পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিপিএম নেতার। মঙ্গলবার কালনায় এসটিকেকে রোডে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিমল সিংহরায় (৪২)। বাড়ি কালনা ১ ব্লকের আটঘোড়িয়া-সিমলন পঞ্চায়েতের ন’পাড়া গ্রামে। সিপিএমের কালনা উত্তর লোকাল কমিটির সদস্য ছিলেন তিনি। ওই দুর্ঘটনায় জখম হয়েছেন দলের এক যুবনেতাও। তাঁর নাম বিদ্যুৎ কোলে। বাড়ি ওই পঞ্চায়েতের বৃদ্ধপাড়া গ্রামে। তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বিমলবাবু বাইকে চেপে বিদ্যুৎবাবুকে সঙ্গে নিয়ে একটি মামলার বিষয়ে কথা বলতে কালনা থানায় আসেন। বেলা ১১টা নাগাদ শহরের তেঁতুলতলা মোড় থেকে এসটিকেকে রোড ধরে ফিরছিলেন। শহর লাগোয়া একটি পেট্রোল পাম্পের কাছে বাইকটির সঙ্গে ডাম্পারটির মুখেমুখি সংঘর্ষ হয়। বাসিন্দাদের অভিযোগ, কোনও সঙ্কেত না দেখিয়েই ডাম্পারটি পেট্রোল পাম্পে ঢুকে পড়ে। ঢোকার মুখে বাইকটি ডাম্পারের সামনে আটকে যায়। ডাম্পারটি ওই অবস্থায় বাইকটিকে বেশ কয়েক ফুট টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমলবাবুর। বিদ্যুৎবাবুকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, বিদ্যুৎবাবু বেশ কয়েক বার ডাম্পারের চালককে সতর্ক করার চেষ্টা করছিলেন। কিন্তু ফল মেলেনি। বিমলবাবুর মৃত্যুতে দলের ক্ষতি হল বলে দাবি স্থানীয় সিপিএম নেতা-কর্মীদের। কালনা থানার পুলিশ জানিয়েছে, ডাম্পারটিকে আটক করা হয়েছে। তবে চালক ও খালাসি পলাতক। |