সিমি-র সদস্য সন্দেহে গ্রেফতার |
নিষিদ্ধ ছাত্র সংগঠন সিমি (স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া)-র সদস্য সন্দেহে মঙ্গলবার গার্ডেনরিচ রোড থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। যুগ্ম কমিশনার (এসটিএফ) রাজীব মিশ্র জানান, ধৃতের নাম হারুন রশিদ। আজ, বুধবার তাকে আলিপুর আদালতে তোলা হবে। অভিযোগ, তার কাছে মিলেছে জাল নোট। তা দিয়ে সে কিছু কেনারও চেষ্টা করেছিল বলে পুলিশ সূত্রে খবর। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, হারুন সিমি-র ‘সফদর নগরী গ্রুপ’-এর সক্রিয় সদস্য। পশ্চিমবঙ্গ ও ভারতের বিভিন্ন জায়গায় সে সিমি-র সভায় অংশগ্রহণ করেছে বলে অভিযোগ পুলিশের। গত বছর মধ্যপ্রদেশ থেকে আবু ফয়জল খান নামে সিমি-র যে নেতা গ্রেফতার হন, হারুন তার অনুগামী বলে পুলিশ জানায়। ওই বছরই মুম্বই এটিএস হারুন রশিদ আব্দুল হামিদ নায়েক নামে সিমি ও আইএম (ইন্ডিয়ান মুজাহিদিন)-এর এক সমর্থককে গ্রেফতার করে। রশিদই ওই ব্যক্তি কি না, দেখছে পুলিশ।
|
গঙ্গাতীরের সৌন্দর্যায়নে প্রতিরক্ষা দফতরের আপত্তি কেন, তা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি খতিয়ে দেখছেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়। গঙ্গাতীরের সৌন্দর্যায়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই আগ্রহী। কিন্তু প্রতিরক্ষা দফতরের আপত্তিতেই ওই কাজে বাধা পড়ছে বলে মঙ্গলবার মহাকরণে মুখ্যমন্ত্রীর ঘরে বসে সুদীপবাবু অ্যান্টনিকে ফোনে এই অভিযোগ জানান। সম্প্রতি দিল্লিতে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সুদীপবাবু অ্যান্টনির সঙ্গে দেখা করে গঙ্গার সৌন্দর্যায়ন নিয়ে বিস্তারিত পরিকল্পনা দিয়েছিলেন। পরে সুদীপবাবু বলেন, “অ্যান্টনি আমাকে বলেছেন, বিষয়টি তিনি পুনরায় দেখবেন। কোথায় এবং কেন বিষয়টি আটকে রয়েছে, তা জেনে উপযুক্ত ব্যবস্থা নেবেন।”
|
আন্তর্জাতিক মাদকচক্রে জড়িত অভিযোগে আরও এক নাইজিরীয়কে মঙ্গলবার গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ বলেন, “ধৃতের নাম আজোবু ডেভিড। পার্ক স্ট্রিট ও ক্যামাক স্ট্রিট মোড়ের কাছ থেকে তাকে ধরা হয়।” পুলিশ জানায়, আজোবু দিল্লির বাসিন্দা। এ দিনই কলকাতায় এসেছে। আগামী বছরের মার্চ পর্যন্ত ভিসা রয়েছে তার। আজোবুর জুতোর মধ্যে ৩৫ গ্রাম কোকেন মিলেছে। পুলিশ জানায়, এ নিয়ে মাদকচক্রে মোট ৮ জনকে ধরা হল। আজোবু ছাড়া এই ঘটনায় চার্লস ওজিম্বা নামে আরও এক নাইজিরীয় গ্রেফতার হয়েছে।
|
বন্ধ ঘরের দরজা ভেঙে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার, গিরিশ পার্কের বিন্দু পালিত লেনে। মৃতের নাম কল্যাণ কুণ্ডু (৪৩)। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। এ দিনই তারাতলা রোডে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় মোটরবাইক আরোহী এক মহিলা গুরুতর জখম হন। হাসপাতালে লক্ষ্মী দাস (৪১) নামে ওই মহিলাকে মৃত ঘোষণা করা হয়। ট্যাঙ্কারের চালক গ্রেফতার হয়েছেন। পুলিশ জানায়, মোটরবাইক সওয়ার দু’জনেরই হেলমেট ছিল না।
|
নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মঙ্গলবার, বিধাননগর উত্তর থানার কাছে। মৃতের নাম বিশ্বনাথ বিশ্বাস (৩৪)। পুলিশ জানায়, এ দিন বৈশাখী আবাসনের কাছে একটি বহুতলে কাজ করার সময়ে পড়ে যান তিনি। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
|
উপাচার্যের মেয়াদ বৃদ্ধি রবীন্দ্রভারতীতে |
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চিন্ময় গুহের মেয়াদ ছ’মাস বাড়ানো হয়েছে। তার আগে নতুন উপাচার্য নিযুক্ত হলে অস্থায়ী উপাচার্য হিসেবে চিন্ময়বাবুর কার্যকাল শেষ হবে। মঙ্গলবার এই নির্দেশ জারি করা হয়েছে বলে জানান উচ্চশিক্ষা দফতরের এক কর্তা। ১৭ জানুয়ারি ছ’মাসের জন্য উপাচার্যের দায়িত্ব নেন চিন্ময়বাবু। মঙ্গলবার তাঁর কার্যকাল শেষ হয়েছে। উপাচার্য বাছাইয়ে সার্চ কমিটি গড়েছে রাজ্য। কমিটির সুপারিশ সদ্য জমা পড়েছে বলে উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর। |