বাস স্ট্যান্ডে গাড়ি না ঢোকালেও বিহারের কিসানগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে একটি ঠিকাদার সংস্থা গত প্রায় তিন সপ্তাহ ধরে রায়গঞ্জ শিলিগুড়ি রুটের বেসরকারি বাস আটকে চালক ও কনডাক্টারদের কাছ থেকে অতিরিক্ত পার্কিং ফি আদায় করছে। এই অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে বাস মালিকদের সংগঠন উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। গত ২৩ জুন সংগঠনের তরফে উত্তর দিনাজপুরের জেলাশাসক, ইসলামপুরের মহকুমাশাসক, কিসানগঞ্জ ও ইসলামপুর পুরসভার চেয়ারম্যান এবং উত্তর দিনাজপুরের পরিবহণ আধিকারিককে লিখিতভাবে ওই অভিযোগ জানানো হয়েছে। ৬ জুলাইয়ের মধ্যে অতিরিক্ত পার্কিং ফি আদায় করা বন্ধ করার দাবি জানিয়েছে সংগঠন। না হলে ৭ জুলাই থেকে কিসানগঞ্জের ওপর দিয়ে রায়গঞ্জ শিলিগুড়ি রুটের বেসরকারি বাস চালানো হবে না বলে অ্যাসোসিয়েশনের তরফে হুমকি দেওয়া হয়েছে। পরিবর্তে ওই রুটের সমস্ত বাস বেঙ্গল টু বেঙ্গল রোডের রসাখোয়া, সালপাড়া, কানকি, চাকুলিয়া, পাঞ্জিপাড়া দিয়ে চালানো হবে বলে অ্যাসোসিয়েশনের তরফে প্রশাসনিক কর্তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুরের জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “বাস মালিক ও কিসানগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। পার্কিং ফি আদায় করা নিয়ে যাতে জেলার যাত্রী পরিষেবা বিঘ্নিত না হয় সেই বিষয়ে উপযুক্ত ব্যবস্থাই নেওয়া হবে।” রায়গঞ্জ শিলিগুড়ি রুটে প্রতিদিন ১০০ টিরও বেশি বেসরকারি বাস কিসানগঞ্জ হয়ে যাতায়াত করে। কিসানগঞ্জ শহরের ৩১ নম্বর জাতীয় সড়কের ধারেই বাসষ্ট্যান্ড রয়েছে। কিসানগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে একটি ঠিকাদার সংস্থা বাসস্ট্যান্ড রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কাজ করে। সেই সংস্থাই বেসরকারি বাস থেকে পার্কিং ফি আদায় করছে। গত ১২ জুন কিসানগঞ্জ জেলা প্রশাসন বৈঠক করে সরকারি প্রক্রিয়ায় টেন্ডার করে ওই ঠিকাদার সংস্থার কাজের মেয়াদ বাড়ায়। ওই বৈঠকে হাজির ছিলে উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বেসরকারি বাস মালিকরাও। ওই বৈঠকেই কিসানগঞ্জ জেলা প্রশাসন পার্কিং ফি বাড়ানোর পক্ষে সায় দিলেও জেলার বেসরকারি বাস মালিকরা তাতে আপত্তি জানান। অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক চন্দ বলেন, কিসানগঞ্জ বাসস্ট্যান্ডের পরিকাঠামো বেহাল হয়ে পড়েছে। জেলায় বাস ভাড়াও বাড়েনি। তবু অতিরিক্ত পার্কিং ফি আদায় হচ্ছে। এতে আমরা ক্ষতির মুখে পড়েছি। পুরানো হারে ফি না-নিলে আমরা লাগাতার আন্দোলনে নামতে বাধ্য হব।” |