নিজস্ব সংবাদদাতা • হরিপাল |
গাড়ির মধ্যে রাখা ছিল বোতল-বোমা। যা সরাতে গিয়ে বিস্ফোরণে জখম হলেন ওই গাড়ির চালক সহ দুই ব্যক্তি। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হরিপালের নালিকুলে।
পুলিশ জানায়, নালিকুলের বিদ্যুৎ দফতরের কাজে ব্যবহৃত ছোট ট্রাকের পিছনের দিকে একটি বোতল রাখা ছিল। এ দিন সকালে গাড়ির চালক রাজু সাঁতরা গাড়ি পরিষ্কার করতে গিয়ে বোতলটি দেখতে পান। তিনি ওই বোতলটি সরাতে গিয়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাজুবাবু। তাঁর হাতের কব্জিতে গুরুতর আঘাত লাগে। সারা শরীর ঝলসে যায়। ছিটকে আসা বোতলের কাচ শরীরে ঢুকে জখম হন রামপ্রসাদ খাঁ ও কৃষ্ণচন্দ্র সাঁতরা নামে বিদ্যুৎ দফতরের দুই কর্মী। |
আহত গাড়ি চালক। —নিজস্ব চিত্র। |
বিকট শব্দ শুনে ছুটে আসেন বিদ্যুৎ দফতরের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা এ দিক ও দিক ছোটাছুটি করেন। হরিপাল থানার ওসি বঙ্কিম বিশ্বাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। বম্বস্কোয়াড আসে। আহত তিনজনকে প্রথমে হরিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজুর বাড়ি হরিপালের জগন্নাথপুরে। তাঁকে পরে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
তদন্তে আসেন রাজ্য গোয়েন্দা দফতরের পাঁচ সদস্যের একটি দল। তারা বিস্ফোরণস্থল থেকে মাটির নমুনা, ভাঙা বোতলের গায়ে লেগে থাকা বিস্ফোরক ও বোতলের মুখের ঢাকনা সংগ্রহ করে নিয়ে যান। তদন্তকারী অফিসারেরা জানান, ঘটনাস্থল থেকে পাওয়া সমস্ত নমুনা পরীক্ষার জন্য কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে। |