টুকরো খবর |
আরএসপি, তৃণমূল সংঘর্ষ বাসন্তীতে |
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
একটি জমির দখল নিয়ে দুই ভাইয়ের বিবাদকে কেন্দ্র করে শুক্রবার সকালে তেতে ওঠে বাসন্তীর ল্যাংটাখালি গ্রাম। দুই ভাইয়ের এক জন আরএসপি, অন্য জন তৃণমূল সমর্থক হওয়ায় গোলমালে রাজনৈতিক রং লাগে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছে থানায়। গোলমালে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয় ৫ জনকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেলিম মোল্লা এবং তাঁর ভাই আমজাদ মোল্লার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। সেলিম আরএসপি সমর্থক এবং আমজাদ তৃণমূল সমর্থক। তাঁদের গোলমালে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকেরা। আরএসপি কর্মী-সমর্থকদের মারধর, বাড়িতে হামলা ও বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, সেলিমের বাড়ির সামনে বোমা ছোড়ে তৃণমূল। জখম হন সেলিমের ছেলে আব্দুর রহমান মোল্লা। আরএসপি-র দাবি ওই ঘটনায় তাদের তিন কর্মী-সমর্থক জখম হয়েছেন। তাঁদের বাসন্তী ও ক্যানিং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বাসন্তী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আরএসপি-র মিন্টু ইসলামের অভিযোগ, “পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল এলাকা দখল করতে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে পানিখালি বাজারে আমাদের কর্মী-সমর্থকদের মারধর করে তৃণমূলের লোক। আমাদের কর্মীরা তার প্রতিবাদ করে। পরে পুলিশ গিয়ে বিষয়টি মিটিয়ে দেয়। এ দিন পরিকল্পিত ভাবে দলীয় কর্মীর বাড়িতে হামলা চালায়, বোমা ছোড়ে। তাতে তিন জন জখম হয়েছেন।” অভিযোগ উড়িয়ে দিয়ে বাসন্তীর ব্লক তৃণমূল সভাপতি মান্নান শেখ বলেন, “আরএসপি-র লোকজনের ভয়ে আমাদের কয়েক জন বাড়ি-ছাড়া ছিলেন। এ দিন তাঁরা প্রতিবাদ জানানোয় আরএসপি-র লোক তাঁদের মারধর করে।”
|
জয়নগরে কলেজে সংঘর্ষ, জখম ৮ |
নিজস্ব সংবাদদাতা • জয়নগর |
ছাত্রছাত্রী ভর্তি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই সংঘর্ষে জখম হল দু’পক্ষের ৮ ছাত্র। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে জয়নগর দক্ষিণ বারাসত ধ্রুবচাঁদ হালদার কলেজে। পুলিশ জানিয়েছে, এ দিন রাত অবধি কেউ কোনও লিখিত অভিযোগ জানায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন ওই কলেজে ভর্তি প্রক্রিয়া চলছিল। বিকালে এসএফআই সমর্থকেরা বিভিন্ন দাবিতে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়ে ফিরছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন তৃণমূল ছাত্র পরিষদ সমর্থক তাঁদের উপর চড়াও হয়। এসএফআই নেতা অপূর্ব প্রামাণিকের অভিযোগ, “আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলাম। সেই সময় টিএমসিপি আমাদের বাধা দেয়। এই অভিযোগ-সহ অন্যান্য দাবি নিয়ে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়ে ফেরার সময়ই ওরা আমাদের উপর চড়াও হয়।” টিএমসিপির কলেজ ইউনিট সভাপতি চিরঞ্জিত সর্দারের অবশ্য দাবি, “এসএফআই সমর্থকেরাই আমাদের উপর হামলা করেছে। আমাদের তিনজন জখম হয়েছেন।”
|
নিহত বরুণের বাড়িতে ফব’র প্রতিনিধিরা |
