|
|
|
|
দাসেরবাঁধ মামলা |
জামিন পাওয়া সত্ত্বেও গরহাজির, কিরীটীকে পরোয়ানা কোর্টের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে অভিযুক্ত সিপিএম নেতা কিরীটী রায়ের হাইকোর্ট থেকে পাওয়া জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করল দায়রা আদালত। অসুস্থতার কারণ উল্লেখ করে জামিন পাওয়ার পর থেকে দায়রা আদালতে তাঁর ক্রমাগত গরহাজিরায় অসন্তুষ্ট হয়েই বৃহস্পতিবার এই নির্দেশ দেন মেদিনীপুরের চতুর্থ অতিরিক্ত জেলা-দায়রা বিচারক অভিজিৎ সোম। আগামী ২৩ জুলাই অভিযুক্তকে আদালতে হাজির করাতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।
|
কিরীটী রায়। —ফাইল চিত্র |
২৩ সেপ্টেম্বর এই মামলায় চার্জশিট পেশের দশ মাস পরেও কোনও না কোনও অভিযুক্তের গরহাজিরার কারণে দায়রা আদালতে চার্জগঠন হচ্ছে না। এর মধ্যে কিরীটী রায় টানা তিন বার গরহাজির হয়েছেন। তাঁর আইনজীবীদের অবশ্য দাবি, কিরীটীবাবু অসুস্থ। কলকাতার হাসপাতালে কেমোথেরাপিও চলছে। তাই মেদিনীপুরে আসতে পারছেন না। সরকারপক্ষের আবার বক্তব্য, চার্জগঠন পিছিয়ে দিতেই কোনও না কোনও অভিযুক্ত দায়রা আদালতে অনুপস্থিত থাকছেন। এই সুযোগে বিলম্বিত-বিচারের কারণ দেখিয়ে জেলবন্দি কয়েক জন অভিযুক্ত ইতিমধ্যে উচ্চ-আদালতে জামিনের আবেদনও করেছেন।
বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে মামলার চার্জগঠন সংক্রান্ত শুনানি শুরুর কথা ছিল। কিন্তু কিরীটীবাবুর সঙ্গেই জামিনে মুক্ত আর এক অভিযুক্ত বিশ্বরূপ ঘোষও অনুপস্থিত ছিলেন। তাঁর আইনজীবীও অসুস্থতার কারণ দর্শান। এ ভাবে অভিযুক্তদের গরহাজিরায় ক্ষোভ প্রকাশ করেন সরকারপক্ষের আইনজীবী শক্তি ভট্টাচার্য। বিচারক কিরীটীবাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশপাশি বিশ্বরূপাববুর মেডিক্যাল-রিপোর্টও তলব করেছেন। দায়রা আদালতের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে ‘আপিল’ করা হবে বলে জানিয়েছেন কিরীটীবাবুর আইনজীবীরা।
এই মামলার চার্জশিটে ৫৮ জন সিপিএম নেতা-কর্মীর নাম থাকলেও মাত্র ২১ জন গ্রেফতার হয়েছেন।
তাঁদের মধ্যে ১৪ জন এখনও জেলবন্দি। প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ, দেবাশিস পাইন, কিরীটী রায়, বিলাস পাঁজা, বিশ্বরূপ ঘোষ, শেখ আরফিন, অর্ণব ঘোষ---এই ৭ জন জামিনে মুক্ত। এর মধ্যে অর্ণব ২০০২-এ ঘটনার সময়ে নাবালক থাকায় বিচার চলছে জুভেনাইল আদালতে। অর্ণব, কিরীটীবাবু ও বিশ্বরূপবাবু ছাড়া জামিনে মুক্ত সুশান্তবাবু-সহ ৪ জন এবং জেলবন্দি ১৪ জনই এ দিন আদালতে হাজির ছিলেন। |
|
|
|
|
|