টুকরো খবর |
তলকুইয়ে উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জলাভূমি ভরাট ও গাছ কাটার অভিযোগ ঘিরে মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়ায় মেদিনীপুর সদর ব্লকের তলকুইয়ে। তৃণমূল-কর্মীদের অভিযোগ, স্থানীয় কয়েকজন সিপিএম নেতা-কর্মীর মদতেই এ কাজ চলছে। সিপিএম অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুকুরটি ব্যক্তি মালিকাধীন হলেও স্থানীয় মানুষ তা ব্যবহার করতেন। এ দিন স্থানীয় কয়েকজন ঘটনার প্রতিবাদ করেন। স্থানীয় নিশিথ সিংহ মহাপাত্র বলেন, “জলাভূমি ভরাট করলে প্রতিবাদ হবেই। আমরা পুলিশের কাছেও অভিযোগ জানাচ্ছি।” তলকুই এলাকাটি শিরোমণি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান জয়ন্তী বাগ বলেন, “এ নিয়ে আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেননি।” মেদিনীপুরের (সদর) অয়ন নাথ বলেন, “বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি। লিখিত অভিযোগ এলে তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।” একই আশ্বাস দিয়েছে পুলিশও।
|
রবীন্দ্র-নজরুল স্মরণ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রবিবার খড়্গপুর আইআইটি-র স্টাফ ক্লাবে আয়োজিত হল রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সাংস্কৃতিক সংস্থা ‘বোধন’ আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পবিত্র শাণ্ডিল্য, অলকানন্দা রায়, নয়না নাথ, কাঞ্চনা শীল, অবন্তিকা বসাক প্রমুখ। রবীন্দ্র-নজরুল কবিতা আবৃত্তি করেন অপর্ণা শাণ্ডিল্য, কঙ্কণা সরকার প্রমুখ। রবীন্দ্র-নজরুল নৃত্য পরিবেশন করেন সোনালী ঘোষ ও তাঁর সম্প্রদায়। অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, অঙ্কনে সফলদের পুরস্কৃতও করা হয়। উপস্থিত ছিলেন খড়্গপুর আইআইটি-র ডিরেক্টর দামোদর আচারিয়া-সহ বিশিষ্টেরা। এ দিনই প্রকাশিত হয় জলদবরণ দাসের প্রবন্ধ-গ্রন্থ ‘শিশিরে বিম্বিত রবি’। বইটি প্রকাশ করেন আইআইটির ডিরেক্টর। বইটিতে রবীন্দ্র বিষয়ক ১২টি প্রবন্ধ রয়েছে।
|
২১ জুলাইয়ের প্রস্তুতি মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
খড়্গপুরে তৃণমূলের মিছিল। ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
২১ জুলাইয়ের শহিদ-সমাবেশ সফল করার ডাক দিয়ে মঙ্গলবার খড়্গপুরের চৌরঙ্গি থেকে মোহনপুর পর্যন্ত মিছিল করল তৃণমূল। নেতৃত্ব দেন দলের জেলা নেতা নির্মল ঘোষ, খড়্গপুর-১ ব্লক সভাপতি শক্তিপদ মণ্ডল, শেখ রেওয়াজ প্রমুখ। মিছিল থেকে গত এক বছরে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মেরও প্রচার চালানো হয়।
|
বজ্রপাতে মৃত্যু |
বজ্রপাতে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম শুকচাঁদ মুর্মু (১৯)। বাড়ি গোয়ালতোড় থানার কেতাড়া গ্রামে। |
|