টুকরো খবর |
মেয়রকে স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এলাকার বাসিন্দা পরিতোষ ঘোষের বাড়িতে যাতায়াতের রাস্তায় গেট বসিয়ে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে একটি প্রাথমিক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বারবার তিনি পুরসভা, প্রশাসনে অভিযোগ জানিয়েছেন। কাজ হয়নি। তার উপর বসবাসের বাড়ির বলে নকশা অনুমোদন করিয়ে কোথাও স্কুল চালানো হচ্ছে, কোথাও অনুষ্ঠান ভবন হিসাবে ভাড়া দেওয়া হচ্ছে। আবার এলাকার বাঘা যতীন পার্কে বাসিন্দারা অনেকেই সকালে বেড়াতে বেরোন। সেখানে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাতে সেখানে অসামাজিক কাজকর্ম হচ্ছে বলেও অভিযোগ। এ সমস্ত বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মেয়র গঙ্গোত্রী দত্তকে স্মারকলিপি দিলেন ১৭ নম্বর ওয়ার্ড কমিটির লোকজন এবং এলাকার বাসিন্দারা। ওই ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দেব বর্তমানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। বাসিন্দাদের অভিযোগ, বাঘা যতীন পার্কের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে। অথচ এখনও পর্যন্ত সমস্যা মেটাতে ব্যবস্থা নেওয়া হয়নি। গঙ্গোত্রীদেবী বলেন, “বিভিন্ন সমস্যার কথা ১৭ নম্বর ওয়ার্ড কমিটির তরফে জানানো হয়েছে। সমস্যা মেটাতে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা আটকে গেট বসানোর ব্যাপারেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বসবাসের ভবন হিসাবে বাড়ি তৈরির নকশা অনুমোদন করিয়ে অনেকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করছেন। সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।” এ দিন মেয়রকে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি ৩ নম্বর বরো কমিটির চেয়ারম্যান নিখিল সাহানিকেও বিভিন্ন সমস্যার বিষয়ে স্মারকলিপি দেন পীযূষ কান্তি বসু, সুজিত বসু, সংগ্রাম সিংহ মিত্ররা। তাঁদের অভিযোগ, ড্রেনের উপর কংক্রিটের স্ল্যাব বসিয়ে তার উপর দোকানের জিনিস সাজাচ্ছেন কিছু ব্যবসায়ী। ক্রমেই তা রাস্তার জায়গাতেও চলে আসছে। বাঘা যতীন রোডের ২,৩ এবং ৪ নম্বর বাইলেনে বিভিন্ন প্রতিষ্ঠান রাস্তার জায়গায় অবৈধ ভাবে সাইন বোর্ড লাগিয়েছেন। যাতায়াতকারীরা রাস্তার উপর বাইক, সাইকেল রাখছেন। সমস্যাগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন নিখিলবাবু।
|
ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি, সতর্কতা সমতলে |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
|
সমতল ও ভুটান পাহাড়ে ফের ভারী বৃষ্টি হওয়ায় জল বাড়ছে ডুয়ার্সের নদীগুলিতে। পরিস্থিতি দেখে ওই নদী লাগোয়া এলাকায় বন্যার আশঙ্কায় সতর্ক জারি করেছে প্রশাসন। বুধবার রাত থেকে ফের ডুয়ার্সের বিভিন্ন এলাকা ও ভুটান পাহাড়ে টানা বৃষ্টি চলছে। কালচিনির পানা নদীর জল বাড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। মহকুমাশাসক অমলকান্তি রায় জানান, “পাহাড়ে ভারী বৃষ্টি হওয়ার কারণে ব্লক প্রশাসনকে সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার শহরের বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন হয়েছে। