|
|
|
|
টুকরো খবর |
বাজার পরিদর্শন সাঁইথিয়ায়
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
|
—নিজস্ব চিত্র। |
সব্জির বাজারদর খতিয়ে দেখতে মঙ্গলবার সাঁইথিয়ার খুচরো ও পাইকারি বাজারগুলি ঘুরে দেখলেন প্রশাসনের বিভিন্ন আধিকারিকেরা। তাঁদের দাবি সাঁইথিয়ায় সব্জির বাজার দর নিয়ন্ত্রণেই আছে। এ দিন পরদর্শন দলে ছিলেন সাঁইথিয়ার বিডিও জাহিদ সাহু, এডিও দীপক হাজরা, ফুড সাপ্লাই ইন্সপেক্টর আকাশ বন্দ্যোপাধ্যায়, সাঁইথিয়া থানার ওসি তরুণ চট্টোরাজ, সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চণ্ডী বাগদি। তাঁদের সঙ্গে এলাকার বেশ কয়েকটি পঞ্চায়েতের প্রধানেরাও ছিলেন। এ দিন সাঁইথিয়ার বাজারে পটল ৭, ঝিঙে ৮, করলা ১০, বাঁধাকপি ১২, লঙ্কা ৩০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে। কর্তারা বলেন, “এখানে সঠিক দামেই সব্জি বিক্রি হচ্ছে।” অন্য দিকে, সাঁইথিয়ার পাইকারি সব্জি বিক্রেতা সন্তোষ সাউ, আশিস সাহা ও খুচরো বিক্রেতা ডালিম খান, অসীম পালদের দাবি, “সাঁইথিয়ায় বাজারে সব্জি বরাবর সস্তা।” |
বিদ্যুৎ দফতরে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মঙ্গলবার সাঁইথিয়া বিদ্যুৎ দফতরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সাঁইথিয়ার ফুলুর, নেতুর কুস্তর, বিলসা, নবগ্রাম, মারকোলা, হরপলশা, কোরলা, বলাইচণ্ডী, মোসড্ডা, বনগ্রাম প্রভৃতি গ্রামের বাসিন্দাদের একাংশ বিক্ষোভের পর স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি দেন। অভিযোগ, একটু বৃষ্টি হলেই গ্রামগুলিতে বিদ্যুৎ থাকে না। গত সাতদিন ধরে ওই সব গ্রামগুলি কার্যত বিদ্যুৎহীন অবস্থায় পড়ে আছে। স্টেশন ম্যানেজার বিশ্বজিৎ মণ্ডল বলেন, “ওই এলাকাগুলিতে বিদ্যুৎ সরবরাহে কিছু প্রযুক্তিগত সমস্যা রয়ে গিয়েছে। কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা হবে।’’ |
হাসপাতালে মা ও সদ্যোজাত
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
পুকুরপাড়ে শিশুর জন্ম দিলেন এক মূক ও বধির তরুণী। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে দুবরাজপুরের ১১ নম্বর ওয়ার্ডে। উপস্থিত জনা কয়েক মহিলা মা ও শিশুকে নিরাপদ স্থানে নিয়ে যান। বৃষ্টি থামলে বিকেলে থানা, পুরসভা ও ব্লকে খবর যায়। পরে অ্যাম্বুল্যান্সে করে দুবরাজপুরে গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। মারুফা বিবি, হেনা বিবি, টুকুন বিবিরা বলেন, “স্নান করতে গিয়ে দেখি পুকুরের পাড়ে ওই তরুণী প্রসব বেদনায় ছটপট করছিল। প্রশ্নের উত্তর না পেয়ে বুঝে যাই মেয়েটি কথা বলতে পারে না। বৃষ্টি আসছে দেখে দু’জনকে একটি দোকানের বারান্দায় নিয়ে যাই।” বিএমওএইচ কুণাল মুখোপাধ্যায় বলেন, “কর্তব্যরত চিকিৎসক বিষয়টি জানিয়েছেন। ওই তরুণী বিবাহিত বলে মনে হচ্ছে। কিছুটা সময়ের আগে শিশুটি জন্মেছে। এখনই সিউড়িতে পাঠানোর কথা ভাবা হচ্ছে না।” |
পুড়িয়ে মারার চেষ্টার নালিশ
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে ওই বধূর স্বামীকে মারধর এবং বাড়িতে ভাঙচুর, মোটরবাইকে আগুন লাগালেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ দিয়ে পরিস্থিতি সামাল দেয়। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া থানার আমোদপুরে। পড়শি পূর্ণিমা রায় বলেন, “এ দিন আমি এবং মেয়ে খাচ্ছিলাম। হঠাৎ রাখী মণ্ডল বাঁচাও বাঁচাও করে ছুটতে ছুটতে আমার বাড়িতে ঢুকে পড়ে। তার শরীর জ্বলছিল। সঙ্গে সঙ্গে তার স্বামী প্রশান্ত ও বন্ধুরা জল ঢেলে আগুন নিভিয়ে হাসপাতালে ভর্তি করেন।” বাসিন্দাদের দাবি, প্রশান্ত এর আগে তার প্রথম স্ত্রীকে খুন করেছে। পুলিশ জানায়, ইতিমধ্যে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ রয়েছে প্রশান্তর বিরুদ্ধে। অভিযোগ দায়ের হয়নি। বধূর দাদা রাজু ঘোষ বলেন, “বোন ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। গায়ে কেরোসিন ঢেলে তাকে পুড়ে মারার চেষ্টা হয়েছে বলে বোন জানিয়েছে। পরে অভিযোগ করব।” |
স্মারকলিপি |
বৈধরা থেকে নারায়ণপুর যাওয়ার রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার নারায়ণপুর পঞ্চায়েতে স্মারকলিপি দিল বিজেপি। অভিযোগ, ওই রাস্তা বেহাল হয়ে পড়েছে। সবচেয়ে খারাপ অবস্থা কানাইপুর গ্রামের মনসাতলা এলাকা। বিজেপির নারায়ণপুর অঞ্চল কমিটির সভাপতি তারকেশ্বর ধীবরের অভিযোগ, “নারায়ণপুর গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দারা দারিদ্র সীমার নীচে বসবাস করলেও গ্রামীণ বিদ্যুদয়ণ প্রকল্পের আওতায় আনা হয়নি।” পঞ্চায়েত প্রধান সিপিএমের জয়দেব চৌধুরী বলেন, “দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” |
মারধরের নালিশ |
নৈশপ্রহরীকে মারধরের অভিযোগ উঠল সিউড়ি পুরসভার এক স্থায়ীকর্মীর বিরুদ্ধে। লিখিত অভিযোগ না হলেও পুরপ্রধানকে মৌখিক অভিযোগ করেছেন বলে নিমাই বাউড়ি নামে ওই নৈশপ্রহরী। পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।” |
|
|
|
|
|