নেশার টাকা পেতে শিশু চুরি করে বিক্রি, ধৃত যুবক
প্রতিবেশীর দেড় বছরের শিশুকে ১৮ হাজার টাকায় বিক্রি করে সেই টাকায় নেশা করতে গিয়েছিল মাদকাসক্ত এক ব্যক্তি। অভিযোগ, শিশুটিকে কিনেছিল গিরিশ পার্কের এক বাসিন্দা। কেনাবেচার পুরো বিষয়টির সঙ্গে জড়িত ছিল এক মহিলা। অবশেষে বৃহস্পতিবার শিশুটিকে উদ্ধার করে তিন জনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম বুদ্ধদেব ঘোষ, বিনোদ রাম এবং লতা হেলা। যদিও পুলিশের দাবি, জেরায় ধৃত বুদ্ধদেব জানিয়েছে, নেশার ঠেক থেকে শিশু বিক্রির পুরো টাকাটাই চুরি হয়ে গিয়েছে।
পুলিশ জানায়, বুধবার দুপুরে বড়বাজার চক্ররেল স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা অমর সাউ এবং তাঁর স্ত্রী টুম্পা উত্তর বন্দর থানায় অভিযোগ দায়ের করেন, তাঁদের দেড় বছরের ছেলে বিশালকে কেউ চুরি করেছে। ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, পারিবারিক অশান্তির জন্য দিন দশেক আগে হিন্দমোটরে বাপের বাড়ি চলে গিয়েছিলেন টুম্পা। বিশাল ছিল তার বাবার কাছেই। তখনই নিখোঁজ হয় সে। কিন্তু অমর বিষয়টি পুলিশকে জানাননি। বুধবার সকালে টুম্পা ফিরে এসে ঘটনাটি জানতে পেরে স্বামীকে নিয়ে থানায় যান।
তদন্তে পুলিশ জানতে পারে, টুম্পা যখন বাপের বাড়ি গিয়েছিলেন, তখন বুদ্ধদেব ঘোষ নামে তাঁদের এক প্রতিবেশী বিশালকে নিয়ে ঘুরতে যায়। তার পর থেকে ওই শিশুটির খোঁজ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পরে উত্তর বন্দর থানার তিনটি দল বুদ্ধদেবের খোঁজ শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, বুদ্ধদেব মাদকাসক্ত। তাই রেললাইনের বিভিন্ন ঝুপড়ির সঙ্গে নিমতলা শ্মশান এলাকায় নেশাখোরদের ঠেকেও হানা দেয় পুলিশ। তদন্তকারীরা জানান, নিমতলার ভূতনাথ মন্দিরের কাছেই বুদ্ধ ধরা পড়ে। জেরায় বুদ্ধ স্বীকার করে, সে-ই শিশুটিকে চুরি করেছিল। শিয়ালদহ স্টেশন চত্বরে একটি লোকের কাছে ১৮ হাজার টাকায় শিশুটিকে বিক্রিও করেছে সে। কিন্তু সেই লোকটির নাম বা ঠিকানা জানাতে পারেনি। তবে বুদ্ধ পুলিশকে জানায়, লতা হেলা নামে এক মহিলার কথায় সে বাচ্চাটিকে চুরি করেছিল।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, লতার বাড়ি ট্যাংরার বিবিবাগানে। বুধবার সন্ধ্যায় মল্লিকঘাট ফুল-বাজারে লতাকে পাকড়াও করেন গোয়েন্দারা। তাকে জেরা করে খোঁজ মেলে শিশুচুরি চক্রের তিন নম্বর অভিযুক্তের। পুলিশের দাবি, জেরায় লতা বলে, বিনোদ রাম নামে এক যুবক তার ঝাড়খণ্ডবাসী দিদির জন্য তাকে একটি বাচ্চা জোগাড় করতে বলেছিল। লতা এবং বুদ্ধের কাছ থেকে ১৮ হাজার টাকার বিনিময়ে বিশালকে কিনেছিল বিনোদ। বৃহস্পতিবার সকালে গিরিশ পার্ক এলাকায় বিনোদের বাড়িতে হানা দিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হয় বিনোদ। পুলিশ জানতে পেরেছে, এ দিনই শিশুটিকে নিয়ে ঝাড়খণ্ডের কোডার্মায় পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছিল বিনোদ।
বৃহস্পতিবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়। শিশুটিকেও তাঁর মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, লতা শিশু-চুরির ঘটনায় অভিযুক্ত হলেও টাকার ভাগ সে নেয়নি। পুরো টাকাটাই বুদ্ধ নিয়েছিল।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.