ক্লিক অর প্রেস
অ্যাপস-এর দুনিয়া
সামনেই ক্যাট। সুচরিতা স্মার্টফোনেই অনেক সময় কাটিয়ে দিচ্ছেন। উদ্বিগ্ন তাঁর বাবা-মা। কিন্তু তাঁরা জানেন না সুচরিতা আসলে পরীক্ষার প্রস্তুতিই নিচ্ছেন। কারণ, তাঁর স্মার্টফোনে রয়েছে ‘Minglebox’ অ্যাপসটি। সুচরিতাই নন, এখন অনেকেই ক্যাট, ম্যাট, জ্যাটের মতো পরীক্ষার প্রস্তুতিতে ‘Minglebox’ ব্যবহার করছেন।
স্মার্টফোন বা ট্যাবলেটে মিলবে ‘Minglebox’ মতো নানা অ্যাপস। গবেষণা, গল্প-উপন্যাস পড়া, ছবি আঁকা, আর্কাইভ খোঁজা, ভিডিও সম্পাদনা করা, গেম খেলা নানা কাজের জন্য অ্যাপস রয়েছে।
প্রধানত ‘iOS’ এবং ‘Android’ অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপস তৈরি হয়। তবে ‘Microsoft’ ও ‘BlackBerry’ অপারেটিং সিস্টেমেও অনেক অ্যাপস কাজ করে।
‘iOS’-এ মিলবে ‘iWork’ অ্যাপস। ‘iWork’ অনেকটা ‘Microsoft Office’-এর মতো কাজ করে। যেমন, ‘Pages’ কাজ করে ‘Microsoft Word’-এর মতো। ‘PowerPoint’-এর কাজ ‘Keynote’-এ করতে পারেন। ‘Numbers’-এ করা যাবে ‘Excel’-এর কাজ। ‘iCloud’-এর সাহায্যে এই সব কাজ অন্যকে পাঠানো যাবে। তা ছাড়া ‘iWork’-এর সব কাজ ‘Microsoft Office’-এ খোলা যায়। ‘Android’-এ এই কাজ করার জন্য রয়েছে ‘Google docs’।
মহাকাশ নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। বিশেষ করে ছোটদের। ‘Android’-এর জন্য রয়েছে ‘NASA’ অ্যাপসটি। হাজরো রঙিন ছবি, ভিডিও, ভবিষ্যতের মিশনের খুঁটিনাটি এমন নানা জিনিস মিলবে এক ছোঁয়াতেই। স্কুলপাঠ্য বই মিলতে পারে ‘eTextbook’-এ। এটি ‘Android’-এ কাজ করে।
ছোটদের পশু-পাখি দেখতে খুবই ভাল লাগে। স্মার্টফোন ব্যবহারেও অনেকেই ওস্তাদ। তাদের জন্য ‘Android’-এ মিলবে ‘Animal Book’ অ্যাপসটি। নানা পশু-পাখির নাম জানা, ছবি দেখার পাশাপাশি তাদের ডাকও শোনা যাবে।
বইপ্রেমীরা ‘Android’-এর ‘Kindle’ অ্যাপসটি ব্যবহার করে দেখতে পারেন। এক ছোঁয়াতেই ‘Amazon’ থেকে পছন্দমতো বই কিনতে পারেন। তৈরি করতে পারেন নিজের ভার্চুয়াল লাইব্রেরি।
আইপ্যাড থাকলে ব্যবহার করতে পারেন ‘Cramberry’ অ্যাপসটি। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন তা নিয়ে ‘flash card’ তৈরি করতে পারেন। ‘Android’-এ ‘Word Cards Widge’ অ্যাপসটি প্রায় একই কাজ করে। ‘iOS’-এ পেতে পারেন ‘Blackboard Presenter’ অ্যাপসটি। এই অ্যাপসটি আইপ্যাড বা আইফোনের স্ক্রিনকে প্রজেক্ট করতে পারে। আর বোর্ডে নয়, আইপ্যাড বা আইফোনে লিখলেই তা বড় স্ক্রিনে দেখা যাবে। শিক্ষকরা ব্যবহার করে দেখতে পারেন।
আমাদের নানা কাজের জন্য অনেক তথ্য রাখতে হয়। কিন্তু সব তথ্য সব সময় হাতের কাছে থাকে না। ব্যবহার করতে পারেন ‘Evernote’ অ্যাপসটি। এটি ছবি, অডিও, ভিডিও থেকে শুরু করে লেখাপত্তর সবই ‘cloud’-এ আপলোড করে দেবে। যখনই প্রয়োজন পড়বে পেয়ে যাবেন স্মার্টফোন বা ট্যাবলেটে। আইপ্যাডে ‘Task Manager’-এ এ কাজই হবে আপনাআপনি। আপনার সব
তথ্যই নিজের থেকে আইফোন, আইপ্যাডে সিঙ্ক হয়ে যাবে।
গান শুনতে পছন্দ করলে ‘iOS’-এ ‘Wall of Sound’ অ্যাপসটি ব্যবহার করতে পারেন। কয়েক লক্ষ গান একে বারে আপনার হাতের মুঠোয়। অ্যালবাম অনুযায়ী গানগুলি সাজানো থাকবে। অ্যালবাম কভারগুলি দেওয়া
থাকে, যাতে সহজে চেনা যায়। গান ডাউনলোড করতে ‘iTunes’ ব্যবহার করতে হবে। তবে এর জন্য খরচ হবে।
যাঁরা যে এসএমএস পাচ্ছেন তা গোপন রাখতে চান, তাঁরা ব্যবহার করতে পারেন ‘Tiger Text Vanishing’ অ্যাপসটি। এখানে কোনও এসএমএস পড়ার কিছু ক্ষণের মধ্যেই তা নষ্ট হয়ে যায়। অন্য কারও পড়ার সুযোগ থাকে না। এমনকী সার্ভারেও মেসেজটি মিলবে না। ‘iOS’, ‘Android’, ‘BlackBerry’ এবং ‘WindowsPhone7’ সব অপারেটিং সিস্টেমের জন্যই এই অ্যাপসটি পাওয়া যায়।

কম্পিউটার সংক্রান্ত আপনার প্রশ্ন পাঠান:
askdoss@abpmail.com-এ
সাবজেক্ট লাইনে লিখুন abp kolkata




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.