টুকরো খবর |
অক্ষমতা ঢাকতে অত্যাচার, নববধূর অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
শারীরিক অক্ষমতা লুকিয়ে বিয়ের পরে নববধূকে আটকে রেখে অত্যাচার চালানোর অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কোচবিহারের কোতোয়ালি থানার নিউ কদমতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, প্রতারণা, মারধর ও নববধূকে আটকে রাখার অভিযোগে স্বামী সহ ৪ জন আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। ওই বধূকে উদ্ধার করে তাঁর বাড়ির লোকজনদের হাতে তুলে দিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ধৃত ব্যবসায়ীর নাম রাজীব দেব। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “ফুলশয্যার রাতে নববধূ বরের শারীরিক অক্ষমতার বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ করলে তাঁকে আটকে রেখে মারধর করা হচ্ছিল বলে অভিযোগ পেয়েছি। তার পরে পুলিশ গিয়ে ওই নববধূকে উদ্ধার করে মামলা দায়ের করেছে। ওই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।” পুলিশ ও নববধূর পরিবার সূত্রেই জানা গিয়েছে, গত ৯ জুলাই কোচবিহার শহরের নিউ কদমতলা এলাকার বাসিন্দা রাজীব দেবের সঙ্গে শহর লাগোয়া ১ নম্বর কালীঘাট রোডের বাসিন্দা ওই তরুণীর বিয়ে হয়। ১১ জুলাই বুধবার বৌভাতের অনুষ্ঠান হয়। ১২ জুলাই বৃহস্পতিবার রাতে নবদম্পতির ফুলশয্যা হওয়ার কথা ছিল। সেই মত নবদম্পতি একঘরে যানও। নববধূর অভিযোগ, ওই রাতে স্বামীর শারীরিক অক্ষমতার বিষয়টি ধরে ফেলতেই তাঁকে আটকে রেখে অত্যাচার চালানো হয়। তিনি বৃহস্পতিবার রাতে নিজের মোবাইল থেকে বাড়িতে সব জানিয়ে দেন। রাজীববাবুর বাবা প্রবালবাবু দাবি করেন, “ছেলে শারীরিক ভাবে অক্ষম হলে নিজে বিয়ে করতে চাইত না। এই সব অভিযোগ ভিত্তিহীন।
|
গোলমালে আহত ১০ |
নিজস্ব সংবাদদাতা • বক্সিরহাট |
সিপিএম ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন জখম হলেন। শুক্রবার বিকেলে কোচবিহারের বক্সিরহাট বিডিও অফিসের সামনে ওই ঘটনা হয়। জখমদের মধ্যে সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অখিল প্রামাণিকও রয়েছেন। ঘটনার পরেই অখিলবাবুকে বক্সিরহাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করাতে হয়। রাতে অখিলবাবু-সহ দুজনকে কোচবিহারে চিকিৎসার নিয়ে আসা হয়। পুলিশ জানায়, যুযুধান দুই পক্ষই ওই ঘটনা নিয়ে পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে। পুলিশ সুপার প্রণব দাস বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বক্সিরহাটের বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেয় সিপিএম। ওই একই সময়ে তৃণমূল ছাত্র পরিষদের একদল সমর্থকও স্থানীয় কলেজে খেলাধূলোর পরিকাঠামো উন্নয়নের দাবি জানাতে বিডিও অফিসে জমায়েত হন। দুপক্ষের বচসা থেকে উত্তেজনা ছড়ালে ইট, পাথর ছোঁড়ার পাশাপাশি লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বাঁধে। সিপিএমের বক্সিরহাট জোনাল কমিটির সম্পাদক ধনঞ্জয় রাভা বলেন, “শান্তিপূর্ণ অবস্থানে পরিকল্পিত ভাবে তৃণমূলের সমর্থকরা হামলা চালায়। সম্পাদকমন্ডলীর সদস্য অখিল প্রামাণিকের