বিধানসভা নির্বাচনের পর থেকে কলকাতায় বামপন্থী কর্মীদের উপরে তৃণমূল এবং কংগ্রেস-আশ্রিত সমাজবিরোধীদের ‘হামলা’র বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়ে লাভ হচ্ছে না বলে শুক্রবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে এল কলকাতা জেলা বামফ্রন্টের এক প্রতিনিধিদল। স্বরাষ্ট্রসচিবের কাছে কলকাতা পুলিশের একাধিক ডিসি-র নাম করে বাম নেতারা অভিযোগ করেছেন, একই ঘটনায় তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ‘হাল্কা’ মামলা দিয়ে বামপন্থীদের বিরুদ্ধে জামিন-অযোগ্য মামলা রুজু করতে হবে বলে নির্দেশ দিয়েছেন ওই অফিসারেরা। কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ সেনের দাবি, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবেন বলে স্বরাষ্ট্রসচিব আশ্বাস দিয়েছেন।
দিলীপবাবু বলেন, শুধু অভিযোগই নয়, বিভিন্ন ঘটনার এফআইআর এবং মামলার নথিও তাঁরা স্বরাষ্ট্রসচিবের কাছে জমা দিয়েছেন। দিলীপবাবুর দাবি, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে তাঁদের নির্ধারিত বৈঠকে কলকাতার পুলিশ কমিশনারকে থাকার জন্যও তাঁরা অনুরোধ করেছিলেন। কিন্তু অন্য কাজ থাকায় তিনি এ দিনের বৈঠকে ছিলেন না। এই সূত্রেই সিপিএমের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেবের অভিযোগ, তাঁরা সিপি-র সঙ্গে দেখা করেও অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু কোনও ফল হয়নি। স্বরাষ্ট্রসচিবের উপরে তাঁদের আস্থা আছে। কিন্তু কাজ না-হলে গোটা বিষয়টি তাঁরা দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রককে জানাবেন।
রবীনবাবু এ দিন বলেন, “রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। শুধু আমরাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরমও কলকাতায় একই অভিযোগ করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি ও বাস্তব চিত্র আলাদা। এই রাজ্য এখন নারী নির্যাতন, ধর্ষণে সারা দেশে প্রথম স্থানে রয়েছে! যা আগে ভাবা যেত না!” |