টুকরো খবর
জেলে খারাপ খাবার দেওয়ার অভিযোগ
নিজস্ব চিত্র।
বিভিন্ন অভিযোগ তুলে খাবার নিতে অস্বীকার করলেন দুর্গাপুর সংশোধনাগারের কয়েদিরা। শুক্রবার থেকে অনশনও শুরু করেন কয়েকজন কয়েদি। তাঁদের অভিযোগ, জেলের খাবারের মান সন্তোষজনক নয়। এছাড়া কয়েকজন কয়েদি অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করেন বলেও দাবি তাঁদের। পরে অবশ্য কারা কর্তৃপক্ষের আশ্বাসে দুপুরের খাবার নেন তাঁরা। সংশোধনাগার সূত্রে খবর, এখন কয়েদির সংখ্যা প্রায় ৮৮ জন। অভিযোগ, সংশোধনাগারে যে খাবার দেওয়া হয় তা খাওয়ার উপযুক্ত নয়। ডালে ভাতের ফ্যান ঢেলে ঘনত্ব বাড়ানো হয়। তরকারিতে পরিমান মতো তেল, নুন দেওয়া হয় না। এবং ভাতও পরিমাণে কম দেওয়া হয় বলে জানান তাঁরা। এ নিয়ে সম্প্রতি কর্তৃপক্ষকে লিখিতভাবেও অভিযোগ জানান কয়েদিদের একাংশ। তাঁদের দাবি, জনা কয়েক কয়েদি অতিরিক্ত সুবিধা ভোগ করে। এমনকী কর্তৃপক্ষ পরিদর্শনে এলেও তারাই কথাবার্তা বলে। বাকিদের কাছে ঘেঁষতে দেওয়া হয় না। এরই প্রতিবাদে শুক্রবার তাঁরা খাবার নিতে অস্বীকার করেন। আদালতে হাজিরা দিতে আসা একাধিক কয়েদিও দুপুর পর্যন্ত খাবার নেননি বলে জানা গিয়েছে। জেলা শাসক ওঙ্কার সিংহ মিনা জানান, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন। সংশোধনাগার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

খোলামুখ খনি ভরাট করা শুরু
এলাকায় অবৈধ কয়লা খনন বন্ধ করতে কুলটির পাটমোহনা কোলিয়ারি এলাকায় পরিত্যক্ত খোলামুখ খনি ভরাট করতে শুরু করল ইসিএল কর্তৃপক্ষ। এই কাজে খনি কর্তৃপক্ষকে সাহায্য করছে আসানসোল পুলিশও। ডোজারের সাহায্যে খনিমুখগুলি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। ইসিএল সূত্রে জানা গিয়েছে, কয়লাখনি এলাকায় এরকম একাধিক খোলামুখ খনি আছে। ইসিএল কর্তৃপক্ষ সেখান থেকে কয়লা না তুললেও এলাকার কয়লা মাফিয়ারা এই পরিত্যক্ত খনিগুলিতে অবৈধ খনন করছে। ফলে বাড়ছে দুষ্কৃতীদের দৌরাত্ম্যও। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। সমস্যা মেটাতেই এই উদ্যোগ নিয়েছে পুলিশ ও ইসিএল। সম্প্রতি আসানসোলে আয়োজিত প্রশাসনের একটি উচ্চপর্যায়ের বৈঠকে অবৈধ ও পরিত্যক্ত কয়লা খাদান বন্ধ করার সিদ্ধান্ত হয়।

নতুন জলপ্রকল্প আসানসোলে
পানীয় জলের সমস্যা দূর করতে একটি নতুন প্রকল্প হাতে নিল পুরসভা। আসানসোল পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের পুরনো জলের পাইপটি বদলে প্রায় দ্বিগুন ব্যাসের একটি পাইপ লাইন বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ। এর সঙ্গে একাধিক জায়গায় প্রয়োজন অনুযায়ী ভাল্বও বসানো হবে। ফলে পুরো ওয়ার্ডেই নির্ধারিত সময়ে সম পরিমাণ জল সরবরাহ করা সম্ভব হবে। পুরসভার জল দফতরের মেয়র পারিষদ রবিউল ইসলাম জানান, ওয়ার্ডের মুদসুদ্দি মহল্লা ও শীতলডাঙ্গা এলাকার বাসিন্দারা জলকষ্টে ভুগছেন। আরও কয়েকটি এলাকাতেও জলের সমস্যা রয়েছে। তবে প্রকল্পটি কার্যকর হলে সমস্যা মিটবে। প্রকল্পটি রূপায়নে খরচ হবে প্রায় ১৯ লক্ষ টাকা।

আবাসনের দাবি
আবাসন পাওয়ার দাবি জানালেন আসানসোল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বুধা সুইপার কলোনির বাসিন্দারা। আগেও বহুবার এলাকার মহিলা বাসিন্দারা এই দাবি জানিয়ে মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন বলে জানা গিয়েছে। প্রায় ৬০টি ঝাড়ুদার পরিবার ওই কলোনিতে বাস করেন। তাঁদের অভিযোগ, অনেকবার আবেদন করেও বিএসইউপির ঘর না পাওয়ায় চড়া ভাড়ায় ঘর নিয়ে থাকতে হচ্ছে তাঁদের। মেয়র জানান, দিলদারনগর এলাকায় বিএসইউপি আবাসন প্রকল্পের একটি ব্লক নির্মাণ হচ্ছে। বুধা সুইপার কলোনির কিছু বাসিন্দাকে লটারির মাধ্যমে ওখানে আবাসন দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা চলছে।

কিশোরীর অপমৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে পিয়ালি দে (২০) নামে এক কিশোরীর। বাড়ি দুর্গাপুরের ইস্পাত নগরীর হর্ষবর্ধন রোডে। পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকে বৃহস্পতিবার কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন ওই কিশোরী। দেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

কোলিয়ারিতে চুরি
নিজস্ব চিত্র।
সিঁদ কেটে ঢুকে তালা ভেঙে কোলিয়ারির ওয়ার্কশপ থেকে বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। কুনস্তরিয়া কোলিয়ারির ঘটনা। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গিয়েছে।

ওয়ার্কশপে চুরি
তালা ভেঙে কুনস্তরিয়া কোলিয়ারির ওয়ার্কশপ থেকে বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.