টুকরো খবর
গোষ্ঠী বিবাদ, গ্রেফতার ৩
দুই তৃণমূল নেতাকে মারধরের অভিযোগে দলেরই তিন কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সাগর চট্টোপাধ্যায়, কানাই বাগ ও সাগর বারুই। বুধবার রাতে নদিয়ার চাকদহের শিমুরালির বিভিন্ন এলাকা থেকে ওই তিন তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র বলেন, ‘‘শিমুরালির মারামারির ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও খোঁজ চলছে।’’ মঙ্গলবার রাতে শিমুরালি আপ প্লা্যটফর্ম লাগোয়া তৃণমূল হকার্স ইউনিয়ন অফিসে প্রণব বন্দ্যোপাধ্যায় ও বিদেশ বিশ্বাস নামে দুই তৃণমূল নেতাকে মারধর করা হয়। ওই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে দলেরই জনা কয়েক কর্মীর বিরুদ্ধে। ওই রাতেই চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই দুই তৃণমূল নেতা। তারপর বুধবার রাতেই পুলিশ তিন জনকে গ্রেফতার করে। কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ বিশ্বাস অবশ্য কোন রাখঢাক না রেখেই বলেন, ‘‘ধৃতরা সকলেই দলীয় কর্মী। ঘটনাটি দুঃখজনক।’’

হয়রানির প্রতিবাদ, অন্যের হয়রানি
নিজেদের হয়রানির প্রতিবাদ করতে গিয়ে টানা প্রায় ছ-ঘন্টা সাধারণ মানুষকে চরম হয়রান করল আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর প্রায় দুটো পর্যন্ত আসাননগরে কৃষ্ণনগর মাজদিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ওই কলেজ পড়ুয়ারা। বিক্ষোভকারীদের হাতে কোন নির্দিষ্ট দলের পতাকা না থাকলেও স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীদের ওই অবরোধ বিক্ষোভে নেতৃত্ব দিতে দেখা যায়। চাপড়ার শিমুলিয়াতে বাসকর্মীদের মারধর করা হয়েছিল এই অভিযোগে বুধবার ছ’টি রুটের বাস বন্ধ করে দেয় বাসকর্মীরা। বুধবার ছিল প্রথম বর্ষের পাশ কোর্সের পরীক্ষা। আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের পরীক্ষাকেন্দ্র ছিল মাজদিয়া সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়। বাস বন্ধ থাকায় চরম হয়রানি হতে হয় পরীক্ষার্থীদের। বৃহস্পতিবারও তাদের পরীক্ষা ছিল। এ দিনও বাস বন্ধ থাকায় ক্ষুব্ধ কলেজ পড়ুয়ারা রাজ্য সড়ক অবরোধ করে। কলেজের ছাত্র সংসদের সম্পাদক টিএমসিপি’র শান্তনু বিশ্বাস বলেন, “ছাত্রদের কথা মাথায় রেখে অবরোধ করতে হয়েছে। এ ছাড়া আর কোনও উপায় ছিল না।”

৫ পুলিশ আহত
পুলিশের লরির সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি লরির সংঘর্ষে জখম হয়েছেন ৫ পুলিশকর্মী। তাঁরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। পুলিশ জানায়, ওই লরিতে অস্ত্র ছিল। তা থেকে বড় বিস্ফোরণের সম্ভাবনাও ছিল বলে মনে করছেন তাঁরা। জানা গিয়েছে আহতেরা জলপাইগুড়ি জেলা পুলিশের কর্মী। ব্যারাকপুর থেকে লরিটি জলপাইগুড়ি যাচ্ছিল।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে রাখি প্রামাণিক (২২) নামে এক মহিলার। বাড়ি হোগলবেড়িয়ার মুক্তদহ গ্রামে। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গিয়েছে বুধবার বিকেলে বাড়িতে রাখা কীটনাশক খান ওই মহিলা। তাঁকে করিমপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানেই মারা যান তিনি।

ধর্ষণের অভিযোগ
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। তবে ঘটনার পর থেকেই সেই ব্যবসায়ী পলাতক। ওই নাবালিকার মা ভরতপুর থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন।

দাবা পিছোল
পিছিয়ে গেল জেলা দাবা। আগামী ৭ জুলাই বহরমপুরে ওই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। তা ১১ অগস্ট হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.