পিঠে চোট লেগেছে। অন্য একজনের মাথা ফেটেছে।” তৃণমূলের বক্সিরহাট ব্লক কার্যকরী সভাপতি স্বপন সাহা অবশ্য দাবি করেন, “অভিযোগ ভিত্তিহীন। কলেজে খেলাধূলোর সরঞ্জামের দাবি জানাতে টিএমসিপি’র কিছু ছেলে বিডিও অফিসে যান। সেসময় সিপিএমের অবস্থান মঞ্চ থেকে প্ররোচনামূলক বক্তব্য রাখা হয়। কয়েকজন তাঁদের উদ্দেশ্যে পাথরও ছুঁড়েছেন। তাতে আমাদের ৬ জন জখম হন। সকলকেই প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।”
|
পুলিশের গড়িমসি, অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ জানানোর চার দিন পরেও পুলিশি তদন্তের অগ্রগতি না-হওয়ায় প্রকাশ্যে ক্ষোভে ফেটে পড়লেন অপহৃতার বাড়ির লোকজন। শুক্রবার বালুরঘাট থানার ২১ নম্বর ওয়ার্ডের উত্তমাশা পল্লি এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই এলাকার বাসিন্দা তথা ব্যবসায়ী মদন মোহান্তের অভিযোগ, তাঁর মেয়ে গত রবিবার প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। ওই রাতে তিনি মালদহ থেকে পরিচিত এক যুবক মেয়ের দেখা চাইলে তাঁকে দেখা করার নির্দেশ দেন। দুদিন ধরে নানা জায়গার নাম করলেও কোথাও ওই যুবক দেখা করেনি বলে মদনবাবুর দাবি। তিনি বলেন, “আমরা মঙ্গলবার বালুরঘাট তানায় ওই যুবক, তাঁর বন্ধু ও এক তরুণীর বিরুদ্ধে আমার মেয়েকে অপহরণের অভিযোগ করি। কিন্তু, তদন্ত এগোয়নি।” বালুরঘাটের ডেপুটি পুলিশ সুপার উত্তম ঘোষ জানান, তদন্তে গাফিলতির কোনও প্রশ্ন নেই। তিনি বলেন, “অভিযুক্ত দুই যুবক ওই পরিবারের পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে। মালদহ পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তদের ধরা পড়বে বলে আমরা মনে করছি।” পুলিশ জানায়, অপহৃতা কিশোরী শহরের একটি নামী গার্লস স্কুলে নবম শ্রেণির পড়ুয়া। কিশোরীর বাবা মদনবাবু বলেন, “বছর খানেক আগে বাড়ির পাশে এক নতুন ভাড়াটে আসে। সেই পরিবারের একটি মেয়ের সঙ্গে আমার মেয়ের বন্ধুত্ব হয়। প্রতিবেশী মেয়েটির কাছে মালদহ থেকে পার্থ সাহা এবং বুবাই সরকার নামে দুই যুবক দেখা করতে যাতায়াত করত। ওই দুই যুবকের সঙ্গে আমার মেয়েরও আলাপ প্রতিবেশী মেয়েটি করিয়ে দেয়। নিখোঁজ হওয়ার দু’দিন আগে ওই দুই যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। আমার সন্দেহ, দুই যুবক ও তরুণী মিলে আমার মেয়েকে অপহরণ করেছে।”
|
অভিযুক্ত পোস্ট মাস্টার |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ডাকঘরের ছাদ মেরামতির নামে বার্ধক্য ভাতা থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক পোস্টমাস্টারের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের অযোধ্যার বিরহিনী এলাকার সাব-পোস্ট অফিসে। এদিন তা নিয়ে উপভোক্তারা আন্দোলন শুরু করলে অভিযুক্ত পোস্টমাস্টার হরেন্দ্রনাথ কিস্কু ক্ষমা চাইলে উত্তেজনা কমে। তিনি বলেন, “বার্ধক্যভাতা প্রাপকেরা আবেদনের ভিত্তিতে ৫০ টাকা করে দিচ্ছিলেন। কারও কাছে জোর করা হয়নি। ভুল বুঝতে পেরে টাকা ফেরত দেওয়া হয়েছে।” এলাকার অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের আরএসপি প্রধান এলিজাবেথ মার্ডি বলেন, “ওই পোস্টমাস্টার অফিসের