গ্রেগ চ্যাপেল আর বিতর্ক যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। নিজের বইয়ে ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে নানা বিতর্কিত কথা লেখার পর আবার নতুন করে বোমা ফাটালেন ভারতের প্রাক্তন কোচ।
রাহুল দ্রাবিড়কে নিয়ে সদ্য প্রকাশিত বই ‘রাহুল দ্রাবিড় টাইমলেস স্টিল’-এ চ্যাপেল লিখেছেন, দ্রাবিড় নিজে যেমন বাকি অধিনায়কদের জন্য নিজেকে উজাড় করে দিতেন, সতীর্থদের অনেকেই কিন্তু অধিনায়ক দ্রাবিড়ের জন্য সেটা করেননি। চ্যাপেলের বক্তব্য, দ্রাবিড় যদি দলের সবার থেকে একশো ভাগ সমর্থন পেতেন, তা হলে ভারতের সব থেকে সফল অধিনায়ক হতে পারতেন। |
অধিনায়ক দ্রাবিড়ের বিরুদ্ধে টিমের মধ্যে একটা চক্র কাজ করছিল বলে অভিযোগ করেছেন চ্যাপেল। তাঁর কথায়, “সব থেকে দুঃখের ব্যাপার হল, রাহুলের আমলে টিমের সাফল্য টিমেরই অনেকে উপভোগ করতে পারেনি। টিমের নতুন ম্যানেজমেন্ট যে ভাবে কাজ করছিল, তাতে কয়েক জন ক্রিকেটার নিজেদের অস্তিত্ব সম্পর্কে সন্দিহান হয়ে পড়ে। তাদেরই ওই সময় রাহুলের বিরুদ্ধে সক্রিয় হতে দেখা গিয়েছে।”
চ্যাপেলের আক্ষেপ, “রাহুল প্লেয়ার হিসাবে তাঁর অধিনায়ককে সব সময় পূর্ণ সহযোগিতা করে গিয়েছে। কিন্তু ঘটনা হল, ও অধিনায়ক থাকার সময় সবার থেকে পুরো সহযোগিতা পায়নি। যদি সেটা পেত, তা হলে ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক ইতিহাস বদলে যেত। আর রাহুল হয়ে উঠত সর্বকালের সব থেকে সফল ভারত অধিনায়ক।”
তাঁর লেখায় চ্যাপেল তুলে এনেছেন দ্রাবিড় জমানার কিছু উল্লেখযোগ্য মুহূর্ত। যেমন, ন’বার টস জিতে ফিল্ডিং নিয়ে ম্যাচ জেতা। বা টানা ১৭ বার দ্বিতীয় ব্যাট করে ম্যাচ জেতা। “রান তাড়া করে ম্যাচ জেতার অভ্যাসটা তৈরি করতে রাহুল সব সময় বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাত, তা পরিস্থিতি যে রকমই হোক না কেন। এই ভাবেই আমরা টানা ম্যাচ জেতার বিশ্বরেকর্ড করেছিলাম,” বইয়ে লিখেছেন চ্যাপেল। গুরু গ্রেগ একইসঙ্গে এটাও বলেছেন, দ্রাবিড়ের এই মনোভাবটাই বিদেশে টেস্ট জিততে দারুণ ভাবে সাহায্য করেছে ভারতকে।
দ্রাবিড়ের সঙ্গে যে তাঁর সম্পর্কটা বরাবরই ভাল ছিল, তা পরিষ্কার স্বীকার করেন চ্যাপেল। কোনও রাখঢাক না করে বলেছেন, “এ সব নিয়ে সরাসরি কখনও কিছু বলিনি, কিন্তু রাহুলের প্রতি আমার একটা নরম মনোভাব ছিল।” সঙ্গে যোগ করেছেন, “দ্রাবিড় যখন সহ-অধিনায়ক ছিল, তখন পূর্ণ সহযোগিতা করে গিয়েছে অধিনায়কের সঙ্গে। কখনও ভাবেনি, যে আমি ওর চেয়ে ভাল অধিনায়ক হতে পারি। দ্রাবিড় কতটা ভাল অধিনায়ক তার সঠিক মূল্যায়ন কিন্তু কখনও হয়নি।” |