|
|
|
|
মেদিনীপুরে বাম-শ্রমিকদের মিছিল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিটু-সহ বামপন্থী শ্রমিক-সংগঠনগুলির উদ্যোগে এক মিছিল হল মেদিনীপুরে। শুক্রবার বিকেলে শহরের বিদ্যাসাগর হল ময়দান থেকে এই মিছিল শুরু হয়। নেতৃত্ব দেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক সরকার। শ্রমিকদের ন্যূনতম মজুরি দেওয়া, শ্রম আইন মেনে কাজ করা, যখন-তখন ছাঁটাই বন্ধ করা-সহ বিভিন্ন দাবিতে এই মিছিল বলে শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে। এ দিন দুপুর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাম-শ্রমিক সংগঠনগুলির কর্মী-সমর্থকেরা শহরে আসতে শুরু করেন। |
|
ছবি: রামপ্রসাদ সাউ। |
বিকেল সাড়ে তিনটে নাগাদ মিছিল শুরু হয়। মিছিল থেকে নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করারও দাবি জানানো হয়। বাম-নেতৃত্বের বক্তব্য, মূল্যবৃদ্ধির ফলে খেটে-খাওয়া সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন। শ্রমিকদের মজুরি এমনিতেই বাড়ছে না। তার উপরে জিনিসপত্রের অস্বাভাবিক দাম বাড়ার ফলে তাঁদের সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে। দীপকবাবু বলেন, “পরিস্থিতি কী তা এখন সকলেই বুঝতে পারছেন। শ্রমিকরাও সমস্যার মধ্যে রয়েছেন। বেশ কয়েকটি কারখানা বন্ধ হয়ে পড়েছে। অনেকে কাজ হারাচ্ছেন। প্রতিবাদে মানুষ পথে নামতে শুরু করেছেন।” তাঁর বক্তব্য, “আগামী দিনে প্রতিবাদ আরও তীব্র হবে।” |
|
|
|
|
|