বিবেকানন্দ কাপ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
প্রগতি আয়োজিত বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় শুক্রবারের দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল সিএলডব্লিউ চিত্তরঞ্জন। আসানসোল স্টেডিয়ামের খেলায় তারা সেল আইএসপিকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। এ দিনের খেলার সেরা বিজয়ী দলের ফুলচাঁদ হেমব্রম। রবিবার এই প্রতিযোগিতার ফাইনালে চিত্তরঞ্জন পূর্বরেলের আসানসোল ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে খেলবে। |
জয়ী এএসপিএসএ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ইউনাইটেড কনট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনের খেলায় জয়ী হল এএসপিএসএ। তারা ট্রাঙ্ক রোড মাঠে হস্টেল অ্যাথলেটিক ক্লাবকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। খেলাটি পরিচালনা করেন আশিস মণ্ডল, মুক্তারাম মণ্ডল ও তুষারকান্তি বারিক। |