টুকরো খবর
নাবালিকার বিয়ে আটকাল পুলিশ-প্রশাসন
ফের এক নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। বুধবার নাকাশিপাড়ার শালিকগ্রামের কালাম শেখের মেয়ে সানিয়া খাতুনের বিয়ের আয়োজন হয়েছিল। পাত্র ধুবুলিয়ার ন’পাড়ার কায়েম মোল্লা। সানিয়ার বয়স এখনও ১৮ পেরোয়নি। সবে অষ্টম শ্রেণিতে উঠেছে সে। বিয়ের খবর পেয়ে মঙ্গলবার রাতেই কালামের বাড়িতে যান নাকাশিপাড়া থানার ওসি রক্তিম চট্টোপাধ্যায়। ছিলেন বিডিও পার্থসারথী চট্টোপাধায় ও মুড়াগাছার পঞ্চায়েত প্রধান মানতাজুল হক মণ্ডল। দীর্ঘক্ষণ সানিয়ার বাড়ির লোকজনকে বোঝান তাঁরা। ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দিলে কী কী সমস্যা হতে পারে সে ব্যাপারে বিস্তারিত কথাও বলেন সানিয়ার মা-বাবার সঙ্গে। শেষ পর্যন্ত পাত্রপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়, আঠারো পেরোলেই সানিয়ার সঙ্গে বিয়ে হবে কায়েমের। কালাম শেখ বলেন, “সংসার চালাতে হিমশিম খাচ্ছি। শেষ সম্বলটুকু দিয়ে মেয়ের বিয়ের আয়োজন করেছিলাম। ছেলে কৃষক। পণও চায়নি। এত ভাল পাত্র হাতছাড়া করতে চাইনি।” তবে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে বন্ধ হয়ে যায়। পাত্র কায়েম মোল্লা বলেন, “ওর বয়স আঠারো পেরোলে ওকেই বিয়ে করব।”

পুলিশি নিগ্রহে যুবক আত্মঘাতী, নালিশ নবগ্রামে
পুলিশি নিগ্রহের শিকার হয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ করলেন তাঁর বাবা। যুবকের নাম আমির শেখ (২৬)। বাড়ি নবগ্রাম থানার ফকিরপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছিল যুবকের বিরুদ্ধে। তাঁকে তখন থানায় ডেকে পাঠানো হয়। তারপরে যুবক পালিয়ে যায়। মঙ্গলবার সেই যুবককে পুলিশ আবার দেখতে পেয়ে তাড়া করে। আমির তখন ফের পালিয়ে যায়। তারপরে সেই দিন রাতেই বাড়িতে সে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে বলে তাঁর বাবা কাজেম শেখের অভিযোগ। কাজেম বলেন, “পুলিশ আমার ছেলেকে বারবার নিগ্রহ করাতেই সে আত্মহত্যা করেছে।” জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই যুবককে নিগ্রহ করা হয়েছে, এমন কোনও তথ্য নেই। তবু আমরা ওই অভিযোগ খতিয়ে দেখব। এখন অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।”

স্কুলে বিক্ষোভ
ঠিকমতো ক্লাস নেন না অঙ্কের শিক্ষক। এমনই অভিযোগ তুলে বুধবার ধানতলার বঙ্কিমনগর আদর্শ বিদ্যাপীঠে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, স্কুলের অঙ্কের শিক্ষক ঠিকমতো ক্লাস করান না। মঙ্গলবার প্রধান শিক্ষককের কাছেও এমন অভিযোগ করেছিল ছাত্রেরা। বুধবার বিপ্লববাবু ক্লাস নিয়ে গেলে তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয় ছাত্রদের। অভিযোগ, তিনি অষ্টম শ্রেণির এক ছাত্রকে চড় মারেন। প্রধান শিক্ষক ধীরাজকুমার রায় বলেন, “ছাত্ররা আমার কাছেও অভিযোগ করেছিল। এটা খুবই ছোট একটা ব্যাপার।”

