কর্মীদের দুর্নীতির তদন্তে নয়া শাখা |
সরকারি ও আধা-সরকারি কর্মীদের দুর্নীতির তদন্ত করতে দুর্নীতি দমন শাখা তৈরি করবে রাজ্য সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, “ওই শাখার মাথায় থাকবেন আইজি পদমর্যাদার অফিসার। তাঁকে তদন্তে সাহায্য করবেন অন্য পুলিশ অফিসারেরা। ওই শাখা সরাসরি স্বরাষ্ট্র (কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার) দফতরের অধীনে কাজ করবে। মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে ওই দফতর।” পঞ্চায়েতমন্ত্রী জানান, ওই শাখার পরিকাঠামো কেমন হবে, তাতে ক’জনই বা অফিসার থাকবেন, দফতরের আধিকারিকেরা তা ঠিক করবেন। এ দিনের বৈঠকে পাঁচ হাজার হোমগার্ড নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
|
পাসপোর্টের লাগামছাড়া চাহিদা মেটাতে কাল, শনিবার ‘পাসপোর্ট মেলা’ করছে বিদেশ মন্ত্রক। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত কলকাতার আঞ্চলিক অফিস, বহরমপুর-সহ রাজ্যের সব পাসপোর্ট সেবা কেন্দ্রে পাসপোর্ট দেওয়া হবে। www.passportindia.gov.in ওয়েবসাইট থেকে নতুন ফর্ম নিয়ে পূরণ করে পাসপোর্ট অফিস বা সেবা কেন্দ্রে জমা দেওয়া যাবে। মেলায় অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে না। সাম্প্রতিক রঙিন ছবি এবং আসল নথিপত্র নিয়ে যেতে হবে এবং পাসপোর্ট অফিস বা সেবা কেন্দ্রে হাজির থাকতে হবে আবেদনকারীকে। |