ছাদ দিয়ে জল চুইয়ে পড়ার বিষয়টি মৌখিকভাবে জানিয়েছিলেন। কিন্তু তার জন্য গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় হচ্ছে বলে কোনও খবর পাইনি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।” বাসিন্দা শান্তি লাহা, বিজলি দাস, দেবেন বর্মনেরা অভিযোগ করেন, সম্প্রতি দুমাসের বার্ধক্য ভাতা বাবদ ১৫০০ টাকা তুলতে পোস্ট অফিসে যান তাঁরা। পোস্টমাস্টার প্রত্যেকের কাছ থেকে ডাকঘরের ছাদ মেরামতির জন্য ৫০ টাকা কেটে নিচ্ছেন। কোনও রসিদ দেওয়া হচ্ছে না। তাঁরা বলেন “সামান্য ভাতা থেকে টাকা কেটে নিলে আমাদের চলবে কি করে?” ওই সাব পোস্ট অফিসের অধীন এলাকার ৫২ জন বৃদ্ধ-বৃদ্ধার বার্ধক্য ভাতার টাকা তোলেন। পোস্ট অফিসের সুপার সুবল মল্লিক ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
|
জল নামায় নদী ভাঙন |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
তুফানগঞ্জে জল নামতে শুরু করলেও ধরলা নদীর জলে প্লাবিত হয়ে পড়ল দিনহাটার কয়েকটি এলাকা। শুক্রবার দুপুরে দিনহাটা-১ ব্লকের ওকরাবাড়ির ডাঙা ও আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় জল ঢোকে। জল ঢুকেছে দিনহাটা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোসানিরোড ও লাগোয়া এলাকায়। পাশাপাশি, ধরলা ও সিঙিমারি নদী ভাঙনে বিপন্ন হয়ে পড়েছে জারিধরলা, মাতালহাট গ্রাম পঞ্চায়েতের এলাকাও। দিনহাটা-১ ব্লকের বিডিও লোকসান তামাং বলেন, “ধরলার জলে ওকরাবাড়ি ও লাগোয়া কিছু এলাকায় জল ঢুকেছে ঠিকই। তবে উদ্বেগের কিছু নেই। তুফানগঞ্জের বিস্তীর্ণ এলাকার পরিস্থিতির উন্নতি হয়েছে।” তুফানগঞ্জ -১ ব্লকের বিডিও তাপস সিংহরায় বলেন, “রায়ডাক ও গদাধর নদীর জলে ব্লকের কিছু এলাকা প্লাবিত হয়ে পড়লেও এদিন বিকালে পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বালাভূত ও ঘোগারকুঠিতে নদী ভাঙনে ৬ টি বাড়ির ক্ষতি হয়েছে।”
|
ধর্ষণের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
গলায় হাঁসুয়া ঠেকিয়ে তুলে নিয়ে এক বধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে মালদহ থানার সৈয়দপুর গ্রামে। ধর্ষণের পরে ওই রাতেই ওই বধূ দয়াল সরকার নামে এক যুবকের বিরুদ্ধে মালদহ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “বাড়ি থেকে তুলে নিয়ে এক বধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দয়াল সরকারের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ওই বধূকে মেডিক্যাল পরীক্ষার জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধষর্ণকারীকে গ্রেফতার করার জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে।” বধূর অভিযোগ, “দয়াল হাঁসুয়া গলায় ঠেকিয়ে পুকুর পাড়ে নিয়ে গিয়ে আমাকে ধর্ষণ করে। আমি চিৎকার করলে আমাকে কেটে ফেলবে বলে হুমকি দেয়। দুজন প্রতিবেশী ছুটে এলে দয়াল পালায়।” বাসিন্দাদের অভিযোগ, দয়ালের বিরুদ্ধে আগেও উত্যক্ত করার অভিযোগ উঠেছে।
|
