঙ্গল মাল। বুধবার সকালে ইঁদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের দু’জনকে ধরা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ জুন থেকে ওই কিশোরী নিখোঁজ ছিল। তার বাবা ইঁদপুর থানায় প্রথমে নিখোঁজের ডায়েরি করেন। পরে ওই যুবকের বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন। এ দিন দু’জনকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ধৃত দিলীপকে ১৪ দিন জেলহাজতে রাখার এবং ওই কিশোরীকে হোমে পাঠানোর নির্দেশ দেন।
|
সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের ‘প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর্ম’ জমা না নেওয়ার অভিযোগ উঠল বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, পারিবারিক আয় ১ লক্ষ টাকা এবং বাৎসরিক পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীরা এই প্রকল্পে আবেদন করতে পারে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ আবেদন পত্র জমা নিচ্ছেন না।” তাঁর স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে লিখিত ভাবে ঘটনার কথা জানিয়েছেন। কাউন্সিলর দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারি নিয়ম-নীতি মানছেন না স্কুল কর্তৃপক্ষ।” মহকুমাশাসক অদীপকুমার রায় বলেন, “স্কুলকে সরকারি নির্দেশিকা মেনে চলতে বলেছি।” যদিও ওই স্কুলের প্রধান শিক্ষক সাধন নায়কের দাবি, অভিযোগ মিথ্যা। যথার্থ পূরণ করা ফর্ম আমরা জমা নিচ্ছি।”
|
শ্রমিকদের কাজের সুযোগ দেওয়ার দাবিতে বুধবার আদ্রায় এফসিআই-এর গুদামে একদিনের প্রতীকী ধর্মঘট পালন করল সিটু। এই গুদামে ২৩ জন অস্থায়ী শ্রমিক ও ৬০ জন মুটিয়াকে কাজের সুযোগ দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে সিটু। সিটুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রদীপ রায়ের অভিযোগ, “এখানে ঠিকাদারি প্রথা তুলে দিয়ে ওই শ্রমিকদের অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করানো হচ্ছে, অথচ তাঁদের নায্য সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।” এফসিআই-এর আদ্রার ডিপো ইনচার্জ সায়ন আচার্য বলেন, “দাবিগুলি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” |