টুকরো খবর |
বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
উপযুক্ত পঠনপাঠনের পরিবেশ সৃষ্টির দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তীকে স্মারকলিপি দিল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের অভিযোগ, কর্তৃপক্ষের ক্ষুদ্র স্বার্থের কারণেই অডিটোরিয়ামের কাজ বন্ধ হয়ে রয়েছে, এক্সরে মেশিন কেনার পরেও তা দিয়ে দেওয়া হয়েছে স্টুডেন্টস হেলথ হোমকে, দূরশিক্ষা বিভাগে কর্মী নিয়োগে স্বজন-পোষণ করা হয়েছে, ক্যান্টিনেও খাবারের দাম করা হয়েছে চড়া, যা সাধারণ ছাত্রছাত্রীদের নাগালের বাইরে চলে যাচ্ছে। অবিলম্বে অডিটোরিয়ামের কাজ শুরু করা, দূরশিক্ষা বিভাবে কর্মী নিয়োগে তদন্ত শুরু করা, ক্যান্টিনে খাবারের দাম কমানোর দাবি জানানো হয়। সংগঠনের জেলা চেয়ারম্যান রমাপ্রসাদ গিরি বলেন, “বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানকে এখনও সিপিএম নেতারা তাঁদের অঙ্গুলিহেলনে চালানোর চেষ্টা করছেন। যা হতে পারে না। তাই বিশ্ববিদ্যালয়ে উপযুক্ত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও সার্বিক উন্নয়নের দাবি জানিয়েছে।”
|
ধৃতের জেল-হাজত |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
এক্স-রে ক্লিনিকের মধ্যে তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত টেকনিশিয়ান জগন্নাথ মিস্ত্রিকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল তমলুক আদালত। বুধবার সকালে তমলুকের স্টেশন রোডে বেসরকারি নার্সিংহোম চত্বরে এক্স-রে করাতে আসেন তমলুকেরই একটি গ্রামের তরুণী। সেখানে জগন্নাথ তাঁর শ্লীলতাহানি করে বলে থানায় অভিযোগ জানান তরুণী। বুধবারই জগন্নাথকে গ্রেফতার করে বৃহস্পতিবার তমলুক আদালতে হাজির করা হয়। ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন বসু অভিযুক্তকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠান। এ দিন আদালতে অভিযোগকারিণীর জবানবন্দিও নেওয়া হয়। মূল অভিযুক্ত ছাড়াও যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, সেই নার্সিংহোম ও ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এ দিন স্মারকলিপি দেয় এসইউসি ও তাদের সহযোগী সংগঠন।
|
জবানবন্দিতে নারাজ বুলেট |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতে অস্বীকার করলেন ‘মাওবাদী’ সন্দেহে ধৃত বশিষ্ঠ মাহাতো ওরফে ‘বুলেট’। ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার নেতা বাবু বসু খুনের ঘটনায় অভিযুক্ত বছর পঁচিশের বশিষ্ঠকে মঙ্গলবার রাতে বিনপুরের আঁধারিয়া অঞ্চলের তলপাল-ডুমুরিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশের দাবি। বুধবার আদালতে পুলিশ জানায়, বাবু বসু খুনের ঘটনার ব্যাপারে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক গোপন জবানবন্দি দিতে চান বশিষ্ঠ। বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সুপর্ণা রায় বৃহস্পতিবার গোপন জবানবন্দি নথিভুক্ত করার দিন ধার্য করেন। বশিষ্ঠকে চিন্তাভাবনা করার জন্য এক দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। বৃহস্পতিবার বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সুপর্ণা রায়ের কক্ষে হাজির করা হলে বশিষ্ঠ জবানবন্দি দিতে অস্বীকার করেন। এর পরেই অভিযুক্তকে ৬ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন বিচারক। অভিযুক্তের আইনজাবী দেবনাথ চৌধুরী বলেন, “আমার মক্কেল ওই খুনের ঘটনার সঙ্গে কোনও ভাবেই জড়িত নন। তাই জবানবন্দি দিতেও অস্বীকার করেছেন।”
|
অঙ্গনওয়াড়িতে অনিয়ম, নালিশ |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
চাল-ডাল থাকা সত্ত্বেও হিসাবের খাতায় তা নেই দেখিয়ে রান্না বন্ধ করে দেওয়ার অভিযোগে পটাশপুর-১ ব্লকের চারটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের ‘শো-কজ’ করলেন সিডিপিও। নৈপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ১৭৫ নম্বর সাঁয়া বেলদা, ৩৪ নম্বর পদিমা, ৩৩ নম্বর বেলদা দক্ষিণ ও ৩১ নম্বর আলমচক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত জুন মাসে বেশ কিছুদিন রান্না বন্ধ ছিল। চাল-ডাল নেই অজুহাতে রান্না বন্ধ করে দিয়েছিলেন অঙ্গনওয়াড়ি-কর্মীরা। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও এমন হয়েছে। রান্না না-করে চাল-ডাল বিক্রি করে দিয়েছেন অঙ্গনওয়াড়ির কর্মীরা। ব্লক তৃণমূল নেতা আশিস সিংহ বলেন, “এলাকাবাসীর কাছে এমন অভিযোগ পেয়ে আমরা তদন্ত করি। অভিযোগের সত্যতা আছে বুঝতে পেরে প্রশাসনকে জানাই।” পটাশপুর-১ ব্লকের শিশুবিকাশ প্রকল্প আধিকারিক নেপাল সিংহ বলেন, “অভিযোগ পাওয়ার পরে সরেজমিন তদন্ত করে দেখি, কেন্দ্রে চাল-ডাল থাকা সত্ত্বেও কর্মীরা হিসাবের খাতায় তা নেই দেখিয়ে রান্না বন্ধ করে দিয়েছেন। তিন দিনের মধ্যে এর লিখিত জবাব দিতে বলেছি। জবাব পাওয়ার পরে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