গণধর্ষণের অভিযোগ, ধৃত
এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগে সাগরদিঘির সাহাপুরের এক সিপিএম কর্মীকে গ্রেফতার করল পুলিশ। নাম মণিরুল শেখ। অন্য অভিযুক্ত পার্থ ঘোষকে অবশ্য এখনও ধরা যায়নি। শনিবার গভীর রাতে সাহাপুর স্টেশনপাড়ার বাসিন্দা মধ্য চল্লিশের এক আদিবাসী মহিলাকে বাড়িতে ঢুকে গণধর্ষণ করে তিন তরুণ। তৃতীয় জনের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানায়, ওই মহিলার স্বামী বাড়িতে ছিলেন না। তার ছেলে অন্যত্র থাকেন। একমাত্র মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে রাত্রে একাই ঘুমিয়ে ছিলেন ওই মহিলা। তখন তিন তরুণ তার বেড়ার দরজা ভেঙে ঘরে ঢুকে ওই মহিলাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। দুই অভিযুক্তের নাম জেনে ওই রাতেই পুলিশ সাহাপুরে মণিরুলের বাড়িতে হানা দেয়। অপর অভিযুক্ত পার্থ ঘোষের বাড়ি পাশের গ্রাম হুকারহাটে। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, ধৃত এক জনকে গ্রেফতার করেছে পুলিশ অন্য জনের কোঁজ চলেছে।

স্কুলে ভাঙচুর
একাদশ শ্রেণির এক ছাত্রীকে কটূক্তি করার জেরে দু’দল ছাত্রের সংঘর্ষ হয় রেজিনগরের দাদপুর উচ্চ বিদ্যালয়ে। ভাঙচুর করা হয় বিদ্যালয়ের টেবিল-চেয়ার, আলমারি। ভাঙা হয়েছে কয়েকটি কম্পিউটারও। ছাত্রদের থামাতে গিয়ে জখম হন এক শিক্ষক। জখম হয়েছে কয়েক জন ছাত্রও। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুনীলকুমার ঘোষ বলেন, “স্কুলে ছাত্ররা ব্যাপক ভাঙচুর চালিয়েছে। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। স্কুলের শিক্ষক আয়েতুল্লাহ খান বাধা দিতে গিয়ে জখম হয়েছেন। এক ছাত্রের মাথা ফেটে গিয়েছে। বৃহস্পতিবার প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।” স্কুলের পরিচালন সমিতির সম্পাদক মুশারফ হোসেন বলেন, “বৃহস্পতিবার প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমরা।”

শংসাপত্র জাল
জাল শংসাপত্র-সহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রানাঘাটের পূর্ণনগরের বাসিন্দা সুনীল মণ্ডল ও আরতি মণ্ডল তাঁদের ছেলের জন্মের শংসাপত্র ভেরিফিকেশনের জন্য নবদ্বীপের পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহার সঙ্গে দেখা করেন। শংসাপত্র দেখে পুরপ্রধানের সন্দেহ হওয়ায় তিনি জিজ্ঞাসাবাদ করেন। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তাদের গ্রেফতার করে।

ঝুলন্ত দেহ উদ্ধার
বুধবার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে রাজেশ শেখ (১৫) নামে এক কিশোরের। বাড়ি রঘুনাথগঞ্জের ইসলামপুরে। পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছে রাজেশ।

জাল নোট-সহ ধৃত
জাল নোট-সহ শ্যামল মণ্ডল নামে এক ব্যক্তিকে বুধবার ধানতলার হাবাসপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ৩৮টি পাঁচশো টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে সীমানন্দ দাস (১৭) নামে এক কিশোরের। বাড়ি বড়ঞায়। বুধবার তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।

চেনা বহরমপুর...
ছবি: গৌতম প্রামাণিক।
স্বভাব বদলায়নি। সুযোগ পেলেই শাসনভার ‘হাতে-পায়ে’ তুলে নিচ্ছে বহরমপুর। কখনও সাইকেল, কখনও বা পকেটমার সন্দেহে পুলিশের পরিবর্তে ‘জনতার শাসনে’ ক্ষতবিক্ষত হচ্ছে অভিযুক্ত। বুধবারের ঘটনাটি নতুন বাজার এলাকায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.