এক নম্বর ছারখার পড়ন্ত সূর্যের আঁচেই |
|
জয়দীপ মুখোপাধ্যায়, লন্ডন: রজার ফেডেরারের ম্যাচ স্বচক্ষে গত দশ বছরে কমপক্ষে গোটা পনেরো দেখেছি। ঘাস, ক্লে, হার্ডকোর্টসব ধরনের সারফেসে। তবু নির্দ্বিধায় লিখছি, শুক্রবারের মতো এত ভাল খেলতে ফেডেরারকে কখনও দেখিনি। এত নিখুঁত। এত ধ্বংসাত্মক!
উইম্বলডন সেমিফাইনালে বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচকে ৬-৩, ৩-৬, ৬-৪, ৬-৩ উড়িয়ে দিতে (হ্যাঁ, ম্যাচ চার সেট গড়ালেও দেখে মনে হচ্ছিল কোর্টে একটা লোকই খেলছে!) ফেডেরার কী না করেনি! |
|
ফাইনালেও কঠিন লড়াই, বলছেন তৃপ্ত ফেডেরার |
সংবাদসংস্থা, লন্ডন: বরাবরের মতোই আবেগ নিয়ন্ত্রিত, উচ্ছ্বাস একেবারেই বাঁধন ছাড়া নয়। বরং আট বার উইম্বলডন ফাইনালে উঠে ইতিহাস গড়া রজার ফেডেরার অনেকটাই সাবধানী। তাই জকোভিচের বিরুদ্ধে ম্যাচ জিতে উঠে বলছেন, “জকোভিচকে হারিয়েছি মানেই ফাইনালে জিতে গিয়েছি ভাবলে ভুল হবে। ফাইনালে কঠিন লড়াই আমার জন্য অপেক্ষা করছে। এখনও কাজ শেষ হয়নি। ট্রফির জন্য আরও খাটতে হবে। রবিবার যথেষ্ট চাপ থাকবে।” |
|
|
শক্তি বনাম বুদ্ধির লড়াই আজ মেয়েদের ফাইনালে
বরিস বেকার: উইম্বলডনে মেয়েদের ফাইনালটা আনন্দদায়ক হবে। যেহেতু এক দিকে থাকছে মেয়েদের সার্কিটের সবচেয়ে বুদ্ধিদীপ্ত প্লেয়ার। আর উল্টো দিকে মেয়েদের টেনিসে সর্বকালের পাওয়ারফুল প্লেয়ার। আমি খুবই অবাক হব যদি শনিবারের খেতাবি ম্যাচে শক্তিশালী সেরেনা রাদোয়ানস্কার বিরুদ্ধে ততটাই দাপট দেখায়, যতটা ও সেমিফাইনালে আজারেঙ্কার বিপক্ষে দেখিয়েছিল। তেইশ বছরের পোলিশ মেয়ে রাদোয়ানস্কা খুব চিন্তাশীল প্লেয়ার। ওর টেনিসে যেটার অভাব তার নাম পাওয়ার। |
|
|
|
মানবাধিকার প্রশ্নে
পিঙ্কির পাশে
মহিলা ক্রীড়াবিদেরা |
|
|
|
আমাদের সম্মান
কোথায় যাচ্ছে,
প্রশ্ন সোনাজয়ীদের |
|
কিংফিশার নিয়ে সঙ্কটে
উদ্বেগ ফোর্স ইন্ডিয়ার |
সৌরভকেই ব্যাটিং
কোচ চায় সিএবি |
|
|
|
প্রাথমিক দলে বাংলার ১৬ |
|
টুকরো খবর |
|
|