মেদিনীপুরে বামফ্রন্টের আইন অমান্য |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, বাম কর্মী-সমর্থকদের উপরে অত্যাচার বন্ধ-সহ বেশ কয়েক দফা দাবিতে মঙ্গলবার কলকাতার ধর্মতলায় কেন্দ্রীয় কর্মসূচির দিন মেদিনীপুরেও আইন অমান্য করল পশ্চিম মেদিনীপুর জেলা বামফ্রন্ট। সোমবার পূর্ব মেদিনীপুর-সহ অনেক জেলায় এই কর্মসূচি পালিত হলেও মেদিনীপুরে তৃণমূলের কর্মসূচি থাকায় এক দিন পরে তা পালিত হল। এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ বিদ্যাসাগর হলের মাঠ থেকে মিছিল শুরু হয়। পরে তা শহরের বিভিন্ন পথ ঘুরে জেলাশাসকের দফতর সংলগ্ন কালেক্টরেট মোড়ে পৌঁছয়। নেতৃত্বে ছিলেন সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার, মেদিনীপুরের সিপিআই সাংসদ প্রবোধ পণ্ডা প্রমুখ। আইন-অমান্য কর্মসূচি ঘিরে অনভিপ্রেত ঘটনা এড়াতে সকাল থেকেই কালেক্টরেট মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। ছিলেন দু’জন ডিএসপি পদমর্যাদার অফিসার। |
|
মেদিনীপুরে বামফ্রন্টের মিছিল। মঙ্গলবার ছবিটি তুলেছেন রামপ্রসাদ সাউ। |
এক সময়ে উত্তেজিত হয়ে কয়েক জন বাম কর্মী-সমর্থক গেট খুলে কালেক্টরেট চত্বরের মধ্যে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। শেষ পর্যন্ত অবশ্য অনভিপ্রেত কোনও ঘটনা ঘটেনি। কর্মসূচিতে যোগ দেওয়া বাম কর্মী-সমর্থকদের প্রতীকী গ্রেফতার করে পুলিশ। পরে তাঁদের সবাইকেই ছেড়ে দেওয়া হয়। জেলা বামফ্রন্টের আহ্বায়ক, সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার বলেন, “রাজ্য জুড়েই এই কর্মসূচি পালিত হচ্ছে। নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। সরকারের উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ নেই। সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। পরিস্থিতি দেখে মানুষ প্রতিবাদে সরব হতে শুরু করেছেন। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ-সহ বেশ কয়েক দফা দাবিতেই আমাদের এই আইন অমান্য।” মঙ্গলবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাম কর্মী-সমর্থকেরা মেদিনীপুরে আসতে শুরু করেন। সকাল সাড়ে ১১টা নাগাদ বিদ্যাসাগর হলের মাঠ থেকে মিছিল শুরু হয়। মিছিল থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের ‘জনবিরোধী’ কাজকর্মের বিরুদ্ধে স্লোগান ওঠে। জেলা বামফ্রন্টের আহ্বায়ক বলেন, “মানুষ পথে নামতে শুরু করেছেন। আগামী দিনে প্রতিবাদ আরও তীব্র হবে।” |
|