|
|
|
|
পুলিশের বিরুদ্ধে নালিশ, ক্লাস বয়কট করল পড়ুয়ারা |
নিজস্ব সংবাদদাতা • নানুর |
পুলিশি নিগ্রহের অভিযোগে ক্লাস বয়কট করল ছাত্রছাত্রীরা। বুধবার ঘটনাটি ঘটেছে নানুরের খুজুটিপাড়া রাধাগোবিন্দ জিউ উচ্চবিদ্যালয়ে। স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ওই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রদের সঙ্গে বচসা বাধে অষ্টম শ্রেণির ছাত্রদের। হাতাহাতি হয় বলেও অভিযোগ। ওই খবর পেয়ে খুজুটিপাড়া বাসস্ট্যান্ড পুলিশ ক্যাম্পের পুলিশ কর্মীরা ঝামেলা থামাতে গিয়ে ছাত্রদের মারধর করে বলে অভিযোগ। স্কুলের ভিতরে ভিতরে ঢুকে ছাত্রদের নিগ্রহ করা হয় বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদে বুধবার প্রথম ক্লাসের পর থেকে ছাত্রছাত্রীরা ক্লাস বয়কটের ডাক দেয়। |
|
ছবি: সোমনাথ মুস্তাফি |
দ্বাদশ শ্রেণির ছাত্র নয়ন পাল, দশম শ্রেণির ছাত্র নেকবর আলিদের অভিযোগ, “আমাদের মধ্যে এই রকম ঝামেলা হয়। পরে মিটেও যায়। কিন্তু ওই দিন পুলিশ আচমকা এসে আমাদের থামানোর পরিবর্তে লাঠিপেটা করে। ৫ জন জখমও হয়। প্রধান শিক্ষককে জানিয়েও কোনও কাজ না হওয়ায় ক্লাস বয়কট করতে বাধ্য হয়েছি।”
খবর পেয়ে স্কুলে যান নানুর থানার ওসি অর্ণব গুহ। ওই স্কুলের টিচার ইনচার্জ মিন্টু দাস বলেন, “গত কাল ওই সব পুলিশকর্মীরা এসে দুঃখপ্রকাশ করেছিল। সে জন্য আর কিছু করিনি। তবে এ দিন ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট করবে ভাবতে পারিনি।” ওসি অর্ণব গুহ এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। তবে পুলিশকর্মীরা জানান, বড় ধরনের কিছু ঘটে যাওয়ার আশঙ্কায় তৎপর হতে হয়েছিল। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “লাঠিচার্জ কিংবা পুলিশের ভুল স্বীকারের কথা আমার জানা নেই। কেউ লিখিত অভিযোগ করলে খতিয়ে দেখা হবে। আসলে দু’জন ছাত্রের মধ্যে ঝামেলা বেধেছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে যায়।” |
|
|
|
|
|