বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউশন (আইএসআই)-এর চেয়ারম্যানের পদে প্রণব মুখোপাধ্যায়ের ‘জাল’ পদত্যাগপত্র দেওয়া হয়েছে অভিযোগ তুলে বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করল বিজেপি। এ দিনই তাদের বিরুদ্ধে পাল্টা আন্দোলনে নামার হুমকি দিল প্রদেশ কংগ্রেস। প্রণববাবুর ইস্তফা নিয়ে জানতে চেয়ে আইএসআই কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিজেপি। এ দিন প্রণববাবুর ‘তথাকথিত’ ইস্তফার প্রতিবাদে আইএসআইয়ের সামনে রাজ্য সভাপতি রাহুল সিংহের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। পাঁচ সদস্যের প্রতিনিধি দল অধিকর্তা বিমল রায়কে চিঠি দেন। বিমলবাবু জানান, আইএসআই কলকাতার প্রেসিডেন্ট এম জি এম মেননকে লেখা চিঠি আজ, শুক্রবারের মধ্যে দিল্লিতে তাঁর হাতে তুলে দেওয়া হবে। এ দিনও প্রণববাবুর মনোনয়নপত্র বাতিল করার দাবি জানান রাহুলবাবু। বিজেপি-র বিক্ষোভের পরেই বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, “পশ্চিমবঙ্গে কংগ্রেস উবে গিয়েছে নাকি! বিজেপি কুৎসার রাজনীতি করবে আর কংগ্রেস চুপ করে বসে থাকবে? বিজেপি কুৎসা বন্ধ না-করলে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে প্রতিবাদসভা ও মিছিল করব।” কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী জানান, শনিবারই তাঁরা সুবোধ মল্লিক স্ক্যোয়ার থেকে ধর্মতলা মিছিল করবেন। সিঙ্গুরের কৃষকদের ‘পাশে দাঁড়াতে’ও কংগ্রেস কর্মসূচি নিয়েছে। রাষ্ট্রপতি ভোট মিটলেই কংগ্রেস কৃষকদের দাবি নিয়ে আন্দোলনে নামবে বলে প্রদীপবাবু জানান। ১৫ জুলাই সিঙ্গুরে কংগ্রেসের সমাবেশের কর্মসূচি ছিল। ওই কর্মসূচি আপাতত স্থগিত রাখার ঘোষণা করে প্রদীপবাবু বলেন, “রাষ্ট্রপতি ভোট মিটলেই সিঙ্গুরে কৃষকদের দাবি নিয়ে সমাবেশ করব। আমরা চাই, সিঙ্গুরের কৃষকরা সুবিচার পান।’’
|
মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র কাণ্ডে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতারের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার রঞ্জিত পচনন্দা ও অতিরিক্ত পুলিশ কমিশনার সুধীর মিশ্রকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করল রাজ্য মানবাধিকার কমিশন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুকে একটি ব্যঙ্গচিত্র ‘পোস্ট’ করেছিলেন অম্বিকেশবাবু। এই কারণে গত ১৩ এপ্রিল রাতে পূর্ব যাদবপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। সারা রাত তাঁকে থানার লক-আপে রাখা হয়। সংবাদপত্রে অম্বিকেশ মহাপাত্রের গ্রেফতারির খবর প্রকাশের পরে কমিশন পুলিশের কাছ থেকে এ ব্যাপারে রিপোর্ট চেয়ে পাঠায়। নির্দেশ পেয়ে পুলিশ কমিশনার এক জন পদস্থ অফিসারকে দিয়ে তদন্তের ব্যবস্থা করেন। রিপোর্ট দেখার পরে কমিশন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনারকে ভবানী ভবনে ডেকে পাঠায়। এ দিন দুই পুলিশকর্তা বেলা সাড়ে ১১টা নাগাদ ভবানী ভবনে যান। প্রায় তিন ঘণ্টা ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন কমিশনের চেয়ারম্যান অশোককুমার গঙ্গোপাধ্যায় এবং অন্যান্য সদস্য। ওই ঘটনায় পূর্ব যাদবপুর থানার অতিরিক্ত ওসি-কে তলব করার সিদ্ধান্ত হয়েছে।
|
সত্যেন্দ্রনাথ বসুর নামে কলকাতার কোনও রাস্তাকে চিহ্নিত করার প্রস্তাব দিলেন পার্থ চট্টোপাধ্যায়। বিষয়টি দেখার জন্য বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে অনুরোধ জানান তিনি। শোভনবাবু বলেন, “সতেন্দ্রনাথ বসুর বাড়ির আশপাশের কোনও রাস্তাকে বা শহরের অন্য গুরুত্বপূর্ণ পথকে তাঁর নামে চিহ্নিত করা হবে। বিষয়টি পুরসভার রাস্তার নামকরণ সংক্রান্ত কমিটির কাছে পাঠানো হচ্ছে।”
|
আলিপুর বডিগার্ড লাইন পুলিশ আবাসন চত্বরের একটি বাগানে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম সুখরঞ্জন মুখোপাধ্যায় (৮১)। তিনি কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। তাঁর ছেলে সশস্ত্র বাহিনীর এএসআই। ওয়াটগঞ্জ থানা এলাকার ওই আবাসনে ছেলের সঙ্গেই থাকতেন তিনি। ভোরে ফুল তুলতে যান বৃদ্ধ। পরে আবাসন চত্বরে বাগানের রেলিং থেকে সুখরঞ্জনবাবুর দেহ ঝুলতে দেখা যায়। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের অনুমান, মানসিক অবসাদেই এই আত্মহত্যা। |