টুকরো খবর
প্রৌঢ়াকে খুন, ধৃত দেওর
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন হলেন এক প্রৌঢ়া। এই ঘটনায় অভিযোগ উঠেছে তাঁর দেওরের বিরুদ্ধে। ঘটনাটি হুগলির উত্তরপাড়ার দারিকজঙ্গল রোড এলাকার। মাকে বাঁচাতে এসে তাঁর পুত্রও ছুরির আঘাতে গুরুতর জখম হন। পুলিশ জানায়, নিহতের নাম মিনতি পাল (৫৬)। তিনি মঙ্গলবার ভোরে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। পুলিশ সুভাষ পাল নামে মিনতিদেবীর দেওরকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল পাল পরিবারে। সোমবার বিকেলে পাড়ায় মুদির দোকানে যান মিনতিদেবী। তিনি বাড়ি ফেরার পথে তাঁর দেওর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। মায়ের চিৎকারে ছেলে সুনীল পাল তাঁকে বাঁচাতে যান। এরপর সুভাষ তাঁকেও ছুরি দিয়ে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দু’জনকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিনতিদেবীকে পাঠানো হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। বুধবার ধৃতকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

বেআইনি ভাবে মাটি কাটার নালিশ, ধৃত ১
উলুবেড়িয়ার হিরাপুরে অভিযান চালিয়ে বেআইনি ভাবে হুগলি নদীর পাড় থেকে মাটি কাটার সময়ে তিনটি মাটি-বোঝাই নৌকা আটক করল পুলিশ। গ্রেফতার হয়েছে এক জন। পুলিশ জানায়, ভবেশ মণ্ডল নামে ওই ব্যক্তি পূর্ব বাসুদেবপুরের বাসিন্দা। অভিযান চালানো হয় মঙ্গলবার দুপুরে। হিরাপুর এলাকায় হুগলি নদীর পাড় থেকে বেআইনি ভাবে মাটি কেটে বিক্রি করে দেয় মাটি চোরেরা। এর ফলে হুগলি নদীর পাড়ের ক্ষতি হয়। স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতর, পুলিশ মহলে অভিযোগ জানান। হিরাপুর ফাঁড়ির পুলিশ অভিযান চালায়। একই সঙ্গে নদীপথে লঞ্চ নিয়ে অভিযান চালান উলুবেড়িয়া থানার পুলিশকর্মীরা। উলুবেড়িয়ার এসডিপিও শ্যামলকুমার সামন্ত বলেন, “আগামী দিনে জলপথে এবং স্থলপথে আরও যৌথ অভিযান চালানো হবে।”

আন্দোলন চুঁচুড়ায়
নূন্যতম বেতন কাঠামো-সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার হুগলি জেলা সমবায় দফতরে স্মারকলিপি দিলেন রাজ্য সমবায় কর্মচারি ফেডারেশনের সদস্যেরা। দফতরের ডিআরসিএস বিজয় হালদারের হাতে ওই স্মারকলিপি দেওয়া হয়। ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক কৃষ্ণচন্দ্র দাস বলেন, “সমস্যার সুরাহা না হলে আমরা আরও বড় আন্দোলন করতে বাধ্য হব।” বিজয়বাবু বলেন, “সরকারি নিয়মনীতি মেনে দফতরের কাজকর্ম চলে। স্মারকলিপির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

সাইকেল আটকে ছিনতাই
ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে রাস্তায় ব্যাগ-সহ টাকা ছিনিয়ে নিয়ে পালালো দুষ্কৃতীরা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার খাদিনা মোড়ে। পুলিশ জানায়, পোলবার কামদেবপুরের বাসিন্দা চন্দ্রনাথ দাস খাদিনা মোড়ের কাছে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কৃষি শাখা থেকে কয়েক হাজার তুলে ব্যাগে ভরে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। ব্যাঙ্কের কাছেই মোটর বাইকে চেপে দুই যুবক চন্দ্রনাথবাবুর সাইকেল আটকে ব্যাগ-ভর্তি টাকা নিয়ে চম্পট দেয়।

কৃতীদের সংবর্ধনা
কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল আরামবাগ থানা। বৃহস্পতিবার সন্ধ্যায় আরামবাগের রামমোহন মঞ্চে এলাকার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, হাইমাদ্রাসা, জয়েন্টে কৃতী এবং প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী, মহকুমাশাসক অরিন্দম নিয়োগী, এসডিপিও শিবপ্রসাদ পাত্র, বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা প্রমুখ।

ডানলপ খুলতে
সাহাগঞ্জ কারখানা খুলতে আগ্রহী কর্তৃপক্ষ। বুধবার কলকাতায় ডানলপের বার্ষিক সাধারণ সভায় এই কথা জানিয়েছেন সংস্থার নন-এগ্জিকিউটিভ ডিরেক্টর ডি পি দানি। তাঁর দাবি, “আমরা কারখানা খোলার প্রস্তাব দিয়েছি। তবে তা খুলবে পর্যায়ক্রমে। রাজ্যের মধ্যস্থতায় ইউনিয়ন-কর্তৃপক্ষের ৩টি বৈঠক হয়েছে। যদিও ঐকমত্যে পৌঁছনো যায়নি।” তিনি জানান, ইউনিয়ন সমস্ত কর্মীকে নিয়ে কারখানা খোলার দাবি থেকে সরছে না। সাহাগঞ্জ কারখানা ২০১১ সালের অক্টোবর থেকে বন্ধ। অন্য দিকে অম্বাত্তুরে সংস্থার অপর কারখানাটি বন্ধ হয়ে গিয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে।

ডিপোয় মিলল গয়না
ভূতল পরিবহণ নিগমের হাওড়া ডিপোয় একটি ‘পরিত্যক্ত’ ব্যাগ থেকে মঙ্গলবার মিলল দু’লক্ষ টাকার সোনার গয়না। বুধবার পুলিশ ওই গয়নাগুলি থানায় নিয়ে যায়। ডিপোর ম্যানেজার রঞ্জন দত্ত জানান, মাস দুয়েক আগে একটি দূরপাল্লার বাসে ওই ব্যাগটি দেখেন কর্মীরা। তাঁরা সেটি ডিপোয় নিয়ে আসেন। মঙ্গলবার ডিপো পরিষ্কার করতে গিয়ে অমিত নন্দী ও ধনঞ্জয় বৈরাগী নামে দুই কর্মী প্রথমে ব্যাগটি ফেলে দেন। পরে ব্যাগের উপরের ছেঁড়া কাপড় সরাতেই মেলে একটি কৌটো। তাতেই ছিল ওই গয়না।

গঙ্গায় নিখোঁজ ছাত্র
স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক কলেজ ছাত্র। বুধবার, বালির বাদামতলায়। বান্টি সিংহ (২১) নামে ওই যুবক সালকিয়ার বাসিন্দা। পুলিশ জানায়, বান্টি এ দিন বালিতে এক বন্ধুর বাড়ি বেড়াতে আসেন। দুপুরে তিন বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে নামলে তলিয়ে যান বান্টি। রাত পর্যন্ত ওই যুবকের খোঁজ মেলেনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.