৬ মুকুল আবার লতাও বোঝায়।
৭ বজ্রপাতের আওয়াজ।
৯ নাটকপ্রিয় দর্শক।
১০ ধান রাখার বড় আধার।
১১ রচনাদির মনোহর প্রাঞ্জলতাগুণ।
১২ রামায়ণে কৈকেয়ীর কুব্জা দাসী।
১৩ জাতিতত্ত্ব।
১৪ স্বদেশের ক্ষতিসাধন।
১৬ আলোচনার সূত্রে।
১৮ অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত সূর্যপূজা।
২০ অনুন্নত অবস্থা অতিক্রম করে
উন্নতিসাধনে নিরত।
২১ দুই বিপরীত বা বিরোধী
গোষ্ঠীতে ভাগ করা।
২৩ পেষণ বা চূর্ণকারী।
২৫ পরের উপকার বা মঙ্গল।
২৭ পর্বতের গুহা।
২৯ শাস্ত্রবিরুদ্ধ বা কুৎসিত আচরণকারী।
৩১ পান্তাভাতের জল।
৩২ পাহারা দিয়ে রাখা হয়েছে এমন।
৩৪ পৃথিবী।
৩৫ পলকহীন, অপলক।
৩৬ পাথরের মূর্তি।
৩৭ শেষ হতে বা লোপ পেতে চলেছে এমন। |
|
১ আচ্ছাদন, যা দিয়ে ঢাকা হয়।
২ পালকি ইত্যাদি মানুষ-বাহিত যান।
৩ আলংকারিক অর্থে তেজ নষ্ট হওয়া।
৪ কৃষ্ণ ও বলরাম।
৫ হর্ষযুক্ত, সুরভিত।
৬ নববর্ষার আরম্ভ।
৮ ব্রত-উপবাসাদি পালনের অবসান।
১৫ তত্ত্ব, সন্ধান।
১৬ প্রবালকীটের অস্থি দিয়ে তৈরি দ্বীপ।
১৭ মেঘাচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ।
১৯ পূর্ণ করা বা হওয়া।
২০ চলে যাওয়া, অবসান।
২২ শিরোভূষণ বা পাগড়ির চুড়ো।
২৪ খোঁপার গয়না।
২৬ ভববন্ধন থেকে মুক্তি।
২৮ অন্যকে পীড়ন করার নীতি।
৩০ সৌন্দর্যসম্বন্ধীয়।
৩১ আগের ও পরের ব্যাপার।
৩২ প্রচলন করা হয়েছে এমন।
৩৩ চাঁদ। |