বহিরাগতের হাতুড়ির আঘাতে মাথা ফেটে গেল মহাকরণের কর্মীর। আর সেই কাণ্ডের দায়ে সরিয়ে দেওয়া হল মহাকরণ ১ নম্বর গেটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার অভিজিৎ মালাকারকে। তাঁর বদলি হিসেবে মহাকরণেরই সেন্ট্রাল গেটের অফিসার মানস রায়কে আনা হয়েছে। এই বদলিকে কেন্দ্র করে মহাকরণের নিচু তলার পুলিশকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার আর্জি নিয়ে মহাকরণের ১ নম্বর গেটে ২৮ নম্বর ঘরের সহায়তা কেন্দ্রে চিঠি দিতে হাজির হয়েছিলেন অনিমেষ মিশ্র নামে কৃষ্ণনগরের এক বাসিন্দা। সেখানে কর্মরত অলোক সাহা নামে এক সরকারি কর্মীর মাথায় আচমকাই হাতুড়ির ঘা বসিয়ে দেন অনিমেষবাবু। গুরুতর আহত হন অলোকবাবু। পুলিশ অনিমেষবাবুকে গ্রেফতার করে। সেই ঘটনার পরেই মহাকরণের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন ওঠে। পুলিশ কমিশনার রঞ্জিতকুমার পচনন্দা-সহ পদস্থ পুলিশ অফিসারেরা রাজ্যের প্রশাসনিক সদরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। পুলিশ কমিশনারকে ডেকে মহাকরণের নিরাপত্তার ব্যাপারে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রীও। এ দিন অভিজিৎ মালাকারকে সরিয়ে দেওয়া হয়। তবে সরকারি ভাবে একে ‘রুটিন বদলি’ বলে জানানো হয়েছে।
হাতুড়ি-কাণ্ডের জেরে এ দিন ১ নম্বর গেটের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে যাঁরাই কোনও আবেদন জানাতে এসেছেন, প্রত্যেকের ব্যাগ এবং অন্য জিনিসপত্র তল্লাশি করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে মহাকরণের অন্যান্য অংশেও। তবে নিচু তলার কর্মীদের একটি অংশ প্রশ্ন তুলেছে, প্রতিদিন বাইরের কয়েক হাজার লোক মহাকরণে আসেন। পুলিশের সংখ্যা বাড়ালেও তাঁদের প্রত্যেকের উপরে নজরদারি সম্ভব নয়। তাই বদলি করে এই সমস্যার সমাধানও সম্ভব নয়। ওই পুলিশকর্মীদের দাবি, হাতুড়ি-কাণ্ড একটি ‘বিচ্ছিন্ন’ ঘটনা।
|