ট্রেন থেকে উদ্ধার অচেতন জওয়ান |
ট্রেন থেকে অচেতন অবস্থায় এক জওয়ানকে উদ্ধার করেছিল রেলপুলিশ। চার দিন পেরিয়ে গেলেও জ্ঞান ফেরেনি ওই জওয়ানের। রেলপুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, অশোক কাম্বলি নামে ওই যুবক সিআরপিএফের ৩০ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল। মহারাষ্ট্রের পুণের বাসিন্দা অশোক অসমে কর্মরত। তেজপুর থেকে গত ৯ জুলাই ব্রহ্মপুত্র মেলে চড়েন অশোক। পর দিন কাটোয়া স্টেশনে ট্রেন থেকে অচেতন অবস্থায় তাঁকে নামায় রেলপুলিশ। কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। দু’দিন পেরিয়ে গেলেও জ্ঞান না ফেরায় বৃহস্পতিবার তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি। হাসপাতালে তাঁকে দেখতে এসেছিলেন তাঁর সহকর্মী, মঙ্গলকোটের বাসিন্দা অসিত বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ট্রেনে মাদক মেশানো খাবার খাইয়ে অশোকের কাছে থাকা নগদ টাকা-সহ জিনিসপত্র চুরি করে নিয়েছে দুষ্কৃতীরা। রেলপুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
|
শহরের এক তৃণমূল নেত্রীর বাড়িতে হামলায় অভিযুক্ত বর্ধমানের হোটেল ব্যবসায়ী উয়াকুব হোসেনের জামিনের আবেদন ফের না-মঞ্জুর হল। শহর মহিলা তৃণমূলের সভানেত্রী শঙ্করী দে-র বাড়িতে সশস্ত্র লোকজন নিয়ে চড়াও হওয়ার অভিযোগে গত ৩০ জুন তাঁকে গ্রেফতার করে পুলিশ। গত ১০ জুলাই তাঁর জামিনের আবেদন না-মঞ্জুর করে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছিল বর্ধমান আদালত। শুক্রবার আদালতে হাজির করানো হলে ফের জামিনের আবেদন নাকচ করে ওই ব্যবসায়ীকে তিন দিন জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। |