|
|
|
|
মিলবে দু’টাকা কেজি দরে চাল, ঘোষণা মানিকের |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
আগামী বছর ফেব্রুয়ারিতেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার মাস আষ্টেক আগেই রাজ্যে ক্ষমতাসীন বাম ফ্রন্ট সরকার বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলির জন্য রেশনে ২ টাকা দরে মাসে ৩৫ কিলোগ্রাম করে চাল দেওয়ার কথা ঘোষণা করেছে। আগামী মাস থেকেই এই ব্যবস্থা চালু হচ্ছে। কাল রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দেশের সব দরিদ্র মানুষ যাতে ২ টাকা কেজি দরে ৩৫ কিলো চাল প্রতি মাসে পায়, এ দাবি কেন্দ্রীয় সরকারের কাছে বামপন্থীরা অনেক দিন ধরেই জানাচ্ছেন। কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা আইনেও এর সংস্থান রাখার জন্য দেশের বামপন্থীরা বহু বার দাবি জানিয়েছেন।’’ রাজ্য কংগ্রেস অবশ্য এই ঘোষণাকে ‘সস্তায় বাজিমাত’ করার চেষ্টা বলে বর্ণনা করেছে। প্রদেশ কংগ্রেস নেতা রতন চক্রবর্তী বলেন, “২০১৩ সালের নির্বাচনে রাজ্যের দরিদ্র পরিবারের সদস্যদের প্রভাবিত করতেই বামফ্রন্ট সরকারের এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই খাদ্য সুরক্ষা আইন পাশ করানোর জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে। এর পরিণতি বুঝতে পেরেই বামপন্থীরা এখানে তাড়াহুড়ো করতে চাইছেন। গোটা ব্যাপারটাই গিমিক।”
গুয়াহাটি থেকে ফিরে মুখ্যমন্ত্রী মানিক সরকার সস্তায় চাল ছাড়াও একগুচ্ছ সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, সস্তায় চাল সরবরাহের সূত্রে উপকৃত হবেন রাজ্যের প্রায় ১৫ লক্ষ মানুষ। এ জন্য প্রতি বছর রাজ্য সরকারের খরচ হবে অতিরিক্ত ৩৬ কোটি ৪৫ লক্ষ টাকা। এই সঙ্গেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতির প্রয়োজনে নতুন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারি স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় ১৫০ জন নতুন চিকিৎসক নিয়োগ করা হবে। এ ছাড়া, মুসলিম সম্প্রদায়ভুক্ত পরিবারের মেয়েদের আরও বেশি সংখ্যক শিক্ষার আঙিনায় নিয়ে আসার জন্য রাজ্য সরকার এ বছর থেকে ‘বেগম রোকেয়া পুরস্কার’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। পুরস্কার হিসেবে দেওয়া হবে পাঁচ হাজার টাকা সহ একটি স্বর্ণপদক। |
|
|
|
|
|