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় জানান, শহরের বেশ কিছু জায়গায় বড় গাছ ভেঙে পড়েছে। শহরের সাত নম্বর ওয়ার্ডের সুতলিপট্টি এলাকায় একটি বড় গাছ ভেঙে চারটি ঘর নষ্ট হয়েছে। তবে কেউ হতাহত হননি। শহরের ২ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডের মধ্যে একটি বড় গাছ ভেঙে লোহারপুল এলাকার রাস্তায় পড়ে রয়েছে। শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিবব্রত রায় জানান, এদিন একটি বেসরকারি স্কুলের বাউন্ডারি ঘেঁষা বড় রেন-ট্রি। পরে তাঁদের রান্নাঘর সহ মোট তিনটি ঘর ও প্রতিবেশী টুলু সরকারের একটি ঘর ভেঙেছে। পানা নদীতে জল বাড়ায় সেন্ট্রাল ডুয়ার্সের সাথে কালচিনির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে ১১১ মিলিমিটার ও হাসিমারায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তোর্সায় হলুদ সঙ্কেত দেওয়া হয়েছে।
|
মহকুমা দাবি ব্যবসায়ীদের |
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
প্রস্তাবিত আলিপুরদুয়ার জেলা হলে ফালাকাটাকে মহকুমা ঘোষণা করতে হবে এ দাবিতে পথে নামল ফালাকাটার ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করে ব্যবসায়ীরা মহকুমার দাবিতে শহরে মিছিল করেন। ব্যবসায়ী সমিতির সম্পাদক দিলীপ দত্ত বলেন, “মহকুমা হিসাবে ফালাকাটা স্বীকৃতি পেলে ব্যবসায়ীদের পাশাপাশি এলাকার লোকজন উপকৃত হবেন। ফালাকাটাতে মহকুমা করার মত সমস্ত রকমের পরিকাঠামো রয়েছে বলে বিডিও মারফৎ জেলা প্রশাসন সহ মুখ্যমন্ত্রীকে আমাদের দাবিপত্র পাঠিয়েছি। আশা করি সরকার আমাদের দাবি মানবেন।” বর্তমানে ফালাকাটা থেকে ৪০ কিলোমিটার দূরের পথ পেরিয়ে আলিপুরদুয়ার মহকুমা শহরে গিয়ে প্রশাসনিক কিংবা আদালতে যেতে হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী জেলা ভাগের সিদ্ধান্তের কথা জানানোর পরে ফের ফালাকাটাকে মহকুমা করার দাবিতে সরব হয়েছেন। সকলে ইতিমধ্যে সর্বদলীয় ভাবে এই দাবিতে আন্দোলন শুরু হয়েছে। বিভিন্ন ক্লাব ও সংগঠন মহকুমার দাবিতে শহরে পোষ্টার ও ব্যানার দিয়ে ছেয়ে ফেলেছে। বৃহস্পতিবার ব্যবসায়ী সমিতির হয়ে সমস্ত স্তরের ব্যবসায়ীরা আন্দোলনের নামেন।
|
নানা দাবিতে সর্বভারতীয় সম্মেলন মিরিকে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কর্মীদের অবসরের বয়সসীমা ৫৮ বছর থেকে বাড়িয়ে ৬০ বছর করা, সংস্থার গুদাম, বিভিন্ন সেন্টারের পরিকাঠামো উন্নয়ন-সহ একগুচ্ছ দাবি নিয়ে সর্বভারতীয় সম্মেলন করতে চলেছে দ্য জুট কর্পোরেশন অব ইন্ডিয়া ফিল্ড এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা। ৭ জুলাই মিরিকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র এই সংগঠনটির ১১-তম সর্বভারতীয় সম্মেলন হবে। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল সাহা জানান, সম্মেলনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য থাকবেন। নিখিলবাবু জানান, ইতিমধ্যে পাটের সহায়ক মূল্য ৫০০ টাকা রাজ্য সরকার বাড়িয়েছে। তাতে চাষিরা উপকৃত হবেন। তবে কেন্দ্রীয় সরকারের পরিকাঠামো উন্নয়নের ১৫০ কোটি টাকার (জুট টেকনোলজি মিশন-৩) দুর্নীতির ঘটনার দ্রুত তদন্ত রিপোর্ট প্রকাশ-সহ সংস্থার পরিকাঠামো উন্নয়নের দাবিগুলি সম্মেলনে তোলা হবে।
|
