টুকরো খবর
মাদক-চক্রে ধৃত আরও ২
অল্প বয়সে দেশের হয়ে বিদেশের গল্ফ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ৫৩ বছরের প্রৌঢ়। নয়ের দশক থেকে শহরের ছোট-বড় পার্টিতে যাওয়া শুরু করেন। এখন তিনি রোগগ্রস্ত। দীর্ঘ দু’দশক পরে আন্তর্জাতিক মাদক চক্রে জড়িত অভিযোগে গ্রেফতার হলেন রাজীব মোহতা নামে ওই ব্যক্তি। বৃহস্পতিবার, লর্ড সিনহা রোড থেকে এক বেসরকারি বিমা সংস্থার মালিক রাজীবকে গ্রেফতার করে কলকাতা গোয়েন্দা পুলিশের নার্কোটিক্স শাখা। এ নিয়ে মাদক চক্রে জড়িত অভিযোগে মোট সাত জন গ্রেফতার হলেন। যুগ্ম কমিশনার (অপরাধ) পল্লবকান্তি ঘোষ শুক্রবার জানান, রাজীবের বাড়ি থেকে খালি পাউচ ও মাদক সেবনের যন্ত্রাংশ বাজেয়াপ্ত হয়েছে। বুধবার, প্রত্যুষ চৌধুরী নামে এই চক্রের আর এক চাঁইকে আলিপুর থেকে গ্রেফতার করা হয়। তাঁর কাছেও মিলেছে ২২ গ্রাম চরস। পুলিশের দাবি, জেরায় ওই দুই ধৃতই জানান, শহরের বিভিন্ন জায়গায় ‘রেভ পার্টি’র আয়োজন করতেন তাঁরা। শহরে অন্তত ৫-৬টি জায়গায় এমন পার্টি হয় বলে জেনেছে পুলিশ। সেই সব পার্টিতেই সরবরাহ করা হত কোকেন, চরস, হ্যাশ প্রভৃতি নেশার দ্রব্য। এই চক্রে জড়িত অভিযোগে যে পাঁচ জন আগে গ্রেফতার হন, পার্টিতে মাদক সরবরাহের কাজ ছিল মূলত তাঁদেরই। মাদক আমদানি করা হত গোয়া ও মুম্বই থেকে। ডিসি ডিডি (স্পেশ্যাল) মুরলীধর শর্মার নেতৃত্বে নার্কোটিকস শাখার অফিসারেরা এমন পার্টিগুলির খোঁজ চালাচ্ছেন।

জামিন হল না মহেশ্বরীদের
প্রাক্তন সিপিএম সাংসদ সরলা মহেশ্বরীর স্বামী ও জামাইয়ের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। শুক্রবার বারাসত জেলা ও দায়রা আদালতে অভিযুক্তদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। আদালতের নির্দেশে ওই দুই অভিযুক্ত এখন জেল-হাজতে আছেন। আগামী ১৬ জুলাই, সোমবার তাঁদের বিধাননগর এসিজেএম আদালতে তোলার কথা। কিন্তু তার আগেই অভিযুক্তদের পক্ষ থেকে বারাসত জেলা ও দায়রা আদালতে জামিনের আবেদন করা হয়। সিআইডি-র আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। আর্থিক অনিয়মের মামলায় গত ১০ জুন সরলাদেবীর স্বামী অরুণ মহেশ্বরী এবং জামাই অমিতাভ কেজরিওয়ালকে ধরে বিধাননগর কমিশনারেটের পুলিশ।

ব্যাগে বোতল, মদ খেয়েই স্কুলে ৫ জন
দক্ষিণ কলকাতার একটি স্কুলের নবম শ্রেণির পাঁচ ছাত্রের বিরুদ্ধে মদ খেয়ে ক্লাসে আসার অভিযোগ উঠেছে। স্কুল-কর্তৃপক্ষের অভিযোগ, শুক্রবার নবম শ্রেণিতে ঢুকে এক শিক্ষক পাঁচ ছাত্রের মুখ থেকে মদের গন্ধ পান। ব্যাপারটা যাচাইয়ের জন্য ওই শিক্ষক আরও কয়েক জন শিক্ষককে ক্লাসে ডেকে আনেন। দেখা যায়, পাঁচ ছাত্রের মধ্যে দু’জন প্রায় দাঁড়াতেই পারছে না। তাদের কারও কারও ব্যাগে মদের বোতল পাওয়া গিয়েছে বলেও অভিযোগ। প্রধান শিক্ষক এসে ছাত্রদের জেরা করায় কেউ কেউ মদ খাওয়ার কথা স্বীকার করে নেয় বলে স্কুল সূত্রের খবর। ডাকা হয় ওই পাঁচ ছাত্রের অভিভাবকদের। তাদের মধ্যে তিন ছাত্রের অভিভাবকেরা ছেলেদের আচরণে লজ্জা প্রকাশ করলেও বাকি দুই অভিভাবক অভিযোগ মানতে চাননি। স্কুল-কর্তৃপক্ষ এ দিনের মতো পাঁচ ছাত্রকে বাড়ি পাঠিয়ে দেন। সোমবার ওই পাঁচ ছাত্র এবং তাদের অভিভাবকদের আবার স্কুলে ডাকা হয়েছে। শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকও ডাকা হয়েছে ওই দিন।

মমতার আলো
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আলো লাগাবে পূর্ত দফতর। তবে ওই রাস্তা যে-সব পুরসভা এলাকার উপর দিয়ে গিয়েছে, বিদ্যুতের বিল তাদেরই দিতে হবে। শুক্রবার পূর্তসচিব অজিতরঞ্জন বর্ধন জানান, রাস্তাটি জাতীয় সড়ক উন্নয়ন কর্তৃপক্ষের। সম্প্রতি বারাসত সফরের সময় মুখ্যমন্ত্রী পূর্ত দফতরকে নির্দেশ দেন, পূর্ত দফতর যেন ১৫ দিনের মধ্যে আলোর ব্যবস্থা করে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.