হাসপাতালে শয্যার দৈর্ঘ্য ছ’ফুট। কিন্তু রোগিণীর উচ্চতা যে আট ফুট! ওই বিশাল চেহারার রোগিণীকে জায়গা দিতে হিমশিম খাওয়ার জোগাড় এসএসকেএম হাসপাতাল-কর্তৃপক্ষের। আপাতত দু’টি শয্যা লম্বালম্বি ভাবে জোড়া দিয়ে সমস্যার সমাধান করতে চাইছেন তাঁরা। তবে বৃহস্পতিবার সেই ব্যবস্থা করা যায়নি। আর ওই ব্যবস্থা না-হওয়া পর্যন্ত ছ’ফুটের শয্যায় হাঁটু মুড়েই থাকতে হচ্ছে অতিকায় রোগিণীকে।
রোগিণীর নাম সিদ্দিকা পারভিন। বয়স ২৩। ওজন ১৪০ কেজি। বাড়ি দক্ষিণ দিনাজপুরের শ্রীরামপুর গ্রামে। পিটুইটারি গ্রন্থির টিউমারের জন্য বৃদ্ধি-হরমোনের ক্ষরণ বেড়ে যাওয়ায় ‘জাইগ্যানটিজম’-এ ভুগছেন সিদ্দিকা। প্রতিদিন তাঁর খাওয়ার জন্য প্রায় দুই কিলোগ্রাম চাল লাগে। অস্বাভাবিক হারে লম্বা হয়ে যাচ্ছেন। এতটাই যে, মাথা ক্রমশ ঝুঁকে পড়ছে সামনের দিকে। বালুরঘাটের হাসপাতালে সিদ্দিকাকে ভর্তি করিয়ে দিয়েছিলেন তাঁর বাবা। কিন্তু পিটুইটারি গ্রন্থির জটিল পরীক্ষার কোনও ব্যবস্থা নেই সেখানে। তাই বৃহস্পতিবার সিদ্দিকাকে ভর্তি করিয়ে দেওয়া হয় রাজ্যের একমাত্র সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএমে। |
আজ, শুক্রবার সিদ্দিকার শারীরিক পরীক্ষা হবে বলে জানান এসএসকেএমের সুপার তমালকান্তি ঘোষ। সেই জন্য মেডিক্যাল বোর্ড গড়া হচ্ছে। হরমোন পরীক্ষা তো হবেই। তা ছাড়াও এমআরআই-স্ক্যান, হৃদ্যন্ত্র-ফুসফুসের পরীক্ষা, দৃষ্টিশক্তির পরীক্ষাও হবে সিদ্দিকার। আপাতত ওই রোগিণী আছেন এসএসকেএমের রেসপিরেটরি কেয়ার ইউনিটের কেবিনে। তাঁর মূল সমস্যা এখন শোয়া। এসএসকেএমের অধ্যক্ষ প্রদীপ মিত্র জানান, একটি শয্যার এক দিকের রেলিং খুলে দু’টি শয্যা জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পিজি-র এন্ডোক্রিনোলজি বিভাগের চিকিৎসকেরা জানান, বছর সাতেক আগে এই ধরনের এক জন পুরুষ রোগী পেয়েছিলেন তাঁরা। তাঁর উচ্চতা ছিল আট ফুট সাত ইঞ্চি। ওয়ার্ডে নার্সদের বসার দু’টি টেবিল জুড়ে তাঁর শোয়ার ব্যবস্থা করা হয়েছিল।
সিদ্দিকার রোগ ধরা পড়ল কী ভাবে? ওই রোগিণীর মা মানসুরা বিবি পিজি-তে দাঁড়িয়ে জানান, ১২ বছরের পর থেকেই সিদ্দিকার চেহারা বদলাতে থাকে। চেহারা এত বিশাল হয়ে যায় যে, সিদ্দিকা মানসিক ভাবেও বিপর্যস্ত হয়ে পড়েন।
এই রোগে কী ধরনের সমস্যা হতে পারে?
এসএসকেএম হাসপাতালের এন্ডোক্রিনোলজির বিভাগীয় প্রধান শুভঙ্কর চৌধুরী বলেন, “এই ধরনের রোগীদের বয়স যত বাড়ে, ততই বাড়তে থাকে শারীরিক সমস্যা। এঁদের ডায়বেটিসের আশঙ্কা বেশি। হৃদযন্ত্র এবং শ্বাসপ্রশ্বাসের সমস্যাও বেশি হয়। তাই দ্রুত চিকিৎসা শুরু করা দরকার।” মেডিক্যাল বোর্ডের পরামর্শে আজ, শুক্রবারেই সিদ্দিকার চিকিৎসা শুরু হবে জানাচ্ছেন হাসপাতাল-কর্তৃপক্ষ। |