টুকরো খবর
অর্জুন: নাম পাঠাবে বোর্ড
অর্জুন পুরস্কারের জন্য ক্রিকেটার নির্বাচনের মেয়াদ বাড়াল ক্রীড়ামন্ত্রক। নতুন সিদ্ধান্তে, অর্জুনের জন্য ক্রিকেটারদের নাম নথিভুক্ত করার জন্য ২০ জুলাই পর্যন্ত সময় পাচ্ছে ভারতীয় বোর্ড। কিছু দিন ধরেই অর্জুন পুরস্কারকে কেন্দ্র করে বোর্ড বনাম ক্রীড়ামন্ত্রক চলছিল। বোর্ড সচিব সঞ্জয় জাগদালে জানিয়েছিলেন, মনোনয়ন সংক্রান্ত ফর্ম তাঁরা পাননি। যা উড়িয়ে দেওয়া হয় ক্রীড়ামন্ত্রকের পক্ষে। কিন্তু মেয়াদ বাড়ানোর কথা জানাজানি হওয়ায় মনে হচ্ছে, দু’তরফে রফা হয়েছে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, সরকারের পক্ষ থেকে ফোন এবং ফ্যাক্সদু’টোই করা হয়েছে বোর্ডকে। বোর্ড কর্তদের কেউ কেউ বলছেন, পুরনো ঝামেলা এখন অতীত। বোর্ড নিশ্চয়ই নাম দেবে অর্জুনের জন্য। আপাতত যা খবর, বিরাট কোহলি ও অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে যে কোনও একজনের নাম পাঠানো হবে। সম্ভাবনা বেশি কোহলির। গত মরসুম জুড়ে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য।

আজীবন সম্মান হয়তো চুনীকে
সব কিছু ঠিকঠাক চললে এ বার সিএবি-র লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেতে চলেছেন চুনী গোস্বামী। আজ শুক্রবার, সিএবি-র বৈঠকে বর্ষসেরা ও লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কে পাবেন, দু’টোই ঠিক হবে। জাতীয় দলে ফের ডাক পাওয়া অশোক দিন্দার বর্ষসেরা পাওয়া প্রায় নিশ্চিত। লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের জন্য আবার প্রাক্তন ক্রিকেটার সমর বন্দ্যোপাধ্যায়ের চেয়ে এগিয়ে চুনী গোস্বামী। গত বারও চুনীর নাম উঠেছিল। কিন্তু এ বার তাঁর সম্ভাবনাই বেশি যেহেতু তিনি বাংলাকে নেতৃত্বও দিয়েছেন। এ দিকে, বাংলার ক্রিকেটের উন্নতির জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাব এ দিন জমা পড়ল সিএবিতে। শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠক। সে দিন আলোচনা হবে। অন্য দিকে, বোর্ডের কিউরেটরস সার্টিফিকেশন কোর্সে বাংলা থেকে নির্বাচিত হলেন বাংলার বর্তমান নির্বাচক ও প্রাক্তন ক্রিকেটার মলয় বন্দ্যোপাধ্যায়। আগামী ৮-২৯ জুলাই তিনি বোর্ডের প্রধান কিউরেটর দলজিৎ সিংহের কাছে প্রশিক্ষণ নেবেন।

টোলগের সভা যুবভারতীতে
ঝামেলা মেটাতে ১১ জুলাই টোলগে এবং ইস্টবেঙ্গলকে মুখোমুখি বসাচ্ছে আই এফএ। টোলগে চেয়েছিলেন নিরপেক্ষ জায়গায় আলোচনা। রাজি হয়েছে ইস্টবেঙ্গলও। সে জন্যই আইএফএ ঠিক করেছে যুবভারতীর প্রেসরুমে তা হবে। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “আলোচনায় সমস্যা না মিটলে চার-পাঁচ দিনের মধ্যেই প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভা ডাকা হবে।”

খুলিট আসছেন কলকাতায়
এ মাসেই কলকাতায় আসছেন রুড খুলিট। ২৯ জুলাই এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে। ২৮ জুলাই আসবেন ডাচ কিংবদন্তি। ফুটবল সংক্রান্ত অনুষ্ঠানে বাছবেন সেরা ফুটবলারদের। সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতায় আসার ব্যাপারে। ২৪ বছর আগে খুলিটের দাপটেই নেদারল্যান্ডস ইউরো চ্যাম্পিয়ন হয়। এখন সারা ইউরোপেই ডাচ দর্শন অনুসরণ করা হচ্ছে। রেশ পড়েছে ভারতীয় ফুটবলে। দেশের টিডি, জাতীয় কোচ ডাচ। কোচ কোভারম্যান্স খুলিটের সঙ্গে ইউরো জয়ী টিমে ছিলেন।

প্রয়াগে আমেরিকান গোলকিপার কোচ
প্রয়াগ ইউনাইটেড গোলকিপার কোচ নির্বাচনেও চমকে দিল। আমেরিকান পের হেনরিকসন আসছেন গোলকিপার কোচ হয়ে। তিনি এর আগে পাকিস্তান ও ভুটানে কাজ করেছেন। এদিকে ট্রেডস কাপজয়ী জানবাজার ক্লাবের ফুটবলারদের সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দেওয়া হল বৃহস্পতিবার। ক্রীড়া সাংবাদিক ক্লাবে। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র উপস্থিত হয়ে বলেন, “কলকাতার যে ক্লাবগুলির তাঁবু নেই, তারা ম্যাচের দিন সিএসটিসি ও সিটিসি তাঁবু পোশাক বদলাতে ব্যবহার করতে পারবেন।”

সুপার ফোরে বর্ধমান
অনুর্ধ্ব ১৯ রাজ্য জুনিয়র বাস্কেটবল লিগের সুপার ফোরে পৌঁছেছে বর্ধমান জেলা। পরপর তিনটি ম্যাচে তারা ৫১-৩০ পয়েন্টে বড়িষা এসিকে, রাখী সংঘকে ৭০-৫০ ও সেন্ট অ্যান্টনি ক্লাবকে ৫০-২৫ পয়েন্টে হারিয়েছে।

ট্রেডস কাপ জয়ীদের সংবর্ধনা
ট্রেডস কাপজয়ী জানবাজার ক্লাবের ফুটবলারদের সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দেওয়া হল বৃহস্পতিবার। ক্রীড়া সাংবাদিক ক্লাবে। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র উপস্থিত হয়ে বলেন, “কলকাতার যে ক্লাবগুলির তাঁবু নেই, তারা ম্যাচের দিন সিএসটিসি ও সিটিসি তাঁবু পোশাক বদলাতে ব্যবহার করতে পারবেন।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.