বিপর্যস্ত পরিষেবা |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দক্ষিণ দিনাজপুরে ভারত সঞ্চার নিগমের (বিএসএনএল) পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন কয়েক হাজার গ্রাহক। দিনের বেশিরভাগ সময় ফোনে টাওয়ার থাকে না। হঠাৎ টাওয়ার মিললেও কথা শোনা যায় না। অথচ টাকা কেটে নেওয়া হচ্ছে। চারদিন থেকে বিএসএনএল পরিষেবার ওই বেহাল দশায় ব্যাঙ্ক, রেল, ডাকঘর সহ বিভিন্ন জরুরি বিভাগের কাজ শিকেয় উঠেছে। প্রশাসনের তরফে বিষয়টি বিএসএনএল কর্তাদের জানিয়ে লাভ হচ্ছে বলে অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “ফোন পরিষেবার বেহাল অবস্থার বিষয়টি সংশ্লিষ্ট দফতরের কর্তাদের জানানো হয়েছে।” বিএসএনএল জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির জন্য সমস্যা হয়েছে। দ্রুত মেরামতের চেষ্টা চলছে।
|
চ্যাংরাবান্ধায় ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
চ্যাংরাবান্ধা গাঁধী জুনিয়র বেসিক স্কুলে হিন্দি মাধ্যমের পাশপাশি বাংলাতেও পঠনপাঠন বজায় রাখার দাবি তুলেছেন অভিভাবকেরা। শুক্রবার অভিভাবকেরা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, সহকারি বিদ্যালয় পরিদর্শক এবং স্কুল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হিন্দি মাধ্যমের পাশাপাশি বাংলাও ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছিল। সম্প্রতি স্কুলে বাংলা পড়ানোর সরকারি নির্দেশিকা নেই বলে প্রশাসনের তরফে জানানো হয়। স্কুলের প্রধান শিক্ষিকা অনামিকা চক্রবর্তী বলেন, “স্মারকলিপি পেয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব।”
|
ইসলামপুর কলেজে ঘেরাও, অসুস্থ অধ্যক্ষ |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘেরাও ছিলেন তিনি। বাড়ি ফিরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন উত্তর দিনাজপুরের ইসলামপুর কলেজের অধ্যক্ষ উতত্থ বন্দ্যোপাধ্যায়। আবেদনকারী সমস্ত ছাত্রের প্রথম বর্ষে ভর্তির দাবিতে শুক্রবার ছাত্র পরিষদ অধ্যক্ষকে ঘেরাও করে। সন্ধ্যায় ঘেরাও উঠলে অধ্যক্ষ বাড়িতে ফিরে অসুস্থ বোধ করতে থাকেন। বমি ও শ্বাসকষ্ট শুরু হয়। পরিবারের সদস্যরা তাঁকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করান। তাঁকে অক্সিজেন দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক তপন সিংহ বলেন, “অত্যধিক মানসিক চাপে এমন হয়েছে।”
|
মাটির বুকে বন্দি জল |
উদ্বোধন হল উত্তরবঙ্গের মেচ, সাদ্রি ভাষায় অনুবাদ করে রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম ‘মাটির বুকের মাঝে বন্দি যে জল’। ৮ জুন কলকাতা বিড়লা অ্যাকাডেমি হলে অ্যালবাম উদ্বোধন হয়। কবিগুরুর সঙ্গীত জনজাতিদের কথ্য ভাষায় অনুবাদ করেছেন জয়তী ভট্টাচার্য ও মণিদীপা নন্দী বিশ্বাস।
|
ধৃত |
মোটর সাইকেল চোরাই চক্রের এক পান্ডাকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। মালদহের রতুয়ার কার্বনায় শুক্রবার ঘটনাটি ঘটে। ধৃতের নাম জামিরুল হক। চক্রে জড়িত শেখ কামরুল নামে এক দুষ্কৃতীকে পুলিশ খুঁজছে।
|
গাড়ি সমেত গ্রেফতার |
বেআইনি ভাবে কাশির সিরাপ ভর্তি ছোট গাড়ি-সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বক্সিরহাট থানার বারকোদলি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ধৃতের নাম রঞ্জিৎ দাস। |
|