টুকরো খবর
পূর্বে জেলা পরিষদে কর্মীদের বিক্ষোভ
আধিকারিকদের একাংশের বিরুদ্ধে উন্নয়নের কাজে বাধা দেওয়া ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে দফতরের সামনে বিক্ষোভ-অবস্থান করল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ অফিসের তৃণমূল নিয়ন্ত্রিত কর্মী সংগঠন। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ওই অবস্থান-বিক্ষোভে যোগ দেন জেলা পরিষদের অধিকাংশ কর্মী। তাঁদের অভিযোগ, অতিরিক্ত নির্বাহী আধিকারিক-সহ জেলা পরিষদের আধিকারিকদের একাংশ ইচ্ছাকৃত ভাবে উন্নয়নের কাজে বাধা দিচ্ছে।
জেলা পরিষদ দফতরের সামনে কর্মী-বিক্ষোভ। ছবি: পার্থপ্রতিম দাস
কর্মচারীদের সঙ্গেও নানা অজুহাতে দুর্ব্যবহার করেন তাঁরা। কাজে বাধা দেওয়ার অভিযোগও জানান তাঁরা।তৃণমূল নিয়ন্ত্রিত জেলা পরিষদ কর্মচারী সমিতির সভাপতি দেবকমল দাস বলেন, “আধিকারিকদের দুর্ব্যবহার ও কাজে বাধা দেওয়া নিয়ে আগেও বিক্ষোভ করা হয়েছিল। প্রতিকার না মেলায় এ দিন ফের বিক্ষোভ-অবস্থানে সামিল হন কর্মচারীরা।” জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা ও সহ-সভাধিপতি মামুদ হোসেনের আশ্বাসে বিক্ষোভ ওঠে এ দিন। অভিযোগ অস্বীকার করেছেন জেলা পরিষদের অতিরিক্ত নির্বাহী আধিকারিক।

পড়শির সঙ্গে বিবাদে ধৃত হলদিয়ার নেতা
জমি-জমা নিয়ে পড়শির সঙ্গে গোলমালে গ্রেফতার হলেন হলদিয়ার ‘গণজাগরণ মঞ্চে’র নেতা দুলাল ভৌমিক। শুক্রবার দুপুরে তাঁকে ভবানীপুর থানার পুলিশ গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন প্রতিবেশী রাধারাণি দাসের সঙ্গে জমি নিয়ে বিবাদে জড়িয়ে পরেন দুলাল। রাধারাণিদের তরফে থানায় দুলালের বিরুদ্ধে অভিযোগ জানালে পুলিশ তাঁকে গ্রেফতার করে। অবশ্য দুলালদের তরফেও রাধারাণিদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। সে ক্ষেত্রে অবশ্য পুলিশ কাউকে গ্রেফতার করেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মাতঙ্গিনী মোড়ের কাছে তেঁতুলবেড়িয়ায় বসবাস করেন এই নেতা। মানবিক-স্বার্থে লড়াই-ই ছিল এই নেতার গণজাগরণ মঞ্চে-র মূল উদ্দেশ্য। বিভিন্ন সময়ে ওই সংগঠনের নামে হলদিয়ার বিস্তীর্ণ এলাকায় সরকারি নানা নীতির বিরুদ্ধে পোস্টারও দেখা গিয়েছে। দীর্ঘ দিন ধরেই প্রতিবেশী রাধারাণি দাসের সঙ্গে জমিজমা নিয়ে তাঁর বিবাদ ছিল। শুক্রবার তা দু’পক্ষের মধ্যে হাতাহাতির আকার নেয়। দুলালের স্ত্রী টুম্পা ভৌমিকের অভিযোগ, “আগে ওরাই মেরেছে। রাধারাণির ছেলে শুকদেব আমাকেও মেরেছে। কিন্তু আমরা অভিযোগ জানালেও পুলিশ আমার স্বামীকেই গ্রেফতার করেছে।” মহকুমা পুলিশ আধিকারিক অমিতাভ মাইতি জানান, জমি নিয়ে মারপিটেই দুলাল ভৌমিককে গ্রেফতার করা হয়েছে। দু’পক্ষের অভিযোগের পরে দুলালই মেরেছে নিশ্চিত হয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে দুলালদের অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় মৃত্যু
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ আধিকারিকের। শুক্রবার সকালে চণ্ডীপুর থানার পাটনা গ্রামের কাছে দিঘা-মেচেদা রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃত আফসারউদ্দিন কাজী (৫৯) ভগবানপুর থানার সাব-ইনস্পেক্টর। এ দিন দফতরের কাজে মোটর সাইকেল চালিয়ে তমলুকে আসছিলেন তিনি। বেলা সাড়ে ১০টা নাগাদ একই দিক থেকে আসা একটি দ্রুতগামী লরি ধাক্কা মেরে চলে গেলে রাস্তায় ছিটকে পড়েন। মাথায় আঘাত লাগে তাঁর। খবর পেয়ে চণ্ডীপুর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে। পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করানো হয় নন্দীগ্রামের দাউদপুর গ্রামের বাসিন্দা আফসারউদ্দিনকে। বিকেলবেলা সেখানেই মৃত্যু হয় তাঁর।

স্মারকলিপি
সারের মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রোধে ব্যবস্থা, কৃষকদের সরকারি ভাবে বীজ-কীটনাশক সরবরাহ এবং উপযুক্ত প্রাপকদের কৃষি পেনশন দেওয়ার দাবিতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার উপ-কৃষি অধিকর্তার কাছে স্মারকলিপি দিল সারা ভারত কৃষক ও খেতমজুর সংগঠন। সংগঠনের জেলা সহ-সভাপতি নারায়ণ নায়েকের অভিযোগ, “ইউরিয়া বাদে অন্য সারে ভর্তুকি প্রত্যাহার করে নেওয়ায় ব্যাপক হারে দাম বেড়েছে। পাশাপাশি সার নিয়ে একশ্রেণির ব্যবসায়ী কালোবাজারি করছে। এর প্রতিকারের দাবিতে জেলা পরিষদেও স্মারকলিপি দেওয়া হয়েছে।”

বামেদের বিক্ষোভ
বিপিএল তালিকা তৈরি, চাষিদের বীজ ও রাসায়নিক সার সরবরাহ, ঘরছাড়াদের গ্রামে ফেরার ব্যবস্থা, তৃণমূলের সন্ত্রাস বন্ধ-সহ ১৭ দফা দাবি জানিয়ে শুক্রবার পটাশপুর ২ ব্লক প্রশাসনিক ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ করল বামফ্রন্ট। প্রতাপদিঘি বাজার এলাকায় মিছিলও করেন সমর্থকেরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.