টাকা চাওয়ার অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্নাতক বর্ষে ভর্তির আশ্বাস দিয়ে এক ছাত্রের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে ছাত্র পরিষদ কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে শিলিগুড়ি কমার্স কলেজে। কলেজের অধ্যক্ষ অসীম মুখোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ছাত্র পরিষদ কর্মীকে আটক করে। অভিযুক্তকে নির্দোষ দাবি করে কলেজে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদ পাল্টা বিক্ষোভ শুরু করলে উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজ সূত্রের খবর, অভিযুক্ত ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্র। অধ্যক্ষ বলেন, “আমার একটি অভিযোগ জমা পড়ে। তার ভিত্তিতে আমি পুলিশকে বিষয়টি জানিয়েছি। পুলিশ তা তদন্ত করে দেখছে।” স্নাতক বর্ষে ভর্তির জন্য কলেজে কাউন্সেলিং চলছে।
|
ব্যবসা বাড়াতে অসমে হিমূল |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ব্যবসা বাড়াতে অসমের ধুবুরিতে দুধ পাঠানো শুরু করল হিমূল। গত এক সপ্তাহে দু’বার ৮০০ লিটার করে দুধ পাঠানো হয়েছে। হিমূলের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা শিলিগুড়ির মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব বলেন, “পরিকল্পনাটি এখনও পরীক্ষামূলক স্তরে আছে। লাভজনক কি না খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।” প্রসঙ্গত, শিলিগুড়ি শহরে হিমূল এখন প্রতিদিন প্রায় ২৫ হাজার লিটার দুধ বিক্রি করছে। তার সঙ্গে হিমূলের লস্যি, ঘি এবং পনির বিক্রি হচ্ছে।
|
ক্রীড়াপ্রেমীদের নতুন সংগঠন |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গঠিত হল ‘শিলিগুড়ি স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন’। বৃহস্পতিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হলঘরে সংগঠনের প্রথম কমিটি গঠন হল। কর্মকর্তারা জানান, গত ৩ বছর ধরে ‘শিলিগুড়ি ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন’ নামে তারা প্রাক্তন ফুটবলার এবং ক্রীড়া সংগঠকদের নিয়ে বিভিন্ন সময় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। যদি তা নথিভুক্ত ছিল না। অন্যান্য খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও সংগঠনে থাকার ইচ্ছে প্রকাশ করায় শিলিগুড়ি স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠন তৈরি হল। যুগ্ম সম্পাদক হলেন দেবাশিস ধর এবং প্রদীপ চক্রবর্তী। সভাপতি প্রসূন দাশগুপ্ত। সহকারি সম্পাদক অমল ভট্টাচার্য এবং প্রশান্ত পাল। কার্যকরি সভাপতি অমর চন্দ্র পাল।
|
পরিদর্শন, আশ্বাস |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রেলের বিভিন্ন পদে থাকা কর্মীদের সমস্যা নিয়ে খোঁজ নিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কর্মী সংগঠনের সাধারণ সম্পাদক মুনিন্দ্র সইকিয়া। ৩ জুলাই থেকে তিনি শিলিগুড়ি জংশন, নিউ জলপাইগুড়ি, কার্শিয়াং, বাগডোগরা, নকশালবাড়ি এলাকায় শ্রমিকদের খোঁজ নেন। সংগঠনের শিলিগুড়ি শাখার সম্পাদক তনুজ দে জানান, সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন মুনিন্দ্র।
|
এএসআইয়ের মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
তোলাবাজদের বিরুদ্ধে তল্লাশি অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আলিপুরদুয়ার থানায় এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তাঁর মৃত্যু হয়। নাম খগেন্দ্রনাথ বর্মন (৫২)। বাড়ি তুফানগঞ্জে। অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘালিয়া জানান, এদিন বীরপাড়া থানায় লঙ্কাপাড়া রোড এলাকায় তল্লাশি অভিযানে ছিলেন ওই এএসআই। |
|