রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে এ বার নতুন বিতর্ক তৈরি হল আইপিএলে। আরসিবি-র একাধিক ক্রিকেটার অভিযোগ করেছেন, ২০১২ আইপিএলের বকেয়া টাকা তাঁরা পাচ্ছেন না। অভিযোগকারীর মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যাই বেশি। তালিকায় রয়েছেন আরসিবি অধিনায়ক ড্যানিয়েল ভেত্তোরি-ও। ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড সব দেশের ক্রিকেটারেরই টাকা আটকে রয়েছে বলে একটি ওয়েবসাইটের খবর।
তবে আরসিবি-র এক ক্রিকেটারের কথায়, ক্রিস গেইল এই তালিকায় নেই। “গেইলের সঙ্গে চুক্তিটা অন্য রকম। ওর ব্যাপারটা আমাদের চেয়ে আলাদা,” বলেছেন ওই ক্রিকেটার। আরসিবি-কে নিয়ে এ ধরনের অভিযোগ অতীতে না থাকলেও এ ধরনের খবরে আইপিএলের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে না। বিজয় মাল্য বা সিদ্ধার্থ মাল্য অভিযোগের জবাবে কিছু বলেননি। জল্পনা চলছে, ব্যবসায়িক দিক থেকে ক্ষতিতে চলা মাল্য-রা আরসিবি-র স্বত্ব বেচে দিতে চাইছেন কিনা? যদিও আরসিবি-র এক মুখপাত্রের দাবি, ফ্র্যাঞ্চাইজির স্বত্ব বিক্রি করার প্রশ্ন নেই।
আইপিএলের প্লেয়ার পেমেন্টের ধারা অনুযায়ী, ১ এপ্রিলের আগে প্লেয়ারের মূল্যের ১৫ শতাংশ দিয়ে দিতে হয়। আরও ৫০ শতাংশ দিতে হয় আইপিএলের শেষের দিকে ১ মে-র মধ্যে। ২০ শতাংশ দিতে হবে চ্যাম্পিয়ন্স লিগের পর। বাকি ১৫ শতাংশ মিটিয়ে দিতে হবে ১ ডিসেম্বরের মধ্যে। কিন্তু একাধিক আরসিবি ক্রিকেটারের অভিযোগ, তাঁরা প্রাপ্য টাকার ৬৫ শতাংশের ওপর পাননি। তাঁরা ই-মেল মারফত জানতে চাইলে ফ্র্যাঞ্চাইজি কর্তারা জবাবও দিচ্ছেন না। ক্রিকেটারদের কেউ কেউ আরসিবি কোচ রে জেনিংসের কাছে লিখিত ভাবে টাকা না পাওয়ার কারণ জানতে চাইবেন বলেও ভাবছেন।
ক্রিকেটারদের টাকা আটকে থাকলে আসরে নামতে পারে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। যেমন নেমেছে বাংলাদেশের টি-টোয়েন্টি লিগ নিয়ে। নিউজিল্যান্ড প্লেয়ারদের সংস্থার প্রধান হিথ মিলস বলেছেন, তিনি ভেত্তোরির মুখে ক্রিকেটারদের টাকা না পাওয়ার বিষয়টি শুনেছেন। “এটা দুর্ভাগ্যজনক যে, প্লেয়ারদের টাকা আটকে রয়েছে। আশা করব বিষয়টি বড় হয়ে দেখা দেওয়ার আগেই প্লেয়ারদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে,” বলেছেন মিলস। |