বাড়ির তালা ভেঙে নগদ টাকা ও গয়না লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। মন্তেশ্বর এলাকার ঘটনা। বাড়ির কর্তা বিদ্যুৎ দফতরের প্রাক্তন কর্মী এককড়ি রেজ স্ত্রীকে নিয়ে শনিবার তারকেশ্বরে মেয়ের বাড়ি যান। সোমবার সকালে বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজা ও গ্রিল ভাঙা। আলমারি ভেঙে লুঠ করা হয়েছে নগদ টাকা ও বেশ কিছু সোনা ও রুপোর গয়না। মন্তেশ্বর থানায় অভিযোগ করেছেন এককড়িবাবু। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘ দিন ধরেই দুষ্কৃতীরা নজর রাখছিল। কেউ বাড়িতে না থাকার সুযোগে তারা পাঁচিল টপকে ঢুকে লুঠ করে। বাসিন্দাদের অভিযোগ, থানা থেকে ঢিল ছোড়া দুরত্বে এই এলাকায় বছর খানেকের মধ্যে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। পুলিশ কোনও কিনারা করতে পারছে না। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।
|
অনূর্ধ্ব ১৯ রাজ্য বাস্কেটবলে রানার্স হয়েছে বর্ধমান। কলকাতা বাস্কেটবল সংস্থার মাঠে ফাইনালে মঙ্গলবার তারা রাখী সঙ্ঘের কাছে ১ পয়েন্টে হেরেছে। ম্যাচের ফল ৫৪-৫৫। |