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
সুটিয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম সাক্ষী নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে গেল ফরওয়ার্ড ব্লকের একটি প্রতিনিধিদল। শুক্রবার ওই দলে ছিলেন প্রাক্তন মন্ত্রী সরল দেব, দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রঞ্জিত চৌধুরী ও বনগাঁ জোনাল কমিটির সম্পাদক বিল্টু চক্রবর্তী। সরলবাবু বলেন, “সুটিয়া গণধর্ষণ কাণ্ড নিয়ে প্রতিবাদী মঞ্চের সঙ্গে আমরাও আন্দোলন করেছিলাম। খুনিদের সঙ্গে চক্রান্তকারী ও মদতদাতারাও যাতে শাস্তি পায় সে জন্য আইজি দক্ষিণবঙ্গের কাছে দাবি জানানো হবে।” প্রতিবাদী মঞ্চের সভাপতি ননীগোপাল পোদ্দার বলেন, “সিপিআই এবং ফব প্রথম থেকেই আমাদের আন্দোলনে ছিল। ওদের কাছে এ দিন মদতদাতাদের বিরুদ্ধে আন্দোলনে নামার অনুরোধ জানানো হয়েছে।” এ দিন বরুণ খুনে ধৃতদের সিআইডি জেরা করে। জেরা পরে সিআইডি-র ধারণা এই খুনের ঘটনায় আরও কয়েকজন জড়িত।
|
গোপন জবানবন্দি দিলেন ‘ধর্ষিতা’ |
নিজস্ব সংবাদদাতা • মন্দিরবাজার |
|
দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে ধর্ষিতা মহিলার বাড়িতে প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। ছবি: দিলীপ নস্কর |
দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের ‘ধর্ষিতা’ বধূ শুক্রবার গোপন জবানবন্দি দিয়েছেন বিচারকের কাছে। বুধবার কয়েকজন দুষ্কৃতী ওই বধূর বাড়িতে লুঠপাট চালিয়ে তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় পিন্টু পুরকাইত নামে এক জনকে ধরেছে। বাকিদের খোঁজ চলছে। এ দিন প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়-সহ কয়েকজন বাম-নেতা ওই বধূর বাড়িতে যান। কান্তিবাবু বলেন, “এক মহিলার উপরে এমন অত্যাচার মানা যায় না। অপরাধীদের সবাইকে গ্রেফতার না করা হলে আমরা আন্দোলনে নামব।”
|
ভেড়িতে দুষ্কৃতীদের হামলায় জখম |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
মেছোভেড়িতে রাত-পাহারার সময় দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছেন এক জন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে জীবনতলার মুখার্জিপাড়ায়। আহত রাজকুমার দাসকে ক্যানিং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তৃণমূল সমর্থক রাজকুমারবাবু বলেন, “রাতে ভেড়িতে পাহারা দিতে যাওয়ার সময় মুখে কালো কাপড় বাঁধা ৫-৬ জন এসে আমায় মারধর করে সব কেড়ে নেয়। এর আগেও একবার আমায় লক্ষ করে গুলি করেছিল দুষ্কৃতীরা। বিষয়টি পুলিশকে জানিয়েছি।” পুলিশ জানায়, ঘটননার তদন্ত শুরু হয়েছে।
|
বাজ পড়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। শুক্রবার দুপুরে বাদুড়িয়ার পুঁড়োর-নাগরপুর গ্রামের ঘটনা। পুলিশ জানায়, ওই দুপুরে বাড়ি ফিরছিলেন শাজাহান মণ্ডল (৪৭)। বৃষ্টি শুরু হওয়ায় তিনি একটি দোকানে আশ্রয় নেন। দোকানের সামনে বাজ পড়ায় মৃত্যু হয় তাঁর।
|
মন্দিরে চুরি |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মন্দিরে হানা দিয়ে লক্ষাধিক টাকার সোনার ও রূপোর গয়না লুঠ করল দুষ্কৃতীরা। লুঠ হয়েছে প্রনামীর বাক্সটিও। ঘটনাটি স্বরূপনগরের শাঁড়াপুল বাজারের। শুক্রবার সকালে মন্দিরের দরজা খুলতেই চুরির বিষয়টি জানাজানি হয়। |
|