স্কুলের সামনেই দুর্ঘটনা, স্থানীয় গ্রামবাসীরা অবরোধ করে রেখেছেন রাস্তা। কিন্তু সে দিকে নজর নেই, আপন মনে পড়িয়ে যাচ্ছেন তিনি? এমনই গুরুতর ‘অপরাধে’ স্কুলের ওই শিক্ষককে মারধর করেছিল এলাকার বেশ কয়েকজন যুবক। অভিযোগ, তারা সকলেই ‘তৃণমূল-আশ্রিত’।
প্রতিবাদে স্কুলের ছাত্রেরা গত কয়েক দিন ধরেই ক্লাশ বয়কট করছিল। এ দিন তাদের চাপে পনেই শেষ পর্যন্ত ওই ‘দুষ্কতীদের’ বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেলন দেবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চক্রবর্তী। তিনি বলেন, ‘‘এত দিন জানতাম শিক্ষকেরা স্কুলে ঠিকমত ক্লাস না নিলে লোকজন বিক্ষোভ দেখান। এ বার মন দিয়ে ক্লাশ নেওয়ার জন্য ‘শাস্তি’ পেতে হল।” তিনি জানান, ওই শিক্ষককে ছাত্রছাত্রীদের সামনেই মারধর করা হয়। এটাকেই ছাত্রেরা স্কুলের ‘অপমান’ হিসেবেই দেখেছে। তাই তাদের এমন ক্ষোভ। শুক্রবার সকালে স্কুলে আসছিল তৃতীয় শ্রেণীর ছাত্রী এষা সরকার। সেই সময় একটি গাড়ি স্থানীয় একটি প্রাথমিক স্কুলের ওই ছাত্রীকে ধাক্কা দেয়। গুরুতর জখম এষাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। প্রতিবাদে করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কের উপর শুরু হয় অবরোধ। দাবি, রাস্তায় স্পিড ব্রেকার তৈরি করতে হবে। সেই সময়ে স্কুলে তাঁর ক্লাশ থেকে ছাত্রদের বেরোতে দেননি ওই শিক্ষক।
শাস্তি হিসেবে তাঁকে মেরে মুখ ফাটিয়ে দিয়েছিল ওই দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা ‘তৃণমূল আশ্রিত’ অভিযোগ তোলে সিপিএম। সিপিএমের তেহট্ট জোনাল কমিটির সম্পাদক আজাদ আলি শেখ বলেন, ‘‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই সে দিন ক্লাসে ঢুকে ওই শিক্ষককে মারধর করেছে। এ কথা গ্রামের সকলেই জানে।’’ সিপিএমের অভিযোগ অবশ্য মানতে চাননি তেহট্ট-১ ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় দত্ত। তিনি বলেন, ‘‘তৃণমূলের কোন সম্পর্ক নেই। সিপিএম আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।’’ |