নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দাবি ছিল, একটি ঘর নির্মাণ করে দিতে হবে। না হলে কয়েক লক্ষ টাকা দিতে হবে। তাতে রাজি না হওয়ায় বেলুড়ের এক প্রোমোটারকে হেনস্থা করা ও জোর করে থানায় নিয়ে যাওয়ার অভিযোগে বুধবার ছয় তৃণমূলকর্মীকে গ্রেফতার করল পুলিশ।
বালির দীননাথ ঘোষ স্ট্রিটে একটি চারতলা ফ্ল্যাট তৈরি করছেন জিতেন্দ্র সাউ ও উজ্জ্বল ভঞ্জ নামে দুই প্রোমোটার। অভিযোগ, কয়েক দিন আগে তাঁদের কাছে ওই এলাকায় ঘর তৈরি করে দেওয়ার দাবি তোলেন স্থানীয় তৃণমূলকর্মী রঞ্জন ভট্টাচার্য, টিঙ্কু দাস-সহ আরও কয়েক জন। না হলে টাকা দিতে হবে বলেও দাবি করেন তাঁরা। এ দিন সকালে উজ্জ্বলবাবু নির্মীয়মাণ ফ্ল্যাটটিতে এলে রঞ্জন, টিঙ্কুরা তাঁকে জোর করে একটি মোটরবাইকে চাপিয়ে বালি থানায় নিয়ে যান বলে অভিযোগ। থানায় নিয়ে গিয়ে রঞ্জনেরা বড়বাবুকে জানান, উজ্জ্বল বেআইনি কাজ করছেন বলে তাঁরা তাঁকে ধরে এনেছেন। কিন্তু ওই কথায় বড়বাবু প্রতিবাদ করেন। উজ্জ্বল বলেন, “বড়বাবু ওই ছ’জনকে ধমক দিয়ে নিজের ঘরে আটকে রাখেন। আমার অভিযোগ লিখিত দিতে বলেন। এর পরেই ওঁদের নামে লিখিত অভিযোগ করি।”
উজ্জ্বলবাবু পুলিশকে জনান, দিন পনেরো আগে ওই যুবকেরা প্রায় ১৪০০ বর্গফুট জায়গায় একটি বাড়ি তৈরি করে দিতে বলেন। যার বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। স্থানীয় বিধায়ক সুলতান সিংহ, তৃণমূলের হাওড়া জেলা সভাপতি তথা মন্ত্রী অরূপ রায়ের কাছে ওই যুবকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন ওই প্রোমোটারেরা।
জিতেন্দ্র বলেন, “বিধায়ককে যে অভিযোগ দিয়েছিলাম তা কী ভাবে টিঙ্কুদের হাতে গেল বুঝতে পারছি না। কয়েক দিন আগেও ওঁরা আমাকে হুমকি দেন।” মন্ত্রী অরূপবাবু বলেন, “হাওড়ার পুলিশ কমিশনারকে তদন্ত করতে বলেছি। অভিযোগ প্রমাণিত হলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দলও ব্যবস্থা নেবে।” সুলতান সিংহ অবশ্য বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেন, “পুলিশ মিথ্যা অভিযোগ সাজিয়ে আমাদের কর্মীদের ফাঁসিয়েছে। আমাকে কোনও প্রোমোটার অভিযোগ জমা দেননি।” |