নিজস্ব সংবাদদাতা • বাউড়িয়া |
এক যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাউড়িয়া জেটি ঘাটে। পুলিশ জানিয়েছে মৃতের নাম ঈশ্বর সাউ (২৮)। তিনি বাউড়িয়ার নর্থ মিল সংলগ্ন রাধানগরের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুলিবিদ্ধ ওই যুবককে উদ্ধার করে বাউড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পেশায় শেয়ার বাজারের এজেন্ট ঈশ্বর এ দিন বিকেল ৪টে নাগাদ তিন বন্ধুর সঙ্গে জেটি ঘাটে গল্প করছিলেন। হঠাৎ দু’জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে আসে। একজন ঈশ্বরের কানের কাছে রিভলভার ঠেকিয়ে ট্রিগার চাপে। কিন্তু তাতে গুলি বেরোয়নি। তখন দ্বিতীয় দুষ্কৃতী ঈশ্বরের মাথা লক্ষ্য করে গুলি চালায়। জেটি ঘাটের বাইরে আর এক জন মোটর বাইক নিয়ে অপেক্ষা করছিল।
|
এই জেটিঘাটেই খুন হন ঈশ্বর। ছবি: হিলটন ঘোষ। |
তার বাইকে চেপেই বাকি দু’জন পালায়।
এই ঘটনা দেখে ঈশ্বরের বন্ধুরা কেউ ভয়ে পালায়। কেউ ঝাঁপ দেয় গঙ্গায়। জেটিতে সে সময়ে লঞ্চ ধরতে হাজির হয়েছিলেন অনেকে। আতঙ্কতি হয়ে পড়েন তাঁরাও। কয়েক ঘণ্টার জন্য বাউড়িয়া-বজবজ লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে লঞ্চ চলে।
স্থানীয় সূত্রে খবর, স্থানীয় একটি ক্লাবের সম্পাদক ঈশ্বর প্রতিদিন ঘাটে আড্ডা দিতে আসতেন। ঘটনার সময় উপস্থিত ঈশ্বরের বন্ধু মিঠাই মণ্ডল বলেন, “আমরা গল্প করছিলাম। আচমকা এক দুষ্কৃতী ঈশ্বরকে লক্ষ্য করে গুলি চালায়।” এ দিন ঘটনাস্থলে আসেন জেলা পুলিশের কর্তারা। জেলা পুলিশ সুপার (গ্রামীণ) কল্যাণ বন্দোপাধ্যায় বলেন, “প্রাথমিক ভাবে জানা গিয়েছে মোটর বাইকে করে তিন জন দুষ্কৃতী এসেছিল। খুনের কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।” |