|
গাছের ডালে যুবকের দেহ |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হল মহিষাদলের তেরোপেখ্যায়। তাঁর স্ত্রী আহত হয়ে তমলুক জেলা হাসপাতালে ভর্তি। পুলিশের অনুমান, স্ত্রীর সঙ্গে অশান্তির জেরেই আত্মহত্যা করেছেন ওই যুবক। মৃত সঞ্জয় হাইত (২৬)-এর বাড়ি তমলুকের শ্রীরামপুরে। বিয়ের পর থেকে তেরোপেখ্যায় শ্বশুরবাড়িতেই থাকতেন তিনি। বৃহষ্পতিবার সকালে শ্বশুরবাড়ি থেকে একশো মিটার দূরে একটি খয়ের গাছে সঞ্জয়ের দেহ ঝুলতে দেখা যায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। সঞ্জয়ের স্ত্রী শিউলি আচার্যকে আহত অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। বছর তিনেক আগে বিবাহ-বিচ্ছিন্না শিউলির সঙ্গে বিয়ে হয় সঞ্জয়ের। তাঁদের দু’বছরের ছেলে আছে। শিউলির আগের পক্ষের বছর পাঁচেকের একটি মেয়েও আছে। বিয়ের পর থেকেই অশান্তি চলছিল। বুধবার রাতেও চিৎকার শোনেন প্রতিবেশীরা।
|
ফের দাবি আলাদা পোর্টট্রাস্ট গঠনের |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
হলদিয়া বন্দরের উন্নতির জন্য কলকাতার বাইরে ফের আলাদা পোর্টট্রাস্ট গঠনের দাবি তুললেন তমলুকের তৃণমূল সাংসদ তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হলদিয়া বন্দরের একটি অনুষ্ঠানে এসেছিলেন সাংসদ। বন্দরের উদ্যোগে দু’টি অ্যাম্বুলেন্স ও একটি দমকলের ইঞ্জিনের উদ্বোধন করেন তিনি ও পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশ জৈন। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান মনীশ জৈন, জেনারেল ম্যানেজার বাসব রায়চৌধুরী, হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার উজ্জ্বল ভৌমিকও। শুভেন্দু বন্দরের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমি আগেই দাবি করেছিলাম হলদিয়া পোর্টট্রাস্ট গঠন করতে হবে। এখনও তা থেকে সরিনি। ২০০৬ সালের গোপালন কমিশনের রিপোর্ট জাহাজ-মন্ত্রকের কাছে তুলে ধরেছি। আশা রাখছি দাবি পূরণ হবে।”
|
হলদিয়ায় জয় টিএমসিপি-র |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
হলদিয়া বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের ছাত্র সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার ছিল মনোনয়ন জমার শেষ দিন। এ দিনও বাম ছাত্র সংগঠন এসএফআই কোনও আসনে মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়ে যায় টিএমসিপি-র। হলদিয়া পুর-নির্বাচন পরবর্তী সময়ে টিপিএমসিপি-র এই জয়কে বড় করে দেখছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। টিএমসিপি-র জেলা সভাপতি দীপক দাসের দাবি, “তরুণ ছাত্রসমাজ আমাদের উপরেই আস্থা রাখছেন।” যদিও এসএফআই-এর অভিযোগ, মনোনয়ন-পর্বে টিএমসিপি সন্ত্রাস চালিয়েছে।
|
শ্লীলতাহানি, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
নবম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঘাটাল থানার দীর্ঘগ্রামে মামার বাড়ি থেকে অভিযুক্ত শম্ভু বাগকে গ্রেফতার করে পুলিশ। তার নিজের বাড়ি ঘাটাল থানার কুরানে। ঘাটালের মনসুকা হাইস্কুলে ওই ছাত্রীটির সঙ্গে পড়াশোনা করত শম্ভু। প্রায় এক বছরের বেশি সময় ধরে শম্ভু ওই ছাত্রীটিকে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছাত্রী স্কুলে ও বাড়িতে সব জানিয়েওছিল। স্কুল কর্তৃপক্ষ একাধিক বার শম্ভুকে সাবধান করেন। কিন্তু তাতে তার হুঁশ হয়নি। উল্টে পড়াশোনা ছেড়ে দেয়। বুধবার ওই ছাত্রী সাইকেলে স্কুলে যাচ্ছিল। তখন মেটালা গ্রামে পথ আটকে শম্ভু তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বৃহস্পতিবার ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে শম্ভুকে পুলিশ গ্রেফতার করে।
|
অন্তর্বিভাগের আশ্বাস |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
দু’মাসের মধ্যে বেলপাহাড়ির ওদলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ করে অন্তর্বিভাগ (ইনডোর) চালু করা হবে বলে বাসিন্দাদের লিখিত প্রতিশ্রুতি দিলেন পশ্চিম মেদিনীপুরের মুখ্য-স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) সবিতেন্দ্র পাত্র। বৃহস্পতিবার ওদলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। স্বাস্থ্য-পরিষেবা নিয়ে বাসিন্দাদের অভাব-অভিযোগও শোনেন তিনি। |
|